Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

বেগম রোকেয়া - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

বেগম রোকেয়া

১. বেগম রোকেয়া কত সালে জন্ম গ্রহণ করেন ?

উত্তর:-৯ ডিসেম্বর,১৮৮০ সালে।

২. বেগম রোকেয়া কোথায় জন্ম গ্রহণ করেন ?

উত্তর:-পায়রাবন্দ গ্রামে, রংপুর জেলায়।

৩. বেগম রোকেয়া পিতার নাম কি ?

উত্তর:-জহিরউদ্দীন মোহাম্মদ আলী হায়দার সাবের।

৪. বেগম রোকেয়া মাতার নাম কি ?

উত্তর:-রাহাতুন্নেসা চৌধুরী।

৫.রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রতিষ্ঠিত স্কুলের নাম কি ?

উত্তর:-সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল।

৬. “অবরোধবাসিনী” কার লেখা ?

উত্তর:- বেগম রোকেয়া সাখাওয়াত হেসেনের।

৭. বেগম রোকেয়া সাখাওয়াত হেসেন  রচিত  “অবরোধবাসিনী” কত সালে প্রকাশিত  হয় ?

উত্তর:-১৯৩১ সালে।

৮.রোকেয়া সাখাওয়াত হেসেন কোন কোন ভাষায় পারদশী হয়ে ওঠেন ?

উত্তর:-বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায়।

৯.রোকেয়া সাখাওয়াত হেসেন রচিত ইংরেজি রচনার নাম কি?

উত্তর:-’সুলতানাজ ড্রিম’।

১০. রোকেয়া সাখাওয়াত হেসেন কত বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?

উত্তর:-১৬ বছর বয়সে।

১১.তিনি প্রথমে যে নামে লিখতেন ?

উত্তর:-মিসেস আর.এস. হোসেন

১২.রোকেয়া মৃতু বরণ করেন কবে ?

উত্তর:-৯ ডিসেম্বর,১৯৩২ সালে।

১৩.রোকেয়া দিবস কবে পালিত হয় ?

উত্তর:-৯ ডিসেম্বর।

১৫.বেগম রোকেয়া প্রতিষ্ঠিত মহিলা সংগঠনটির নাম কি ?

উত্তর:-আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম।

১৬.বেগম রোকেয়া প্রতিষ্ঠিত “আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম” এর লক্ষ্য কী ছিল ?

উত্তর:-সমাজের সাধারণ দুস্থ নারীদের স্ববলম্বী করে তোলা।

১৭.তার স্বামীর মারা যান কত সালে ?

১৯০৯ সালে।

১৮.তিনি কত সালে কলকাতায় গমন করেন ?

উত্তর:-১৯১০ সালে।

১৯.তিনি সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন কোথায় ?

উত্তর:-ভাগোলপুরে বসে।

২০.বিবিসির জরিপকৃত শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বেগম রোকেয়ার স্থান কত তম ?

উত্তর:-৬ষ্ঠ স্থান।

২১.মসলিম নারী জাগরণের অগ্রদূত ?

উত্তর:-বেগম রোকেয়া ।

২২.বাংলাদেশের  নারী শিক্ষার  প্রসারে কে অগ্রদূত ?

উত্তর:-বেগম রোকেয়া ।

২৩.বেগম রোকেয়া শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি ?

উত্তর:-অবরোধবাসিনী।

২৪. বেগম রোকেয়া সাখাওয়াত হেসেন রচিত গ্রন্থ কোনটি ?

উত্তর:-পদ্মারাগ।

২৫.মতিচূর গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:-রোকেয়া সাখাওয়াত হেসেন।

২৬. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ” মতিচূর” কোন ধরনের রচনা ?

উত্তর:-প্রবন্ধ।

আল মাহমুদ

Prev Post

জসীমউদ্দীন

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy