বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
১.আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-ম্যাক্স প্ল্যাঙ্ক।
২.খাজনা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-ডেভিড রিকার্ডো।
৩. সমাজতন্ত্রের প্রবক্তা কে ?
উত্তর:-কাল মার্কস।
৪. আমলাতন্ত্রের প্রবক্তা কে ?
উত্তর:-ম্যাকস ওয়েবার।
৫. বিভাজন তত্ত্বের প্রবক্তা ( Theory of Separation) কে ?
উত্তর:-মন্টেস্কু।
৬. সামাজিক চুক্তি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-রুশো।
৭. অর্থের তত্ত্ব এর প্রবক্তা কে ?
উত্তর:-জন লক।
৮. দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-মুহম্মদ আলি জিন্নাহ।
৯.ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-জন মিল।
১০. সামাজিক চয়ন তত্তের প্রবক্তা কে ?
উত্তর:-অমর্ত্য সেন।
১১. বিশ্বগ্রামের ধারণা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-মার্শাল ম্যাকলুহাম।
১২. বিগ ব্যাং থিওরি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-স্টিফেন হকিংস।
১৩. বানিজ্য তত্তের প্রবক্তা কে ?
উত্তর:-ডেভিড রিকার্ডো।
১৪. Theory of profit বা মুনাফা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-হলি।
১৫. Theory of Exploitation Liquidity তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-কার্ল মার্কস।
১৬. ডাইনামিক থিওরি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-জে বি ক্লার্ক।
১৭. ভোক্তার উদ্বৃত্ত তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-মার্শাল।
১৮. লেইস ফেয়ার নীতি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-এডাম স্মীথ।
১৯. উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-কাল মার্কস।
২০. Theory of Comparative Cost বা তুলনা মূলক খরচ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-ডেভিড রিকার্ডো।
২১. দারিদ্র্যের দুষ্টচক্র তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:- অধ্যাপক রাগনার নার্কস ।
২২. নিম খাজনা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:- মার্শাল।
২৩. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-ম্যালথাস।
২৪. কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-ডালটন।
২৫. শ্রমবিভাগ তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-এডাম স্মীথ।
২৬. সাম্যবাদ নীতি তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-কার্ল মার্কস।
২৭. গ্রেসাম বিধির প্রবক্তা কে ?
উত্তর:-স্যার টমাস গ্রেসাম।
২৮. আলোর কণিকা তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-স্যার আইজ্যাক নিউটন।
২৯. আপেক্ষিক তত্তের প্রবক্তা কে ?
উত্তর:-আইনস্টাইন।
৩১. ‘কোষ মতবাদ বা কোষতত্ত্ব’ এর প্রবক্তা কে ?
উত্তর:-স্নেইডেন ও সোয়ান।
৩২. ‘জিন মতবাদ’ এর প্রবক্তা কে ?
উত্তর:-থমাস হান্ট মর্গান।
৩৩. ‘মিউটেশন মতবাদ’ এর প্রবক্তা কে ?
উত্তর:-হুগো দ্য ভ্রিম।
৩৪ ‘প্যানজেনেসিস মতবাদ’ এর প্রবক্তা কে ?
উত্তর:-ডারউইন।
৩৭. বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা কে ?
উত্তর:-লুই পাস্তুর।
৩৯. ‘বায়োজেনেটিক তত্ত্ব বা পুনরাবৃত্তি মতবাদ’-এর প্রবক্তা কে ?
উত্তর:-আর্নেষ্ট হেকেল।
৪০.অর্থের ব্যবহার তত্ত্ব এর প্রবক্তা কে ?
উত্তর:-ভিটগেনস্টাইন।