ভ্যালি, বন্দর, সৈকত
ভ্যালি
১. বলিশিরা ভ্যালি→→মৌলভিবাজার জেলায়।
২. নাপিত খালি ভ্যালি→→কক্সবাজার।
৩. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকে বলে →→ ভেঙ্গী ভ্যালী।
৪. হালদা ভ্যালি অবস্থিত →→ খাগরাছড়িতে।
৫. সাজেক ভেলী→→রাঙ্গামাটি।
বন্দর
১. বাংলাদেশের সমুদ্রবন্দর দুটি →→চট্টগ্রাম, মংলা ও পায়রা।
২. সবচেয়ে বড় সমুদ্র বন্দর →→ চট্টগ্রাম বন্দর।
৩. চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত →→কর্ণফুলী নদীরতীরে।
৪. চট্টগ্রাম সমুদ্র বন্দরের অস্তিত্ব পাওয়া যায়→→খ্রিস্টপূর্ব ৪০০ বছর আগে
৫. চট্টগ্রাম সমুদ্র বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয় →→১৯৪৭ সালে
৬. চট্টগ্রাম সমুদ্র বন্দর আরব বণিকদের কাছে→→ সামুন্দা, সেটগাং নামে পরিচিত
৭. পর্তুগীজ নাবিকদের কাছে→→পোৰ্টগ্রান্ডি নামে পরিচিত।
৮. মংলা সমুদ্র বন্দর অবস্থিত →→পশুর নদীরতীরে (১৯৫০)।
৯. মংলা বন্দরে জেটির সংখ্যা→→ ৫টি
১০. সমুদ্র বন্দর সংকেত→→১১টি।
১১. প্রধান নদী বন্দর →→ নারায়নগঞ্জ
১২. নদীবন্দর সংকেত →→৪টি।
১৩. এশিয়ার সবচেয়ে বৃহত্তম স্থলবন্দর কোনটি- বেনাপোল
১৪. সাতক্ষীরায় অবস্থিত একমাত্র স্থল বন্দর →→ ভোমরা
১৫. বিবির বাজার স্থলবন্দরটি →→ কুমিল্লা
১৬. হিলি ও বিরল স্থল বন্দর→→দিনাজপুর।
১৭. ধানুয়া কামালপুর স্থলবন্দর→→জামালপুর।
সৈকত
১. বিশ্বের বৃহত্তম আসমুদ্র সৈকত→→ কক্সবাজার সমুদ্রসৈকত।
২. যে সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তদেখা যায়→→ কুয়াকাটা সমুদ্র সৈকত।
৩. পাথর সমৃদ্ধ ইনানি বিচ অবস্থিত →→কক্সবাজারে।
৪. কুয়াকাটা সমুদ্র সৈকতকে বলা হয়→→ সাগরকন্যা।
৫. কুয়াকাটা সমুদ্র সৈকত →→পটুয়াখালী
৬. কুয়কাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য→→১৮কিমি৷
৭. কাপ্তাই হৃদ অবস্থিত →→ রাঙামাটিতে।