মাইকেল মধুসূদন দত্ত
১.মাইকেল মধুসূদন দত্তের জন্ম সাল কোনটি ?
উত্তর:-১৮২৪ সালে।
২.মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল কোনটি ?
উত্তর:-১৮২৪-১৮৭৩.
৩. মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন?
উত্তর:-উনবিংশ শতাব্দী।
৪. মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন?
উত্তর:-সাগরদাঁড়ি।
৫. মধুসূদন খ্রিস্টধর্ম দীক্ষিত হন?
উত্তর:-১৮৪৩ খ্রিস্টব্দে।
৬. মধুসূদনের মৃতু হয় কোথায়?
উত্তর:-আলিপুর হসপাতালে।
৭.বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
৮.বাংলা সাহিত্যের প্রথম মহাকবি?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
৯.টিমোটি পেনপয়েম ছদ্মনামে কবিতা লিখতেন?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
১০.দত্তকুলোদ্ভব কবি কে?
উত্তর:- মাইকেল মধুসূদ।
১১. মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
উত্তর:-সনেটের প্রবর্তক
১২. বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য?
উত্তর:-মেঘনাদবধ।
১৩. মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি?
উত্তর:- মেঘনাদবধ।
১৪. মেঘনাদবধ কাব্যের রচয়িতা কে?
উত্তর:- মাইকেল মধুসূদন।
১৫.কত সালে মেঘনাদবধ কাব্য প্রথম প্রকাশিত হয়?
উত্তর:-১৮৬১ সালে।
১৬. মধুসূদন দত্তের “মেঘনাদবধ ” কাব্যে’র উৎস কী?
উত্তর:-রামায়ণ।
১৭. মেঘনাদবধ কাব্যে সর্গ সংখ্যা কয়টি ?
উত্তর:-৯ টি।
১৮. মেঘনাদবধ কোন ছন্দে রচিত?
উত্তর:-অমিত্রাক্ষর ছন্দে।
১৯.”আমি কি ডরাই ভিখারী রাঘবে?” ভিখারী রাঘবে কে?
উত্তর:-রাম।
২০.বিভীষণের স্ত্রীর নাম কী?
উত্তর:-সরমা।
২১.হেক্টরবধ কোন উপাখ্যান অবলম্বনে রচিত?
উত্তর:-হোমারের ইলিয়ড।
২২.অমিত্রাক্ষর ছন্দে রচিত মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য কোনটি ?
উত্তর:-বীরাঙ্গনা কাব্য।
২৩. মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তনাসম্ভব কাব্য একটি?
উত্তর:-কাহিনিকাব্য।
২৪.কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
উত্তর:- বীরাঙ্গনা।
২৫. মাইকেল মধুসূদন দত্তের “বীরাঙ্গনা” কোন ধরনের কাব্য?
উত্তর:-পত্রকাব্য।
২৬ “ বীরাঙ্গনা” পত্রকাব্য পত্র সংখ্যা কত?
উত্তর:-১১.
২৭. রাধা-কৃষ্ণ বিষয়ক রচনা কোনটি?
উত্তর:-ব্রজাঙ্গনা।
২৮.বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দ প্রথম ব্যবহৃত হয়?
উত্তর:-পদ্মবতী নাটকে।
২৯. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
উত্তর:-শর্মিষ্ঠা।
৩০. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি?
উত্তর:- কৃষ্ণকুমারী।
৩১.বুড়ো শালিকের ঘাড়ে রোঁ কোন জাতীয় শিল্পকর্ম ?
উত্তর:-প্রহাসন।
৩২.”একেই কি বলে সভ্যতা”এর রচয়িতা কে?
উত্তর:-মাইকেল মধুসূদন দত্ত।
৩৩. ”চতুর্দশপদী কবিতাবলী” কার রচনা?
উত্তর:-মাইকেল মধুসূদন দত্ত।
৩৪. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
উত্তর:-বেতালপঞ্চবিংশতি।
৩৫.কপোতাক্ষ নদ ’কোন জাতীয় কবিতা?
উত্তর:-সনেট।
৩৬.”বঙ্গভাষা” কবিতার রচয়িতা কে?
উত্তর:- মাইকেল মধুসূদন দত্ত।
৩৭. ”বঙ্গভাষা”সনেট প্রথম কী নামে লেখা হয়?
উত্তর:-কবি-মাতৃভাষা।
৩৮. ”বঙ্গভাষা” কবিতাটি কোন ছন্দে রচিত?
উত্তর:-অক্ষরবৃত্ত।
৩৯.কোন কবিতাটি অষ্টক ও ষটকে বিবক্ত?
উত্তর:-বঙ্গভাষা।
৪০.” বঙ্গভাষা” সনেটে সটকের মিলবিন্যাস?
উত্তর:-গঘঘগঙঙ.
৪১.পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমন / পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে অচরি।” কবি পর ধন বলতে বুঝিয়েছেন?
উত্তর:-পাশ্চাত্য সাহিত্যকে।
৪২.”কেলিনু শৈবালে,তুলি কমল-কানন ।” শৈবালে বলতে বুঝানো হয়েছে?
উত্তর:-পরভাষাকে।
৪৩. ”বঙ্গভাষা” কবিতায় কবির বক্তব্য?
উত্তর:-মাতৃভাষার প্রতি উপেক্ষার অনুতাপ।
৪৪. মাতৃভাষার-রুপ খনি পূর্ণ ‘মণিজালে” “মণিজাল” শব্দের অর্থ?
উত্তর:-জলের মত ছড়িয়ে থাকা মণি।
৪৫. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর:- কৃষ্ণকুমারী।
৪৬. মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি?
উত্তর:- কৃষ্ণকুমারী।
৪৭. প্রথম বাঙালী সনেট কার লেখা?
উত্তর:-মাইকেল মধুসূদন দত্ত।
৪৮.মাইকেল মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি?
উত্তর:-Captive Ladie ( ১৮৪৯)
৪৯. মাইকেল মধুসূদন দত্তের রচিত অমর মহাকাব্যের নাম কি?
উত্তর:-মেঘনাদবধ কাব্য।
৫০.বীরাঙ্গনা কাব্যটি কোন ধরনের কাব্য?
উত্তর:-পত্রকাব্য।
৫১.অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
উত্তর:-মাইকেল মধুসূদন দত্ত।