রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
উত্তর:- Land steiner.
২. মানব দেহের রক্ত সঞ্চালন চক্র আবিষ্কার করেন কে?
উত্তর:-William Harvey.
৩. রক্তের সার্বজনীন গ্রহীতা গ্রুপ কী ?
উত্তর:- AB গ্রুপ।
৪. রক্তের সার্বজনীন দাতা গ্রুপ কী ?
উত্তর:- O গ্রুপ।
৫. রক্তের হিমোগ্লোবিনের কাজ কী ?
উত্তর:- অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড বহন করা।
৬. কোন প্রাণীর রক্তে লৌহিত রক্ত কণিকা নেই কিন্তু হিমোগ্লোবিন আছে ?
উত্তর:- কেঁচো।
৭. কোন প্রাণীর রক্তে লৌহিত রক্ত কণিকা আছে ?
উত্তর:- উট।
৮. স্বাভাবিকের তুলনায় রক্তে লৌহিত রক্ত কণিকায় বেড়ে যাওয়া কে কি বলে ?
উত্তর:- Polycythemial
৯. পিত্তরঞ্জক/ বিলিরুবিন তৈরি হয় ?
উত্তর:- লৌহিত রক্ত কণিকার ভাঙ্গনে।
১০. শ্বেত রক্ত কণিকা কমে যাওয়া বলতে বুঝায় ?
উত্তর:- Leukopenia
১১. শ্বেত রক্ত কণিকা বেড়ে যাওয়া বলতে বুঝায় ?
উত্তর:- লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার।
১২. লোহিত রক্তকণিকা : শ্বেতরক্তকণিকার পরিমাণ কত ?
উত্তর:- ৫০০: ১।
১৩. হেপারিন তৈরি করে ?
উত্তর:- শ্বেত রক্ত কণিকার বেসোফিল।
১৪. আনুবীক্ষনিক সৈনিক ?
উত্তর:- শ্বেত রক্ত কণিকা।
১৫.যে ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না ?
উত্তর:- হেপারিন।
১৬. মানুষের দেহে মোট ওজনের কত ভাগ রক্ত থাকে ?
উত্তর:- ৮% রক্ত থাকে।
১৭. যে কারণে ব্লাড ক্যান্সার হয় ?
উত্তর:- রক্তে শ্বেত কণিকার সংখ্যা বেড়ে গেলে।
১৮. ডাক্তারের নাড়ী দেখা ?
উত্তর:- ধমনীর স্পন্দন দেখা।
১৯. আমাদের দেহকোষ রক্ত হতে কী গ্রহণ করে ?
উত্তর:- অক্সিজেন ও গ্লুকোজ।
২০. একজন মানুষ প্রতিবার কী পরিমান রক্ত দিতে পারে ?
উত্তর:- ৩০০-৪০০ মিলিমিটার।
২১. রক্তের লৌহিত কণিকা তৈরি হয় ?
উত্তর:-লোহিত অস্থি মজ্জায়।
২২. কোন রক্তের রক্তকণিকায় এন্টিজেন থাকে ?
উত্তর:-লোহিত রক্তকণিকায়।