বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কাব্য
ক্রমিক | রচয়িতা | কাব্য সমূহ |
---|---|---|
১ | রবীন্দ্রনাথ ঠাকুর | কবি-কাহিনী, গীতাঞ্জলী, বনফুল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, শিশু, ক্ষণিকা, খেয়া, সঞ্চয়িতা, স্মরণ, বালাকা, পূরবী, পুনশ্চ, শ্যামলী, সেঁজুতি, গীতালী, জন্মদিনে, মহুয়া |
২ | কাজী নজরুল ইসলাম | অগ্নিবীনা, সাম্যবাদী, বিষের বাঁশী, সন্ধ্যা, জিঞ্জির, মরুভাস্কর, চক্রবাক, নতুন চাঁদ, ঝিঙেফুল, সিন্দু হিন্দোল, দোলন-চাঁপা, পুবের হাওয়া, চিত্তনামা, ভাঙার গান, ছায়ানট, সঞ্চিতা, ফনি-মনসা, প্রলয়শিখা, সাত ভাই চম্পা |
৩ | মাইকেল মধুসূদন দত্ত | মেঘনাদবধ কাব্য, তিলোত্তমাসম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুদ্দশপদী কবিতাবলী, The Captive Lady, Visions of the Past, Collected Poems, The Apsari: A Story form Hindu Mythology. |
৪ | মীর মশাররফ হোসেন | গোরাই-ব্রিজ, পঞ্চনারী, মোসলেম বীরত্ব, বাজীমাৎ, প্রেম পারিজাত, মদিনার গৌরব, বিবি খোদেজার বিবাহ, সঙ্গীত লাহরী |
৫ | জসীম উদ্দীন | রাখালী, নক্সী কাথার মাঠ, বালুচর, ধানখেত, মাটির কান্না, রূপবতী, সোজন বাদিয়ার ঘাট, এক পয়সার বাঁশী, মা যে কান্দে, হাসু, পদ্মা নদীর দেশে, কাফনের মিছি, সখিনা |
৬ | দীনবন্ধু মিত্র | সুরধুনী কাব্য, দ্বাদশ কবিতা |
৭ | ফররুখ আহমদ | সাত সাগরের মাঝি, সিরাজাম মনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা, ধোলাই কাব্য, হাতেম তায়ী, নতুন লেখক, কাফেলা, দিলরুবা, সিন্দাবাদ, হাবিদা মরুর কাহিনী |
৮ | কায়কোবাদ | বিরহ বিলাপ, মহাশ্মশান, কুসুম কানন, অশ্রুমালা, প্রেম পরিজাত, প্রেমের বাণী, প্রেমের ফুল, স্মশান ভস্ম, মহররম শরীফ, মন্দাকিনী ধারা, গওছ পাকের প্রেমের কুঞ্জ |
৯ | নবীনচন্দ্র সেন | পলাশীর যুদ্ধ, কুরুক্ষেত্র |