বিভিন্ন পরিমাপক যন্ত্র
ক্রম | যন্ত্রের নাম | যন্ত্রের ব্যবহার |
---|---|---|
১ | ব্লাক বক্স | বিমানে রক্ষিত ফ্লাইট ডাটা রেকর্ডার যন্ত্র |
২ | থার্মোমিটার | উষ্ণতা পরিমাপক যন্ত্র |
৩ | ক্যালরিমিটার | তাপ পরিমাপক যন্ত্র |
৪ | পাইরোমিটার | তারকাসমূহের (সূর্যের) উত্তাপ নির্ণায়ক |
৫ | ইনকিউবেটর | ডিম থেকে বাচ্চা ফুটানোর যন্ত্র |
৬ | ওডোমিটার | মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র |
৭ | অডিও মিটার | শব্দের তীব্রতা নির্ণায়ক |
৮ | ট্যাকোমিটার | উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র |
৯ | জাইরোকম্পাস | জাহাজের দিক নির্ণায়ক |
১০ | কোনোমিটার | সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র |
১১ | ফ্যাদোমিটার | সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র |
১২ | ম্যানোমিটার | গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র |
১৩ | অ্যামমিটার | বৈদ্যুতিক প্রবাহের ক্ষমতা নির্ণায়ক যন্ত্র |
১৪ | ব্যারোমিটার | বায়ুমন্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র |
১৫ | ল্যাক্টোমিটার | দুধের ঘনত্ব বা বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র |
১৬ | ক্রেসকোগ্রাফ | উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র |
১৭ | ক্রোনোমিটার | সময়ের পরিমাপক যন্ত্র |
১৮ | কার্ডিওগ্রাফ | হৃৎপিন্ডের গতি পরিমাপ যন্ত্র |
১৯ | সিসমোগ্রাফ | ভুমিকম্প পরিমাপক যন্ত্র |
২০ | রিখটার স্কেল | ভূকম্পন তীব্রতা পরিমাপের একটি গাণিতিক স্কেল |
২১ | রেইন গেজ | বৃষ্টি পরিমাপক যন্ত্র |
২২ | অ্যানিমোমিটার | বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম |
২৩ | পোলিওগ্রাফ | মিথ্যা ধারক যন্ত্র |
২৪ | অলটিমিটার | উচ্চতা নির্ণায়ক যন্ত্র |
২৫ | পাইরোমিটার | উচ্চ তাপমাত্রা (সূর্যের) নির্ণায়ক যন্ত্র |
২৬ | হাইগ্রোমিটার | বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্র |
২৭ | হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক গুরত্ব বা ঘনত্ব নির্ণায়ক |
২৮ | হাইড্রোফোন | পানির তলায় শব্দ নিরুপণ যন্ত্র |
২৯ | সেক্সট্যান্ট | দুটি বস্তুর মধ্যস্থিত কৌণিক দূরত্ব পরিমাপক যন্ত্র |
৩০ | ওহম মিটার | পরিবাহীর রোধ নির্ণায়ক |
৩১ | ভোল্ট মিটার | বৈদ্যুতিক বিভব বা চাপ পরিমাপক যন্ত্র |
৩২ | স্ফিগমোম্যানোমিটার | মানবদেহের রক্তচাপ নির্ণায়ক |
৩৩ | পোলারিমিটার | আলোক সক্রিয়তা পরিমাপক যন্ত্র |
৩৪ | থার্মোস্ট্যাট | ফ্রিজ, ইস্ত্রি, ওভেন ইত্যাদিতে সি’র তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র |
৩৫ | ভেলাটোমিটার | বেগের পরিমাণ নির্ণয়ক |
৩৬ | ভার্নিয়ার স্কেল | দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র (মিলিমিটারের ভগ্নাংশ) |
৩৭ | স্পিডোমিটার | দ্রুতি পরিমাপক যন্ত্র |
৩৮ | স্প্রিং নিক্তি | সরাসরি বস্তুর ওজন নির্ণায়ক |
৩৯ | স্টেথোস্কোপ | হৃৎপিন্ড ও ফুসফুসের শব্দ নিরুপক যন্ত্র |
৪০ | অ্যাক্সিলারোমিটার | ত্বরণ পরিমাপক যন্ত্র |
৪১ | টেনসিওমিটার | তরলের পৃষ্ঠটান পরিমাপক যন্ত্র |
৪২ | গ্যালভানোমিটার | সুক্ষম মাপের বিদ্যুৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র |