বাংলা সাহিত্যের প্রথম
১. বাংলা ভাষার/সাহিত্যের প্রথম / আদি কবি ?
উত্তর:- লুইপা।
২. বাংলায় পদাবলির প্রথম কবি কে ?
উত্তর:- চণ্ডীদাস।
৩. বাংলা অক্ষরের নকশা প্রথম খোদাইকারী কে ?
উত্তর:- পঞ্চানন কর্মকার ।
৪. বাংলা রামায়ণ এর প্রথম অনুবাদক কে ?
উত্তর:- কৃত্তিবস ওঝা ।
৫. বাংলায় মহাভারতের এর প্রথম অনুবাদক কে ?
উত্তর:- কবিন্দ্র পরমেশ্বর।
৭. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে ?
উত্তর:- চন্দ্রবতী।
৮. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে ?
উত্তর:- স্বর্ণকুমারী দেবী।
৯. বাংলা ভাষায় প্রথম সার্থক ঔপন্যাসিক কে ?
উত্তর:- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের।
১০. বাংলা ভাষায় প্রথম ব্যাকারণ গ্রন্থ রচনাকারী কে ?
উত্তর:- ম্যানুয়েল দ্য অ্যাসসুম্পসাও।
১১. প্রথম বাংলা ব্যাকারণ (ইংরেজি ভাষায় ) রচনাকারী (অবাঙালী) কে ?
উত্তর:- নাথানিয়েল ব্রাসি হ্যালহেড ।
১২. প্রথম বাংলা ব্যাকারণ (ইংরেজি ভাষায় ) রচনাকারী ( বাঙালী) কে ?
উত্তর:- রাজা রামমোহন রায়।
১৩. প্রথম বাংলা ব্যাকারণ ( বাংলা ভাষায় ) রচনাকারী ( বাঙালী) কে ?
উত্তর:- রাজা রামমোহন রায়।
১৪. বাঙালি কতৃক বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকারণ ?
উত্তর:- গোড়ীয় বাংলা ব্যাকারণ।
১৫. বাঙালি কর্তৃক ইংরেজি ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকারণ ?
উত্তর:- Bengali Grammar in English Language.
১৬. কাব্য রচনাকারী প্রথম মুসলমান কবি ?
উত্তর:- মোজাম্মেল হক।
১৭. প্রচীনতম বাঙালী মুসলমান কবি ?
উত্তর:- শাহা মুহাম্মদ সগীর।
১৮. পুথি সাহিত্যের প্র্রথম সার্থক কবি ?
উত্তর:- ফকির গবীবুল্লাহ।
১৯. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে ?
উত্তর:- মীর মশাররফ হোসেন।
২০. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে ?
উত্তর:- মীর মশাররফ হোসেন।
২১. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
২৩. বাংলায় প্রথম সনেট রচনাকারী ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
২৪. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
২৫. বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য রচয়িতা ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
২৬. বাংলা সাহিত্যের প্রথম প্রহসন রচয়িতা ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
২৭. বাংলা সাহিত্যের প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যাবহারকারী ?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
৩৯. বাংলা সাহিত্যের প্রথম যতি চিহ্নের ব্যবহারকারী ?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
৩০. বাংলা সাহিত্যের প্রথম চলিত রীতির ব্যবহারকারী ?
উত্তর:- প্রমথ চৌধুরী।
৩১. বাংলা কাব্য প্রথম মহাকাব্য রচনার প্রচেষ্টাকারী ?
উত্তর:- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।
৩২. বাংলা সাহিত্যে প্রথম ত্রয়ী মহাকাব্য রচনাকারী ?
উত্তর:- নবীনচন্দ্র সেন।
৩৩. মৈমনসিংহ গীতিকার প্রথম ইংরেজি অনুবাদক ?
উত্তর:- ড. দীনেশচন্দ্র সেন।
৩৪. উনিশ শতকের প্রথম বাঙ্গালি/মুসলিম লেখক ?
উত্তর:- খন্দকার শামসুদ্দীন মুহম্মদ সিদ্দিকী।
৩৫. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ?
উত্তর:- আলালের ঘরে দুলাল।
৩৬. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ( অবাঙালী কর্তৃক ) ?
উত্তর:- ফুলমণি ও করুণার বিবারণ।
৩৭. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ?
উত্তর:- দুর্গেশনন্দিনী।
৩৮. বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস ?
উত্তর:- কপালকুণ্ডলা।
৩৯. বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক ?
উত্তর:- শর্মিষ্ঠা।
৪০. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম রচিত নাটক ?
উত্তর:- বসন্ত কুমারী।
৪১. বাংলাদেশের প্রথম মঞ্চায়িত নাটক ?
উত্তর:- বাকি ইতিহাস।
৪২. বাংলাদেশ বেতারের প্রচারিত প্রথম নাটক ?
উত্তর:- কাঠ ঠোকরা।
৪৩. বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক ?
উত্তর:- একতলা দোতলা।
৪৪. বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটক ?
উত্তর:- তারাচরণ শিকদার রচিত ভদ্রার্জুন।
৪৫. বাংলা সাহিত্যের প্রথম প্রহসন নাটক ?
উত্তর:- একেই কি বলে সভ্যতা।
৪৬. একুশের প্রথম সাহিত্য সংকলন ?
উত্তর:- একুশে ফেব্রুয়ারি (১৯৫৩)।
৪৭. একুশের প্রথম কবিতা ?
উত্তর:- কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি।
৪৮. একুশের প্রথম নাটক ?
উত্তর:- কবর (১৯৫৩)।
৪৯. একুশের প্রথম উপন্যাস ?
উত্তর:- আরেক ফাল্গুন (১৯৬৮)।
৫০. বাংলাদেশের প্রথম প্রামাণ্য চিত্র ?
উত্তর:- স্টপ জেনেসাইড।
৫১. প্রথম বাংলা সবাক চিত্র ?
উত্তর:- জামাই ষষ্ঠী (১৯৩১)।
৫২. বাংলাদেশে নির্মিত প্রথম বাংলা (সবাক) চলচ্চিত্র ?
উত্তর:- মুখ ও মুখোশ।
৫৩. মুক্তিযুদ্ধ পূর্ব যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ?
উত্তর:- জীবন থেকে নেয়া।
৫৪. স্বাধীন বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ?
উত্তর:- ওরা ১১ জন।
৫৫. স্বাধীনতা দিবসে মুক্তিপ্রাপ্ত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ?
উত্তর:- মেঘের পরে মেঘ।