মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রের তালিকা
১. ওরা ১১ জন → চাষী নজরুল ইসলাম (১৯৭২).
২. অরুণোদয়ের অগ্নিসাক্ষী → সুভাষ দত্ত (১৯৭২).
৩. রক্তাক্ত বাংলা → মমতাজ আলী (১৯৭২).
৪. বাঘা বাঙালী → আনন্দ – (১৯৭২).
৫. জয়বাংলা → ফখরুল আলম -(১৯৭২),
৬. ধীরে বহে মেঘনা → আলমগীর কবির (১৯৭৩).
৭. আমার জন্মভূমি → আলমগীর কুমকুম – (১৯৭৩).
৮. আবার তোরা মানুষ হ→ খান আতাউর রহমান – (১৯৭৩).
৯. সংগ্রাম → চাষী নজরুল ইসলাম (১৯৭৪),
১০. আলোর মিছিল → নারায়ণ ঘোষ মিতা (১৯৭৪),
১১. বাংলার ২৪ বছর → মোহাম্মদ আলী — (১৯৭৪).
১২. কার হাসি কে হাসে → আনন্দ (১৯৭৪).
১৩. মেঘের অনেক রং → হারুনুর রশীদ (১৯৭৬).
১৪. রূপালী সৈকত → আলমগীর কবির (১৯৭৯).
১৫. কলমীলতা → শহীদুল হক খান (১৯৮১).
১৬. বাঁধনহারা → এ জে মিনটু (১৯৮১).
১৭. চিৎকার → মতিন রহমান (১৯৮২),
১৮. আমরা তোমাদের ভুলবো না → হারুনর রশীদ– (১৯৯৩).
১৯. একাত্তরের যীশু → নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু (১৯৯৩).
২০. আগুনের পরশমনি → হুমায়ুন আহমেদ (১৯৯৪).
২১. সিপাহী → কাজী হায়াৎ (১৯৯৪).
২২. নদীর নাম মধুমতি → তানভীর মোকাম্মেল (১৯৯৬).
২৩. হাঙর নদী গ্রেনেড → চাষী নজরুল ইসলাম (১৯৯৭),
২৪. এখনো অনেক রাত → খান আতাউর রহমান (১৯৯৭),
২৫. ছানা ও মুক্তিযুদ্ধ → বাদল রহমান (১৯৯৮).
২৬. ‘৭১-এর লাশ’ → নাজির উদ্দীন রিজভী (১৯৯৮).
২৭. ইতিহাস কন্যা → শামীম আখতার (২০০০).
২৮. একজন মুক্তিযোদ্ধা – বি. এম সালাউদ্দিন (২০০১).
২৯. শিলালিপি → শামীম আখতার (২০০২).
৩০. মাটির ময়না → তারেক মাসুদ (২০০২).
৩১. শ্যামল ছায়া → হুমায়ূন আহমেদ (২০০৪).
৩২. জয়যাত্রা → তৌকির আহমেদ (২০০৪),
৩৩. মেঘের পরে মেঘ→ চাষী নজরুল ইসলামী (২০০৪).
৩৪. ধ্রুবতারা → চাষী নজরুল ইসলাম (২০০৬).
৩৫. খেলাঘর → মোরশেদুল ইসলাম (২০০৬),
৩৬. অস্তিত্বে আমার দেশ → খিজির হায়াত খান (২০০৭).
৩৭. গহিনে শব্দ → খালিদ মাহমুদ মিঠু (২০১০),
৩৮. নিঝুম অরন্যে → মুশফিকুর রহমান গুলজার (২০১০).
৩৯. রাবেয়া → তানভীর মোকাম্মেল (২০১০),
৪০. গেরিলা → নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু (২০১১).
৪২. আমার বন্ধু রাশেদ → মোরশেদুল ইসলাম (২০১১).
৪৩. মেহেরজান → রুবাইয়াত হোসেন (২০১১).
৪৪. আত্মদান → শাহজাহান চোধুরী (২০১২).
৪৫. কারিগর → আনোয়ার শাহাদাত (২০১২).
৪৬. খন্ড গল্প ৭১ → বদরুল আনাম সৌদ (২০১২).
৪৭. পিতা → মাসুদ আখন্দ (২০১২).
৪৮. হৃদয়ে-৭১ → সাদেক সিদ্দিক (২০১৩).
৪৯. জীবনঢুলী → তানভীর মোকাম্মেল পরিচালিত,
৪৭. এইতো প্রেম → সোহেল আরমান পরিচালিত.
৫০. সংগ্রাম → মনসুর আলী পরিচালিত.
৫১. “৭১-এর গেরিলা"→ মিজানুর রহমান শামীম পরিচালিত.