রাষ্ট্রবিজ্ঞান সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রশ্ন
১. রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে ?
উত্তর:- মানুষের রাজনৈতিক জীবনের সাথে সম্পর্কে যুক্ত সকল বিষয় ও কার্যাবলি নিয়ে যে শস্ত্র বিজ্ঞান
ভিত্তিক পর্যালোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে।
২. রাষ্ট্রের মূল উপাদান কয়টি ?
উত্তর: রাষ্ট্রের উপাদান চারটি।
৩. রাষ্ট্রের মূল উপাদান কী কী?
উত্তর: রাষ্ট্রের মূল উপাদান চারটি যথা: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।
৪. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: অ্যারিস্টটলকে “রাষ্ট্রবিজ্ঞানের জনক" বলা হয়।
৫. আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
৬. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।
৫১. গণতন্ত্র কোথায় উদ্ভব হয়েছিল?
উত্তর : গণতন্ত্র প্রচীন গ্রিসে উদ্ভব হয়েছিল।
২০. সমাজতন্ত্র কী?
উত্তর : সমাজতন্ত্র বলতে এমন একটি পূণাঙ্গ সমাজব্যবস্থাকে বোঝায় যেখানে উপাদানগুলোর ওপর মালিকানার পরিবর্তে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয়।
৫২. একনায়কতন্ত্র কি?
উত্তর : যখন সরকারের সমস্ত ক্ষমতা এক ব্যক্তি বা একনায়কের হাতে কুক্ষিগত থাকে তখন তাকে একনায়কতন্ত্র বলা হয়।
৭. আধুনিক সমাজতন্ত্রের জনক কে?
উত্তর:- কার্ল– মার্কস।
১। রাষ্ট্রচিন্তা কি?
উ: রাষ্ট্রের উৎপত্তি,বিকাশ ও এর নানা সংগঠন সম্পর্কে আলাপ আলোচনা হলো রাষ্ট্রচিন্তা।
২। রাষ্ট্রচিন্তার জন্ম কোথায়?
উ: প্রাচীন গ্রীস, তবে ভারতবর্ষেও রাষ্ট্রচিন্তার উদ্ভব হয়েছিল বলে জানা যায়।
৩। রাষ্ট্রচিন্তার ইতিহাস কয় যুগে বিভক্ত ও কি কি?
উ: চার যুগে বিভক্ত। যথা– প্রাচীন যুগ,মধ্যযুগ,আধুনিক যুগ ও উত্তর আধুনিক যুগ।
৪। এথেন্সের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠানন কোনটি?
উ: Assembly or Ecclesia
৫। এক্লোসিয়া কিভাবে গঠিত হয়?
উ: বিশ বছরের অধিক বয়সের নাগরিকদের নিয়ে।
৬। ডেমী কি?
উ: স্থানীয় স্বায়ত্তশাসনের জন্য এথেন্সে গ্রামপর্যায়ে প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ডেমী বলে।
৮। সোফিস্ট কারা?
উ: সোফস্টগন ছিলেন জ্ঞানী ব্যক্তিবর্গের এক গোষ্ঠী যারা প্রকৃতি,জীবন ও নৈতিকতা সম্পর্কে জনগনকে শিক্ষা দিতেন। সোফিস্ট চিন্তাধারার মূল বৈশিষ্ট্য গ্রিক চিন্তধারার মৌলনীতি ' ঐকতান' এর মধ্যে নিহিত।
রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন যুগ
***প্রাচীন যুগের দার্শনিক ছিলেন ?
উত্তর:- সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল
সক্রেটিস
১. সক্রেটিস কত খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : সক্রেটিস ৪৬৯ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন ।
৩. সক্রেটিসের দর্শনের মূলমন্ত্র কী ছিল?
উত্তর : সক্রেটিসের দর্শনের মূলমন্ত্র ছিল ‘সদগুণই জ্ঞান’ ।
৪. সক্রেটিস জ্ঞানকে কয়টি শ্রেণিতে বিভক্ত করেন?
উত্তর : সক্রেটিস জ্ঞানকে দুটি শ্রেণিতে বিভক্ত করেন।
৫. সক্রেটিসের জ্ঞানের শ্রেণিবিভাগ দুটি কী কী?
উত্তর : সক্রেটিসের জ্ঞানের শ্রেণিবিভাগ দুটি হলো— ক. প্রকৃত জ্ঞান ও খ. অপ্রকৃত জ্ঞান।
৬. সক্রেটিসের কয়েকজন শিষ্যের নাম লেখ।
উত্তর : সক্রেটিসের কয়েকজন শিষ্য হলেন— ১. প্লেটো ও ২. আইসক্রেটিস প্রমুখ ।
৭. সক্রেটিসের দর্শনের মূলকথা কী?
উত্তর : সক্রেটিসের দর্শনের মূলকথা হলো ‘নিজেকে জানো’ (Know thyself)।
৮. সক্রেটিসের গুরু কে ছিলেন?
উত্তর : সক্রেটিসের গুরু ছিলেন আর্কেলস ।
৯. সক্রেটিস কবে পঞ্চশত পরিষদের সদস্য নির্বাচিত হন?
উত্তর : ৪০৬ খ্রিস্টপূর্বাব্দে পঞ্চশত পরিষদের সদস্য নির্বাচিত হন।
১০. সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কীভাবে?
উত্তর : সক্রেটিসের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় হেমলক নামক বিষ পানের মাধ্যমে।
১১. সক্রেটিসকে কেন এথেন্সের গণআদালত মৃত্যুদণ্ড প্রদান করেন?
উত্তর : এথেন্সের যুবসম্প্রদায়কে বিপদগামী করা এবং দেব দেবীর প্রতি আস্থাহীনতার অভিযোগ দায়ের করে।
১২. গ্রিক নগররাষ্ট্রের আদিপুরুষ বলা হয় কাকে ?
উত্তর : গ্রিক নগররাষ্ট্রের আদিপুরুষ বলা হয় সক্রেটিসকে।
১৩. সক্রেটিসের পিতার নাম কী ছিল?
উত্তর : সক্রেটিসের পিতার নাম ছিল সফ্রোনিসকস।
১৪.সক্রেটিসের পিতা পেশায় কী ছিলেন?
উত্তর : সক্রেটিসের পিতা পেশায় একজন ভাস্কর।
১৫. সক্রেটিসের প্রথম পেশা কী ছিল?
উত্তর : সক্রেটিসের প্রথম পেশা ছিল ভাস্কর।
১৬. সত্য ও ন্যায়ের একনিষ্ঠ প্রবক্তা কে ছিলেন?
উত্তর : সত্য ও ন্যায়ের একনিষ্ঠ প্রবক্তা ছিলেন সক্রেটিস।
১৭. সক্রেটিস শ্লেষ কী?
উত্তর : সক্রেটিস যখন কোনো বিষয়ে বিতর্ক শুরু করতেন তখন সর্বসম্মতভাবে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিতর্ক চালিয়ে যেতেন। এ পদ্ধতিকে সক্রেটিস শ্লেষ বলে।
১৮.’Father of Philosophy’ বলা হয় কাকে ?
উত্তর : ‘Father of Philosophy’ বলা হয় সক্রেটিসকে।
১৯. দার্শনিক ত্রয়ী বলা হয় কাদেরকে?
উত্তর : সক্রেটিস, প্লেটো ও এরিস্টটলকে একত্রে দার্শনিক ত্রয়ী বলা হয়।
২০. গ্রিক সভ্যতার কলঙ্ক কী?
উত্তর : গ্রিক সভ্যতার কলঙ্ক দাসপ্রথা ।
২১. সক্রেটিস তার দর্শন চর্চায় কয়টি পদ্ধতি অনুসরণ করেন ও সেগুলো কী কী?
উত্তর : সক্রেটিস তার দর্শন চর্চায় দুটি পদ্ধতি অনুসরণ করেন। যথা : ক. কথোপকথন পদ্ধতি ও খ. আলোচনা পদ্ধতি ।
২২. সক্রেটিসের সার্বিক দর্শন কোনটির ওপর নির্ভরশীল?
উত্তর : সক্রেটিসের সার্বিক দর্শন জ্ঞানতত্ত্বের ওপর নির্ভরশীল।
২৩.নৈতিকতার উৎস কী?
উত্তর : নৈতিকতার উৎস হলো জ্ঞান।
২৪. কত বছর বয়সে সক্রেটিসকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়?
উত্তর : ৭০ বছর বয়সে সক্রেটিসকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।
২৫. গণতন্ত্রের প্রতি অনীহা ছিল কাদের?
উত্তর : গণতন্ত্রের প্রতি অনীহা ছিল সোফিস্টদের।
২৬. আইসক্রেটিসের বিখ্যাত গ্রন্থ কোনটি?
উত্তর : আইসক্রেটিসের বিখ্যাত গ্রন্থ ‘এরিয়পেজিটিকাস’ (Areopagiticus) ।
২৭. সক্রেটিসকে ‘সোফিস্ট সক্রেটিস’ বলার কারণ কী?
উত্তর : সোফিস্টদের বক্তব্যের সাথে সক্রেটিসের বক্তব্যের কোনো কোনো ক্ষেত্রে মিল থাকায় তাকে ‘সোফিস্ট সক্রেটিস’ বলে ।
২৮. সফিস্ট (Sophist) কারা?
উত্তর : সফিস্টগণ হলেন জ্ঞানী ব্যক্তিবর্গের এমন এক গোষ্ঠী যারা।
২৯. প্রকৃতি, জীবন ও নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিতেন । “Virtue is Knowledge.” – এ মূলনীতিটি কার? অথবা, “সদগুণই জ্ঞান।” – উক্তিটি কার?
উত্তর : ‘Virtue is Knowledge.’- এ মূলনীতিটি সক্রেটিসের।
৩০. সক্রেটিস কত খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর : সক্রেটিস ৩৯৯ খ্রিস্টপূর্বাব্দে মৃত্যুবরণ করেন।
৩১. সক্রেটিসের স্ত্রীর নাম কি?
উ: যানথিগি।
প্লেটো
০১. প্লেটো কখন জন্মগ্রহণ করেন?
উত্তর : প্লেটো ৪২৭ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন।
০২. প্লেটোর শিক্ষকের নাম কী?
উত্তর : প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস।
০৩. প্লেটোর পিতার নাম কী?
উত্তর : প্লেটোর পিতার নাম এরিস্টন ।
০৪. প্লেটোর মাতার নাম কী?
উত্তর : প্লেটোর মাতার নাম পেরিস্টিওন ।
০৫. প্লেটোর পারিবারিক নাম কী ছিল?
উত্তর : প্লেটোর পারিবারিক নাম এরিস্টোক্লেস।
০৬. প্লেটোর শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখ?
উত্তর : প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম একাডেমি।
০৭. Academy কী?
উত্তর : গ্রিক দার্শনিক প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো Academy।
০৮. ‘Academy’ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর : ‘Academy’ গ্রিক দার্শনিক প্লেটো প্রতিষ্ঠা করেছিলেন।
০৯. প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সালে?
উত্তর : প্লেটো একাডেমি প্রতিষ্ঠা করেন ৩৮৭ খ্রিস্টপূর্বাব্দে।
১০. প্লেটো কত বছর একাডেমিতে শিক্ষাদান করেন?
উত্তর : প্লেটো ৪০ বছর একাডেমিতে শিক্ষাদান করেন ।
১১. প্লেটোর লেখাগুলো কোন প্রকৃতির?
উত্তর : প্লেটোর লেখাগুলো কথোপকথন প্রকৃতির।
১২. প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম লেখ।
অথবা, প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম কী?
উত্তর : প্লেটোর লিখিত বিখ্যাত গ্রন্থটির নাম ‘The Republic.’
১৩. ‘The Republic’ গ্রন্থটির লেখক কে?
উত্তর : ‘The Republic’ গ্রন্থটির লেখক প্লেটো।
১৪. শব্দগত অর্থে রিপাবলিক কী?
উত্তর : শব্দগত অর্থে রিপাবলিক হলো প্রজাতন্ত্র।
১৫. “The Republic is a dramatized philosophy of human life.” – উক্তিটি কার ?
উত্তর : “The Republic is a dramatized philosophy of human life. “— উক্তিটি নেটলশিপের।
১৬. প্লেটোর একাডেমি বন্ধ করে দেন কে?
উত্তর : প্লেটোর একাডেমি বন্ধ করে দেন সম্রাট জাস্টিনিয়ান।
১৭. প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে কোন পদ্ধতি অনুসরণ করেছেন?
উত্তর : প্লেটো তার রাষ্ট্রদর্শন বিশ্লেষণে অবরোহ বা কাল্পনিক পদ্ধতি অনুসরণ করেছেন।
১৮. প্লেটো ব্যক্তিজীবনে কয়টি উপাদানের কথা বলেছেন?
উত্তর : প্লেটো ব্যক্তিজীবনে ৩টি উপাদানের কথা বলেছেন।
১৯. প্লেটোর মতে ব্যক্তিজীবনের উপাদানগুলো কী কী?
উত্তর : প্লেটোর মতে ব্যক্তিজীবনের উপাদানগুলো হলো— ১. প্রজ্ঞা, ২. সাহস ও ৩. ক্ষুধা/প্রবৃত্তি।
২০. প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের কয়ভাগে ভাগ করেছিলেন।
উত্তর: প্লেটো তার আদর্শ রাষ্ট্রের নাগরিকদের ৩ ভাগে ভাগ করেছিলেন ।
২১. প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো কী কী?
উত্তর : প্লেটোর মতে রাষ্ট্রীয় জীবনের শ্রেণিগুলো হলো– ১. দার্শনিক শ্রেণি, ২. যোদ্ধা শ্রেণি ৩. উৎপাদক শ্রেণি।
২২. “ন্যায়বিচার হচ্ছে এক ধরনের কৃত্রিম ধারণা এবং চুক্তি বা প্রদার ফল বিশেষ। ধারণাটি কার?
উত্তর : ন্যায়বিচার হচ্ছে এক ধরনের কৃত্রিম এবং চুক্তি বা প্রথার ফল বিশেষ।” ধারণাটি মুকোনের।
২৩. প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি কী ছিল?
উত্তর : প্লেটোর ন্যায়বিচারের ভিত্তি ছিল ১ মুক্তি প্রচলিত রীতি।
২৪. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে কে?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের শাসক হবে দার্শনিক রাজা।
২৫, প্লেটো আদর্শ রাষ্ট্রকে কী নামে অভিহিত করেছেন।
উত্তর: প্লেটো আদর্শ রাষ্ট্রকে অভিজাতরা নামে অভিহিত করেছেন।
২৬. শাসক যখন ন্যায়বান, আইন তখন নিষ্প্রয়োজন; আবার শাসক যখন দুর্নীতি পরাগ, আইন তখন নিরর্থক। –উক্তিটি কার?
উত্তর: শাসক যখন ন্যায়বান, আইন এখন নিষ্প্রয়োজন, আবার শাসক যখন দুর্নীতিপরায়ণ, আইন তখন নিরর্থক উক্তিটি – দার্শনিক প্লেটোর।
২৭. প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা কেমন হবে?
উত্তর: প্লেটোর আদর্শ রাষ্ট্রের শিক্ষা হবে বাধ্যতামূলক ও রাষ্ট্র নিয়ন্ত্রিত।
২৮. প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান কী কী?
উত্তর: প্লেটোর শিক্ষাব্যবস্থার প্রধান দুটি উপাদান হলো– ১. সংগীত এবং ২. শরীর চর্চা।
২৯. প্লেটোর শিক্ষাব্যবস্থার ধাপ দুটি কী কী?
উত্তর : প্লেটোর শিক্ষাব্যবস্থার ধাপ দুটি হলো ১. প্রাথমিক শিক্ষা ও ২. উচ্চতর শিক্ষা।
৩০. প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা কত?
উত্তর: প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়সসীমা ৬ থেকে ২০ বছর।
৩১. প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা কত?
উত্তর: প্লেটোর মতে উচ্চশিক্ষার বয়সসীমা ২০ থেকে ৫০ বছর।
৩২. প্লেটো কোন শিক্ষার ওপর বেশি গুরুত্বারোপ করেছেন।
উত্তর: প্লেটো প্রাথমিক শিক্ষার ওপর বেশি গুরত্বারোপ করেছেন।
৩৩. প্লেটোর একাডেমিতে কোন কোন বিষয় শিক্ষা দেওয়া হয়?
উত্তর : প্লেটোর একাডেমিতে দর্শন, বিজ্ঞান, গণিত, তর্কশাস্ত্র, জোতির্বিদ্যা প্রভৃতি বিষয় শিক্ষা দেওয়া হয় ।
৩৪. ‘The Satesman’ কী ধরনের রচনা?
উত্তর : ‘The Satesman’ রাজনীতির গতিপ্রকৃতি বিষয়ক রচনা।
৩৫. প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি কী?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্রের ভিত্তি হলো শিক্ষাব্যবস্থা।
৩৬. “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— উক্তিটি কার?
উত্তর : “গণতন্ত্র হচ্ছে সর্বাপেক্ষা নিকৃষ্ট প্রকৃতির সরকার।”— উক্তিটি প্লেটোর ।
৩৭. “রাষ্ট্র ব্যক্তিরই এক বৃহত্তম সংস্করণ।”—উক্তিটি কে করেছেন?
উত্তর : “রাষ্ট্র ব্যক্তিরই এক বৃহত্তম সংস্করণ।”—উক্তিটি করেছেন প্লেটো ।
৩৮. প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে ‘Earnest Barker’ কী বলেছেন?
উত্তর : প্লেটোর শিক্ষানীতি সম্পর্কে ‘Earnest Barker’ বলেছেন, “এটি মানসিক ঔষধ প্রদানের মাধ্যমে রোগ আরোগ্য করার এক প্রচেষ্টা।”
৩৯. শিক্ষাকে “A lifelong process” বলে অভিহিত করেছেন কে?
উত্তর : শিক্ষাকে “A lifelong process” বলে অভিহিত করেছেন দার্শনিক প্লেটো ।
৪০. “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি কার?
উত্তর : “জ্ঞানবর্জিত সব মতই কুৎসিত।”—উক্তিটি প্লেটোর।
৪১. প্লেটোর আদর্শ রাষ্ট্র কীরূপ প্রতিষ্ঠান?
উত্তর : প্লেটোর আদর্শ রাষ্ট্র শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান ।
৪২. মানবকুলের মধ্যে কারা সর্বশ্রেষ্ঠ?
উত্তর : মানবকুলের মধ্যে দার্শনিক প্রভুরা সর্বশ্রেষ্ঠ।
৪৩. প্লেটোর কোন গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করা হয়?
উত্তর : প্লেটোর ‘The Republic’ গ্রন্থটিকে সর্বাত্মকবাদের নীল নকশা বলে সমালোচনা করা হয় ।
৪৪. সম্পত্তি ও পরিবারহীন অভিভাবকতন্ত্রের প্রবক্তা কে?
উত্তর : সম্পত্তি ও পরিবারহীন অভিভাবকতন্ত্রের প্রবক্তা প্লেটো।
৪৫. প্লেটো সর্বমোট কতটি গ্রন্থ রচনা করেন?
উত্তর : প্লেটো সর্বমোট ২৪টি গ্রন্থ রচনা করেন।
৪৬. ‘The Laws’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The Laws’ গ্রন্থটির রচয়িতা প্লেটো।
৪৭. ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম কী?
উত্তর : ‘দ্যা রিপাবলিক’ গ্রন্থের বিকল্প শিরোনাম ‘Concerning Justice’.
৪৮. প্লেটোকে ‘সর্বাত্মকবাদের’ জনক বলেছেন কে?
উত্তর : প্লেটোকে ‘সর্বাত্মকবাদের’ জনক বলেছেন ক্রসম্যান।
৪৯. কাকে প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয়?
উত্তর : প্রাচীনকালের সর্বাত্মকবাদী দার্শনিক বলা হয় প্লেটোকে ।
৫০. প্লেটোর ৩টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম উল্লেখ কর।
উত্তর : প্লেটোর ৩টি উল্লেখযোগ্য গ্রন্থের নাম হলো,
১. The Republic, ২. The Sophist ও ৩. The Laws.
প্রশ্ন: সক্রেটিসের বিচার কোথায় হয়েছিল?
উত্তর: এথেন্সে।
প্রশ্ন: সক্রেটিসের শিষ্য কে ছিলেন?
উত্তর: সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো।
প্রশ্ন: প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: প্লেটোর বিখ্যাত গ্রন্থ হলো “রিপাবলিক“।
প্রশ্ন. The Law’s গ্রন্থটির রচায়িতা কে?
উত্তর: গ্রন্থটির রচায়িতা প্লেটো।
প্রশ্ন: প্লেটোর রাষ্ট্র তত্ত্বের মূল ভিত্তি কী?
উত্তর: প্লেটোর রাষ্ট্র তত্ত্বের মূল ভিত্তি হলো “ন্যায়বিচার“।
প্রশ্ন: প্লেটোর রাষ্ট্র কাঠামো কত ভাগে বিভক্ত?
উত্তর: প্লেটোর রাষ্ট্র কাঠামো তিন ভাগে বিভক্ত: শাসক, সৈনিক ও শ্রমিক।
প্রশ্ন: প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী ছিল?
উত্তর: প্লেটোর শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিল “অ্যাকাডেমি“
প্রশ্ন: অ্যারিস্টটলের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম কী?
উত্তর: অ্যারিস্টটলের শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ছিল “লাইসিয়াম“।
১৯. এরিস্টটলের মতে নিকৃষ্ট সরকার কেনটি?
