এক কথায় প্রকাশ বা বাক্য সংক্ষেপণ - ভ, ম, য
ভ
ভাত প্রধান খাদ্য যার — ভেতো
ভ্রমণ করা স্বভাব যার — ভ্রমর
ভাবা যায় না যা — অভাবনীয়
ভস্মে পরিণত হয়েছে যা — ভস্মীভূত
ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে — দূরদর্শী
ভুজ বা বাহুতে ভর করে চলে যে — ভুজগ
ভূ-কেন্দ্রের মুখে জড়পদার্থের আকর্ষণ — অভিকর্ষ
ভিতর থেকে গোপনে ক্ষতিসাধন — অন্তর্ঘাত
ভববন্ধন হতে নিষ্কৃতি — মোক্ষ
ভাদ্রমাস সম্বন্ধীয় — ভাদুরে
ভ্রমরের শব্দ — গুঞ্জন
ভোজন করার ইচ্ছা — বুভুক্ষা
ভোজন করতে ইচ্ছুক — বুভুক্ষু
ভ্রাতাদের মধ্যে পরস্পর সদ্ভাব — সৌহার্দ
ভগীরথের আনীত নদী — ভাগীরথী
ভুক্ত বস্তু উদগিরণ করে পুনরায় চর্বণ — রোমস্থন
ম
মরে না যে — অমর
মরতে বসেছে যে — মুমূর্ষু
মধু পান করে যে — মধুপ
মর্মকে পীড়া দেয় যে — মর্মন্তুদ
মর্মে বেদনা দেয় যা — মর্মান্তিক
মন হরণ করে যা — মনোহর
ময়ূরের কণ্ঠের রং যার — ময়ূরকণ্ঠী
মমতা নেই যার — নির্মম
মীনের অক্ষির ন্যায় অক্ষি যার — মীনাক্ষি
মৃৎ অঙ্গ যার — মৃদঙ্গ
মাটি ভেদ করে যে ওঠে — উদ্ভিদ
মৃত্তিকা দ্বারা নির্মিত — মৃন্ময়
মৃত্তিকা নির্মিত ভোজনপাত্র — শানকি
মেঘের ধ্বনি – জীমূতমন্দ্র
ময়ূরের বিস্তৃত পুচ্ছ — পেখম
মুক্তি লাভের ইচ্ছা — মুমুক্ষা
মুক্তি পেতে ইচ্ছুক — মুমুক্ষু
মুষ্টির সাহায্যে যা পরিমাপ করা যায় — মুষ্টিমেয়
ময়ূরের ডাক — কেকা
মাসের শেষ দিন — সংক্রান্তি
মুগ্ধ করে যে নারী — মোহিনী
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে — ভাগাড়
মূল সম্বন্ধীয় — মৌল, মৌলিক
মনন করলে ত্রাণ পাওয়া যায় যাতে — মন্ত্র
মক্ষিকাও প্রবেশ করতে পারে না যেখানে — নির্মক্ষিক
মেঘে আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ — মেঘমেদুর
মনে যার জন্ম– মনসিজ
মাথার খুলি – এর এক কথায় প্রকাশ কি?– করোটি
য
যে জয় করে — বিজেতা
যে সব জানে — সর্বজ্ঞ
যে বুকে হেঁটে চলে — সরীসৃপ
যে সব হারিয়েছে — সর্বহারা
যে সহ্য করতে পারে — সহিষ্ণু
যে সমস্তই সহ্য করে — সর্বংসহা
যে একটুতেই মারামারি করতে চায় — মারকুট
যে বেঁচে থেকেও মৃতবৎ — জীবন্মৃত
যে সম্পত্তি স্থানান্তরিত করা যায় — অস্থাবর
যে গাছ কোনো কাজে লাগে না — আগাছা
যে হিসাব করে ব্যয় করে না — অমিতব্যয়ী
যে ভূমি উর্বর নয় — অনুর্বর
যে পুরুষ বিয়ে করেনি — অকৃতদার
যে মেয়ের বিয়ে হয়নি — অনূঢ়া
যে নারীর সন্তান হয় না — বন্ধ্যা
যে নারীর স্বামী মারা গেছে — বিধবা
যে স্ত্রী বশীভূত — স্ত্রৈন
যে নারীর হিংসা নেই — অনসূয়া
যে নারীর স্বামী বিদেশে থাকে — প্রোষিতভর্তৃকা
যে নারীর হাসি সুন্দর — সুস্মিতা
যে নারীর হাসি পবিত্র — শুচিস্মিতা
যে নারীর স্বামীও নেই সন্তানও নেই — অবীরা
যে নারীর সন্তান হয়ে মরে যায় — মৃতবৎসা
যে নারী নিজে বর বরণ করে নেয় — স্বয়ংবরা
যে সন্তান পিতার মৃত্যুর পর জন্মগ্রহণ করে — মরণোত্তরজাতক
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ — শ্বাপদসংকুল
যে পুরুষ বিয়ে করেছে — কৃতদার
যে ব্যস্ত থেকে উৎখাত হয়েছে — উদ্বাস্তু
