বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
মহাদেশের নাম | বন্দরবিহীন দেশের নাম |
---|---|
এশিয়া (১২ টি) | ১. আফগানিস্তান, ২. নেপাল, ৩. ভুটান, ৪. কাজাখস্তান, ৫. আর্মেনিয়া, ৬.লাওস ৭. কিরগিজস্তান, ৮. তুর্কমেনিস্তান, ৯, উজবেকিস্তান, ১০. আজারবাইজান, ১১. মঙ্গোলিয়া, ও ১২. তাজিকিস্তান। |
ইউরোপ | ১. সুইজারল্যান্ড, ২. ভ্যাটিকান সিটি, ৩. বেলারুশ, ৪, স্লোভাকিয়া, ৫. লুক্সেমবার্গ, ৬. অ্যান্ডোরা, ৭. চেক প্রজাতন্ত্র, ৮. মেসিডোনিয়া, ৯. অস্ট্রিয়া, ১০. লিচটেনস্টাইন, ১১. সার্বিয়া, ১২. কসোভো, ১৩. মলদোভা, ১৪. সানমেরিনো, ও ১৫. হাঙ্গেরি। |
আফ্রিকা | ১, দক্ষিণ সুদান, ২. জিম্বাবুয়ে, ৩. রুয়ান্ডা, ৪. বতসোয়ানা, ৫. মালি, ৬. বারকিনা ফাসো, ৭. ইথিওপিয়া, ৮. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, ৯. উগান্ডা, ১০. লেসোথো, ১১. নাইজার, ১২. শাদ, ১৩, এসওয়াতিনি, ১৪. বুরুন্ডি, ১৫. মালাবি, ও ১৬. জাম্বিয়া। |
দক্ষিণ আমেরিকা | ১. বলিভিয়া, ২. প্যারাগুয়ে। |