মনীর চৌধুরী
১. মনীর চৌধুরী কত সালে জন্ম গ্রহণ করেন ?
উত্তর:-২৭ শে নভেম্বর ,১৯২৫ সালে।
২. মনীর চৌধুরী কোথায় জন্ম গ্রহণ করেন ?
উত্তর:-মানিকগঞ্জ,ঢাকা।
৩. মনীর চৌধুরীর পৈতৃক নিবাস কোথায় ?
উত্তর:-নোয়াখালী জেলায়।
৪. মনীর চৌধুরীর মূলত কী ছিলেন ?
উত্তর:-শিক্ষাবিদ, নাট্যকার, সমালোচক।
৫. মনীর চৌধুরীর ভাষা আন্দোনের উপর রচিত বিখ্যাত নাটকের নাম কী ?
উত্তর:-কবর ।
৬.বাংলা টাইপ রাইটার নির্মাণ করেন ?
উত্তর:- মনীর চৌধুরী।
৭. কোন সাহিতিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী ?
উত্তর:- মনীর চৌধুরী।
৮ “রক্তাক্ত প্রান্তর ” নাটকটির রচিয়তা কে ?
উত্তর:- মনীর চৌধুরী।
৯ “রক্তাক্ত প্রান্তর ” কোন ধরনের গ্রন্থ ?
উত্তর:-ঐতিহাসিক নাটক।
১০. মনীর চৌধুরীর “রক্তাক্ত প্রান্তর ” কোন শ্রেনির নাটক ?
উত্তর:-ঐতিহাসিক।
১১. “রক্তাক্ত প্রান্তর ” নাটক কোন পটোভূমিতে রচিত ?
উত্তর:-পানিপথের যুদ্ধ।
১২. ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত ” কবর “ নাটকের রচিয়তা কে ?
উত্তর:- মনীর চৌধুরী।
১৩. মনীর চৌধুরীর” কবর “ নাটকের পটভূমি হলো ?
উত্তর:- ১৯৫২ এর ভাষা আন্দোলন।
১৪. মনীর চৌধুরী ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকাকালীন কোন বিখ্যাত নাটকটি লিখেছিলেন ?
উত্তর:-কবর।
১৫. কবর নাটকটি সবপ্রথম কোথায় অভিনীত হয় ?
উত্তর:-ঢাকা কেন্দ্রীয় কারাগারে
১৬. মনীর চৌধুরী রচিত “ মুখরা রমণী বকশীকরণ “ একটি ?
উত্তর:-অনুবাদ নাটক।
১৭. মনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি ?
উত্তর:- মুখরা রমণী বকশীকরণ
১৮. মনীর চৌধুরী অনুদিত নাটক কোনটি ?
উত্তর:-রুপার কৌটা।
১৯. শেক্সপীয়ারের “টেমিং অব দি শ্রু’র বঙ্গঅনুবাদ করেছেন ?
উত্তর:- মনীর চৌধুরী।