বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
| নাম | অবস্থান |
|---|---|
| র্যাডক্লিফ লাইন | ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সামানা নিরূপিত সীমারেখা। এটিকে ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্তবর্তী লাইন হিসাবেও ধরা হয় |
| ইন অব কন্ট্রোল | ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা |
| ডুরান্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা নিরূপিত সীমারেখা |
| ম্যাজিনো লাইন | ফ্রান্স-জার্মানির মধ্যে |
| বারলেভ লাইন | ইসরাইলকে রক্ষা করার দুর্ভেদ্য লাইন |
| ম্যাকমোহন লাইন | ভারত-চীনের মধ্যে সীমানা নিরূপিত রেখা |
| হিন্ডারবার্গ লাইন | জার্মানি ও পোল্যান্ডের দ্বিখন্ডীকরণ রেখা |
| ওয়ালেস লাইন | এশিয়া ও অস্ট্রেলিয়ার মধ্যকার কাল্পনিক রেখা। |
| গ্রীন লাইন | তুর্কী ও গ্রীক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্তরেখা |
| ম্যাকনামারা লাইন | উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম সীমান্তে নির্মিত ইলেকট্রিক বেটুনী |
| জিগফ্রিড লাইন | ফ্রান্স-জার্মানির মধ্যবর্তী সুরক্ষিত সীমারেখা |
| ওডেরসিন লাইন | পোল্যান্ড ও জার্মানির মধ্যে সীমানা নির্দেশক লাইন |
| প্লিমসল লাইন | জাহাজের গায়ে অতিরিক্ত বোঝাই এড়ানোর জন্য চিহ্নিত রেখা |
| ১৭ তম অক্ষরেখা | উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যবর্তী নিরূপিত সীমারেখা |
| ২৪° অক্ষরেখা | ভারত-পাকিস্তানের মধ্যবর্তী সীমারেখা |
| ২৮° অক্ষরেখা | ভারত ও পাকিস্তানের মধ্যে অবস্থিত সীমারেখা |
| ৩৮° অক্ষরেখা | উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী সীমানা চিহ্নিত সীমারেখা |
| ৪৯° অক্ষরেখা | যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যবর্তী সীমানা চিহ্নিত সীমারেখা |
