বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
| দেশ | সংবাদ সংস্থা |
|---|---|
| বাংলাদেশ | বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব। বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)। |
| পাকিস্তান | এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল। (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) |
| যুক্তরাষ্ট্র | এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN). |
| ফ্রান্স | এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) |
| ভারত | প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই) |
| যুক্তরাজ্য | রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) |
| জাপান | কারেন প্রেস সেন্টার (সিপিসি), এফপিএস, জিএনএন চীন সিনহুয়া। (XINHUA). |
| রাশিয়া | ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya),ইন্টারফ্যাক্স, নভোস্তি (বিলুপ্ত) |
| ইন্দোনেশিয়া | আনতারা |
| ইরান | ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ) |
| ইরাক | নিউজ এজেন্সি (ইনা) |
| ইসরাইল | জিউস টেলিগ্রাফ এজেন্সি (JTA) |
| অষ্ট্রেলিয়া | অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি) |
| কানাডা | কানাডিয়া প্রেস (সিপি) |
| সিরিয়া | সানা |
| লিবিয়া | জানা |
| তুরস্ক | আনাতোলিয়া (ANATOLIA) |
