বাংলা সাহিত্যের ত্রয়ী উপন্যাস সমূহ
সাহিত্যিক | ত্রয়ী উপন্যাস |
---|---|
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | আনন্দমঠ, দেবী চৌধুরাণী ও সীতারাম। |
মানিক বন্দ্যোপাধ্যায় | পুতুল নাচের ইতিকথা, শহর বাসের ইতিকথা ও ইতিকথার পরের কথা। |
আবু জাফর শামসুদ্দীন | ভাওয়ালগড়ের উপাখ্যান, পদ্মা মেঘনা যমুনা ও সংকর সংকীর্তন। |
প্রেমেন্দ্র মিত্র | পাঁক, কুয়াশা ও মিছিল। |
হুমায়ূন আহমেদ | জোছনা ও জননীর গল্প, মধ্যাহ্ন ও মাতাল হাওয়া। |
তাহমিনা আনাম | এ গোল্ডেন এজ, দ্য গুড মুসলিম ও দ্য বোনস অব গ্রেস। |
সুনীল গঙ্গোপাধ্যায় | সেই সময়, পূর্ব-পশ্চিম ও প্রথম আলো। |
সমরেশ মজুমদার | উত্তরাধিকার, কালবেলা ও কালপুরুষ। |
শওকত আলী | দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন। |
তারাশংকর বন্দ্যোপাধ্যায় | ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম। |
বিমল মিত্ৰ | সাহেব বিবি গোলাম, কড়ি দিয়ে কিনলাম ও একক দশক শতক। |
দিলিপ কুমার রায় | মনের পরশ, রঙের পরশ, বহুল্লভ। |
আশাপূর্ণা দেবী | প্রথম পৃশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা। |