গুরুত্বপূর্ণ বাগধারা - ক, খ, গ
ক
কচুকাটা করা ➫ নির্মমভাবে ধ্বংস করা
কচু পোড়া ➫ অখাদ্য
কচ্ছপের কামড় ➫ যা সহজে ছাড়ে না
কলম পেষা ➫ কেরানিগিরি
কলুর বলদ ➫ এক টানা খাটুনি
কথার কথা ➫ গুরুত্বহীন কথা
কাঁঠালের আমসত্ত্ব ➫ অসম্ভব বস্তু
কাকতাল ➫ আকস্মিক/দৈব যোগাযোগজাত ঘটনা
কপাল ফেরা ➫ সৌভাগ্য লাভ
কত ধানে কত চাল ➫ হিসেব করে চলা
কড়ায় গণ্ডায় ➫ পুরোপুরি
কান খাড়া করা ➫ মনোযোগী হওয়া
কানকাটা ➫ নির্লজ্জ
কান ভাঙানো ➫ কুপরামর্শ দান
কান ভারি করা ➫ কুপরামর্শ দান
কাপুড়ে বাবু ➫ বাহ্যিক সাজ
কেউ কেটা ➫ গণ্যমান্য
কেঁচে গণ্ডুষ ➫ পুনরায় আরম্ভ
কেঁচো খুড়তে সাপ ➫ বিপদজনক পরিস্থিতি
কই মাছের প্রাণ ➫ যা সহজে মরে না
কুঁড়ের বাদশা ➫ খুব অলস
কাক ভূষণ্ডী ➫ দীর্ঘজীবী
কেতা দুরস্ত ➫ পরিপাটি
কাছা আলগা ➫ অসাবধান
কাঁচা পয়সা ➫ নগদ উপার্জন
কূপমণ্ডুক ➫ সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন, ঘরকুনো
কাঠের পুতুল ➫ নির্জীব, অসার
কথায় চিঁড়ে ভেজা ➫ ফাঁকা বুলিতে কার্যসাধন
কান পাতলা ➫ সহজেই বিশ্বাসপ্রবণ
কাছা ঢিলা ➫ অসাবধান
কুল কাঠের আগুন ➫ তীব্র জ্বালা
কেঁচো খুড়তে সাপ ➫ সামান্য থেকে অসামান্য পরিস্থিতি
কেউ কেটা ➫ সামান্য
কৈ মাছের প্রাণ ➫ যা সহজে মরে না
খ
খয়ের খাঁ ➫ চাটুকার
খণ্ড প্রলয় ➫ ভীষণ ব্যাপার
খাল কেটে কুমির আনা ➫ বিপদ ডেকে আনা
গ
গড্ডলিকা প্রবাহ ➫ অন্ধ অনুকরণ
গদাই লস্করি চাল ➫ অতি ধীর গতি, আলসেমি
গণেশ উল্টানো ➫ উঠে যাওয়া, ফেল মারা
গলগ্রহ ➫ পরের বোঝা স্বরূপ থাকা
গরজ বড় বালাই ➫ প্রয়োজনে গুরুত্ব
গরমা গরম ➫ টাটকা
গরিবের ঘোড়া রোগ ➫ অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
গুর খোঁজা ➫ তন্ন তন্ন করে খোঁজা
গুরু মেরে জুতা দান ➫ বড় ক্ষতি করে সামান্য ক্ষতিপূরণ
গাছে কাঁঠাল গোঁফে তেল ➫ প্রাপ্তির আগেই আয়োজন
গা ঢাকা দেওয়া ➫ আত্মগোপন
গায়ে কাঁটা দেওয়া ➫ রোমাঞ্চিত হওয়া
গাছে তুলে মই কাড়া ➫ সাহায্যের আশা দিয়ে সাহায্য না করা
গায়ে ফুঁ দিয়ে বেড়ানো ➫ কোনো দায়িত্ব গ্রহণ না করা
গুরু মারা বিদ্যা ➫ যার কাছে শিক্ষা তারই উপর প্রয়োগ
গোকুলের ষাঁড় ➫ স্বেচ্ছাচারী লোক
গোঁয়ার গোবিন্দ ➫ নির্বোধ অথচ হঠকারী
গোল্লায় যাওয়া ➫ নষ্ট হওয়া, অধঃপাতে যাওয়া
গোবর গণেশ ➫ মূর্খ
গোলক ধাঁধা ➫ দিশেহারা
গোঁফ খেজুরে ➫ নিতান্ত অলস
গোড়ায় গলদ ➫ শুরুতে ভুল
গৌরচন্দ্রিকা ➫ ভূমিকা
গৌরীসেনের টাকা ➫ বেহিসাবী অর্থ
গুড়ে বালি ➫ আশায় নৈরাশ্য
বর্ণ অনুসারে নিচে ক্লিক করুন
অ, আ ই, উ, ঊ, এ, ও, ঔ ক, খ, গ ঘ, চ, ছ জ, ঝ, ট, ঠ, ড ঢ, ত, থ, দ, ধ ন, প, ফ ব, ভ, ম য, র, ল, শ, ষ স, হ