মেট্রোরেল সম্পর্কে সাধারণ জ্ঞান
১. ঢাকার মেট্রোরেল ব্যবস্থার অফিশিয়াল নাম কি ?
উত্তর:- Mass Rapid Transit.
২. মেট্রোরেল এর দৈর্ঘ্য কত কিলোমিটার।
উত্তর:- ২০.১ কি.মি।
৩. মেট্রোরেল এর মোট স্টেশন সংখ্যা কয়টি ?
উত্তর:- ১৬ টি।
৪. মেট্রোরেল এর মোট রুট সংখ্যা কয়টি ?
উত্তর:- ৬টি
৫. মেট্রোরেল এর যাত্রী ধারণক্ষমতা কত ?
উত্তর:- উভয়দিকে প্রতি ঘন্টায় ৬০ হাজার।
৬. মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের কত সময় লাগবে ?
উত্তর:- ৩৭ মিনিট
৭. মেট্রোরেল এর সর্বোচ্চ গতিসীমা কত ?
উত্তর:- ১০০ কিলোমিটার।
৮. মেট্রোরেল এর নির্মাণ কাজ উদ্ভোধন করা হয়:
উত্তর:- ২৬ জুন, ২০১৬ সালে।
৯. দেশের প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয় ?
উত্তর:- ২৯ আগস্ট, ২০২১। প্রথম দিনে ট্রেনের গতি ২৫ কিলোমিটার।
১০. ঢাকার মেট্রোরেলকে কি বলে?
উত্তর:- ম্যাস রেপিড ট্রানজিড।
১১. DMTCL বা ঢাকা মেট্রোরেল ট্রানজিড কোম্পানি কবে গঠিত হয় ?
উত্তর:- ২০১৩ সালের ৩ জুন
১২. এই প্রকল্প পরিচালক কোম্পানির নাম কি?
উত্তর:- ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি বা DMTCL.
১৩. RSTP এর পূর্ণরূপ কি?
উত্তর:- Recised strategic Transport Plan.
১৪. ঢাকা ম্যাস ট্রানজিড কোম্পানি কেন গঠন করা হয়?
উত্তর:- মেট্রোরেল পরিচালনা, রক্ষণাবেক্ষণ, জরিপ,নির্মাণ ও ডিজাইনের জন্যে।
১৫. ঢাকা মেট্রোরেল প্রকল্পের ব্যায় কত?
উত্তর:- ২২ হাজার কোটি টাকা।
১৬. RSTP অনুযায়ী কয়টি ম্যাস রেপিড প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা আছে?
উত্তর:- ৫টি।
১৭. মেট্রোরেল এ কোন সংস্থা লোন দিয়েছে?
উত্তর:- জাইকা।
১৮. এই প্রকল্পে জাইকা কত শতাংশ লোন দিয়েছে?
উত্তর:- ৭৫ শতাংশ।
১৯. মেট্রোরেলে সরকার কত ব্যয় করে?
উত্তর:- ৫ হাজার ৩৯০ কোটি টাকা বা ২৫%।
২০. মেট্রোরেল প্রকল্পদ জাইকা কত লোন দেয়?
উত্তর:- ১৬হাজার ৫৯৫ কোটি টাকা।
২১. মতিঝিল–উত্তরা অব্দি মেট্রোরেলের নাম কি?
উত্তর:- এম আর টি লাইন ৬।
২২. মেট্রোরেলের প্রথম ধাপ কোথায় চালু হচ্ছে?
উত্তর:- উত্তরা–মতিঝিল
২৩. প্রথম ধাপে কতটি ট্রেন চলবে?
উত্তর:- ২৪ টি।
২৪. মেট্রোরেল এর পিলারের উচ্চতা কত?
উত্তর:- ১৩ মিটার।
২৫. প্রতি পিলারের ব্যাস কত?
উত্তর:- ২ মিটার।
২৬. মেট্রোরেলের একটি পিলার থেকে আরেকটি পিলারের দূরত্ব কত?
উত্তর:- ৩০–৪০মিটার।
২৭. মেট্রোরেলে প্রতি ঘন্টায় বিদ্যুৎ খরচ হবে কতটুক?
উত্তর:- ১৩.৪৭ মেগাওয়াট।
২৮. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য কতটি উপকেন্দ্র নির্মাণ করা হবে?
উত্তর:- ৫ টি।
২৯. মেট্রোরেলের বিদুৎ জোগানের জন্য উপকেন্দ্র গুলো কোথায় নির্মাণ করা হবে?
উত্তর:- উত্তরা, পল্লবী, তালতলা, সোনারগাঁও ও বাংলা একাডেমি।
৩০. আনুষ্ঠানিকভাবে মেট্রোরেল উদ্বোধন করা হবে ?
উত্তর:-১৬ ডিসেম্বর, ২০২২ সালে।