যে কৃৎসা রটায় — পিশুন
যে তিথিতে পূর্ণচন্দ্রের উদয় হয় — পূর্ণিমা
যে বা যা আছে — বিজিত
যার অন্য উপায় নেই — অনন্যোপায়
যার তল স্পর্শ করা যায় না — অতলস্পর্শ
যার আগমনের কোনো তিথি নেই — অতিথি
যার নাম পরিচয় জানা নেই — অজ্ঞাত
যার স্ত্রী মারা গেছে — বিপত্নীক
যার যশ আছে – যশস্বী
যার সর্বস্ব খোয়া গেছে — সর্বস্বান্ত
যার সর্বস্ব চুরি গেছে — হৃতসর্বস্ব
যার প্রকৃত বর্ণ ধরা যায় না — বর্ণচোরা
যার কোনো উপায় নেই — নিরুপায়
যার জিহ্বা লকলক করে — লেলিহান
যার ঘৃণা নেই — নির্ঘৃণ
যার রসবোধ আছে — রসিক
যার পূর্ব জন্মের কথা স্বরণ থাকে — জাতিস্মর
যাঁর কীর্তি শ্রবণে পূণ্য জন্মে — পুণ্যশ্লোক
যার অনুরাগ দূর হয়েছে — বীতরাগ
যার যশ আছে — যশস্বী
যা বলা হবে — বক্তব্য
যা বিনষ্ট হয় না — অবিনশ্বর
যা গলে যায় না — অদ্রব
যা বার বার দুলছে — দোদুল্যমান
যা লঙ্ঘন করা যায় না — অলঙ্ঘ্য
যা অষ্ট প্রহর পরার যোগ্য — আটপৌরে
যা মাটিভেদ করে উঠেছে — উদ্ভিদ
যা দীপ্তি পাচ্ছে — দেদীপ্যমান
যা বহুকষ্টে লাভ করা যায় — দুর্লভ
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে — অযত্নলব্ধ
যা সহজে লঙ্ঘন করা যায় না — দুর্লঙ্ঘ্য
যা সহজে মরে না — দুর্মর
যা সহজে দমন করা যায় না — দুর্দম
যা সহ্য করা যায় না — দুর্বিষহ
যা আছে – এর এক কথায় প্রকাশ কি?– বিদ্যমান
যা সাধারণের মধ্যে দেখা যায় না এমন — অনন্যসাধারণ
যা পূর্বে দেখা যায়নি এমন — অদৃষ্টপূর্ব
যা অধ্যয়ন করা হয়েছে — অধীত
যা জলে চরে — জলচর
যা স্থলে চরে — স্থলচর
যা জলে ও স্থলে চরে — উভচর
যা অতি দীর্ঘ নয় — নাতিদীর্ঘ
যা কোথায়ও উঁচু কোথাও নিচু — বন্ধুর
যা সহজেই ভেঙ্গে যায় — ভঙ্গুর
যা ঘটবেই — ভবিতব্য
যা বলার যোগ্য নয় — অকথ্য
যা সরোবরে জন্মে — সরোজ
যা হৃদয় বিদীর্ণ — হৃদয়বিদারক
যা ভাগ করা হবে — ভাজ্য
যা ভাগ করা হয়েছে — ভাজিত
যা পরে ঘটবে — ভাবী, ভবিতব্য
যা জয় করা হয়েছে — বিজিত
যা জানা গিয়েছে — বিদিত
যা বিলীন হচ্ছে — বিলীয়মান
যা বিসর্জন করা হয়েছে — বিসর্জিত
যা বাইরে আছে — বহিস্থ
যা পোঁতা হয়েছে — প্রোথিত
যা পূর্বে দেখা হয়েছে — পূর্বদৃষ্ট
যা নিঃশেষে পান করা হয়েছে — নিপীত
যা খনন করা হয়েছে — নমিত
যা দৃষ্টিগোচর হয়েছে — প্রত্যক্ষীভূত
যা লাফিয়ে চলে — প্লবগ
যা নিবারণ করা কষ্টকর — দুর্নিবার
যা দীপ্তি পাচ্ছে — দীপ্তমান
যিনি প্রথমে পথ দেখান — পথিকৃৎ
যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত — নৈয়ায়িক
যিনি যুদ্ধে স্থির থাকেন — যুধিষ্ঠির
যিনি বিদ্যালাভ করেছেন — কৃতবিদ্যা
যিনি নিয়ন্ত্রণ করেন — নিয়ন্তা
যাকে হত্য করা হয়েছে — নীত
যাকে মুগ্ধ করা হয়েছে — মোহিত
যাকে নেওয়া হয়েছে — নমিত
যাকে শাসন করা দুঃসাধ্য — দুঃশাসন
যাকে সহজেই জয় করা যায় না — দুর্জয়
যুবতী জায়া যার — যুবজানি
যুদ্ধের জন্য ইচ্ছুক — যুযুৎসু
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ,আ ই, ঈ, উ, ঊ, ঋ এ, ঐ, ও, ঔ ক, খ, গ, ঘ চ, ছ, জ, ঝ, ট ঠ, ড, ঢ, ত, থ দ, ধ, ন প, ফ, ব ভ, ম, য র, ল, শ, স, হ