বিভিন্ন শব্দের অর্থ
১. “টর্নেডো"শব্দের অর্থ কী?
উত্তর:-বজ্রঝড়।
২. “সুনামি" শব্দের অর্থ কী?
উত্তর:-বন্দরের ঢেউ।
৩. “সিডর" শব্দের অর্থ কী?
উত্তর:-চোখ।
৪."আইলা" শব্দের অর্থ কী?
উত্তর:-ডলফিন।
৫. “সাইক্লোন" শব্দের অর্থ কী ?
উত্তর:-সাপের কুণ্ডলী।
৬."কালো সোনা বা ব্ল্যাক গোল্ড"কী ?
উত্তর:-তেজস্ক্রিয় বালু।
৭. “সাদা সোনা বা হোয়াইট গোল্ড"কী ?
উত্তর:-চিংড়ি।
৮."টাইডাল বন"কী?
উত্তর:-জোয়ার-ভাটার বন।
৯. “ম্যানগ্রোভ" কী?
উত্তর:-লুনাপানি বা কাঁদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো শ্বাসগ্রহণকারী শিকড় বিশিষ্ট গাছ।
১০. “ভেটো"শব্দের অর্থ কী?
উত্তর:-আমি মানি না।
১১. “ককপিট" শব্দের অর্থ কী?
উত্তর:-রণক্ষেত্র।
১২. “মুজিব"শব্দের অর্থ কী?
উত্তর:-উত্তরদাতা।
১৩. “রেনেসাঁ" শব্দের অর্থ কী?
উত্তর:-পুনর্জন্ম বা নবজাগরণ।
১৪. “গ্লোবাল ভিলেজ"অর্থ কী?
উত্তর:-বিশ্বগ্রাম বা বিশ্বায়ন ।
১৫. “মোবাইল"শব্দের অর্থ কী?
উত্তর:-ভাম্যমান বা স্থানান্তরযোগ্যতা।
১৬. “কাটরা"শব্দটি দ্বারা বুঝায়?
উত্তর:-বিশ্রামাগার ।
১৭. “ভিক্টোরিয়া ক্রস" কী?
উত্তর:-যুক্তরাজ্যের সর্বোচ্চ খেতাব।
১৮. “স্ফিংস" কী?
উত্তর:-মিশরের পিরামিডের মূর্তি।
১৯. “নিপ্পন"শব্দের অর্থ কী?
উত্তর:-সূর্যের উৎস।
২০. “ভাইরাস" শব্দের অর্থ কী?
উত্তর:-বিষ।
২১. “ব্ল্যাক সেপ্টেম্বর"কী?
উত্তর:-১৯৭০ সালে প্রতিষ্ঠিত ফিলিস্তিনের একটি গেরিলা সংগঠন
২২. “মহেনঞ্জোদারো"কথাটির অর্থ কী?
উত্তর:-মরা মানুষের ঢিবি
২৩. “চর্যাপদ"শব্দের অর্থ কী?
উত্তর:-আচরণ।
২৪. “চর্যাচর্যবিনিশ্চয়"শব্দের অর্থ কী?
উত্তর:-কোনটি আচরণীয় কোনটি নয়।
২৫."কসমিক ইয়ার"বলতে বুঝায়?
উত্তর:-ছায়া পথে নিজ অক্ষে আবর্তনকাল।
২৬. “উদীচী" শব্দের অর্থ কী?
উত্তর:-উত্তর দিক।
২৭. “আরব"শব্দের অর্থ কী?
উত্তর:-বৃক্ষলতাহীন মরুভূমি।
২৮. “হায়ারোগ্লিফিক"শব্দের অর্থ?
উত্তর:-পবিত্রলিপি।
২৯. “আওয়ামী" শব্দের অর্থ কী?
উত্তর:-আমজনতা।
৩০. “মৌসুম"শব্দের অর্থ কী?
উত্তর:-ঋতু।
৩১. “আতাতুর্ক"শব্দের অর্থ কী?
উত্তর:-জাতির জনক।
৩২. “গ্রিনপিস"হচ্ছে?
উত্তর:-নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারী পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা।
৩৩. “ইন্টারফ্যাক্স" কী?
উত্তর:-রাশিয়ার বার্তা সংস্থা।
৩৪. “ফেয়ার ফ্যাক্স" কী?
উত্তর:-যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা।
৩৫"মোসাদ" কী?
উত্তর:-ইসরাইলের গোয়েন্দা সংস্থা।
৩৬. “ফালুন গং" কী?
উত্তর:-চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন।
৩৭. “উইঘর" কী?
উত্তর:-চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম সম্প্রদায়
৩৮. “স্টিংগার" কী?
উত্তর:-বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
৩৯. “ওয়াফা" কী?
উত্তর:-ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
৪০. “সানা" কী?
উত্তর:-সিরিয়ার সংবাদ সংস্থা।
৪১. “হার্মাদ" হচ্ছে?
উত্তর:-পর্তুগিজ জলদস্যু।
৪২. “উপমান"শব্দের অর্থ কী?
উত্তর:-তুলনীয় বস্তু।
৪৩. “আরব বসন্ত" কী?
উত্তর:-আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
৪৪. “জুমচাষ"কী?
উত্তর:-স্থান পরিবর্তন করে চাষ।