মীর মশাররফ হোসেন
১. মীর মশাররফ হোসেনের জীবনকালর কোনটি ?
উত্তর:-১৮৪৭-১৯১২.
২.মীর মশাররফ হোসেনের পিতার নাম কি ?
উত্তর:-নবাব সৈয়দ মীর মোয়াজ্জেম হোসেন।
৩. মীর মশাররফ হোসেনের মাতার নাম কি?
উত্তর:-দৌলতুন্নেছা।
৪. মীর মশাররফ হোসেনের জন্মস্থান ?
উত্তর:-লাহিনী পাড়া।
৫. মীর মশাররফ হোসেনের ছদ্দনাম কি ?
উত্তর:-গাজী মিয়া।
৬. বাংলা সাহিত্যে” গাজী মিয়া” কে?
উত্তর:-মীর মশাররফ হোসেন।
৭. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
উত্তর:-মীর মশাররফ হোসেন।
৮.আধুনিক বাংলা মসুলমান সাহিত্যিকদের পতিকৃৎ ?
উত্তর:-মীর মশাররফ হোসেন।
৯. মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি ?
উত্তর:-রত্নবতী।
১০. মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ হচ্ছে ?
উত্তর:-গাজী মিয়ার বস্তানী।
১১. “বিষাদসিন্ধু” কার রচনা ?
উত্তর:- মীর মশাররফ হোসেনের।
১২. “বিষাদসিন্ধু”কোন যুগের গ্রন্থ?
উত্তর:-আধুনিক যুগের ।
১৩. “বিষাদসিন্ধু” কী ধরনের রচনা ?
উত্তর:-উপন্যাস।
১৪. মীর মশাররফ হোসেনের একমাত্র প্রহসন কোনটি?
উত্তর:-এর কি উপায়?
১৫. ”উদাসীন পথিকের মনের কথা”কোন জাতীয় রচনা ?
উত্তর:-আত্মজৈবনিক উপন্যাস।
১৬. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি ?
উত্তর:-বসন্তকুমারী।
১৭. ”উদাসীন পথিকের মনের কথা” কার রচনা ?
উত্তর:-মীর মশাররফ হোসেনের।
১৮. মীর মশাররফ হোসেনের আত্মজীবনী মূলক রচনা ?
উত্তর:-গাজী মিয়ার বস্তানী।
১৯.” গাজী মিয়ার বস্তানী” কি ধরনের রচনা?
উত্তর:-আত্মজীবনী।