উত্তর : গনতন্ত্র।
***. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর: মধ্যযুগের এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।
রাষ্ট্রবিজ্ঞানের মধ্যযুগ
প্রঃমধ্যযুগের উল্লেখযোগ্য কয়েকজন দার্শনিকের নাম লিখ।
উত্তর:- সেন্ট টমাস একুইনাস, সেন্ট অগাস্টিন, মার্সিলিও অব পাদুয়া প্রমুখ।
***মধ্যযুগের দার্শনিক ছিলেন ?
উত্তর:- সেন্ট টমাস একুইনাস, সেন্ট অগাস্টিন, মার্সিলিও ।
২২. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?
উত্তর : মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।
২৩. Summa Thrologica “ গ্রন্থটির রচয়িতা কে?
উৎত্তর : সেন্ট টমাস একুইনাস।
১২/সেন্ট অগাস্টিনের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ The City Of God
১৩. মার্সিলিও কোন যুগের দার্শনিক ছিলেন?
উত্তর : মার্সিলিও মধ্যযুগের দার্শনিক ছিলেন।
****সেন্ট অগাস্টিনের ন্যায়তত্ত্ব ****
** সংসদীয় গণতন্ত্রের জনক কে?
উত্তর: জন লক।
প্রশ্ন: রোমান আইনের ভিত্তি কী ছিল?
উত্তর: ন্যায়বিচার এবং সমতা।
প্রশ্ন: প্রাচীন রাষ্টবিজ্ঞানের গুরুত্ব কী?
উত্তর: প্রাচীন রাষ্টবিজ্ঞান আধুনিক রাষ্ট্র ও রাজনীতির ভিত্তি স্থাপন করেছে।
রাষ্ট্রবিজ্ঞানের প্রাচীন যুগ সম্পর্কে প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: প্রাচীন রাষ্টবিজ্ঞানের প্রথম চিন্তাবিদ কে?
উত্তর: সক্রেটিসকে প্রাচীন রাষ্টবিজ্ঞানের প্রথম দার্শনিক হিসেবে গণ্য করা হয়।
প্রশ্ন: অ্যারিস্টটলের মতে ভালো শাসনব্যবস্থা কী কী?
উত্তর: ভালো শাসনব্যবস্থা হলো রাজতন্ত্র, অভিজাততন্ত্র ও গণতন্ত্র।
প্রশ্ন: প্রাচীন যুগে ব্যবহৃত শাসনব্যবস্থার প্রধান ধরন কী?
উত্তর: রাজতন্ত্র, অভিজাততন্ত্র এবং সরাসরি গণতন্ত্র।
প্রশ্ন: প্রাচীন গ্রিসে সরাসরি গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল?
উত্তর: প্রাচীন গ্রিসের এথেন্সে সরাসরি গণতন্ত্র প্রচলিত ছিল।
প্রশ্ন: “পলিস" বলতে কী বোঝায়?
উত্তর: পলিস প্রাচীন গ্রিসের একটি ছোট স্বশাসিত শহর–রাষ্ট্র।
প্রশ্ন: প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যে প্রধান পার্থক্য কী?
উত্তর: প্লেটো ধারণাগত রাষ্ট্রের উপর গুরুত্ব দিয়েছেন, আর অ্যারিস্টটল বাস্তব রাষ্ট্র নিয়ে কাজ করেছেন।
রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক যুগ
***আধুনিক যুগের দার্শনিক ছিলেন ?
উত্তর:- নিকোলো ম্যাকিয়াভেলি, জন লক, টমাস হবস, মন্টেস্কু, রুশো,
( নিকোলো ম্যাকিয়াভেলী)
১৬। ম্যাকিয়াভেলী কোন শতাব্দীতে জন্মগ্রহণ করেন?
* পঞ্চদশ শতাব্দীতে ( ১৪৬৯ সালের ৩মে)
১৭। ম্যাকিয়াভেলী কোথায় জন্মগ্রহণ করেন?
* ইতালির অন্তর্গত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
১৮। কে সর্বপ্রথম রাষ্ট্রচিন্তায় প্রাতিষ্ঠানিক পদ্ধতি প্রয়োগ করেন?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
১৯। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ( আধুনিক রাষ্ট্রবিজ্ঞান) কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২০। আধুনিক কূটনীতির প্রবক্তা কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২১। “রাষ্ট্রের স্বার্থই বড় স্বার্থ। “- উক্তিটি কার?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২২। ম্যাকিয়াভেলীর দৃষ্টিতে শাসকের গুণাবলী কি কি?
* বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদৃষ্টিসম্পন্ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রভৃতি।
২৩। কে সর্বপ্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি হতে পৃথক করেছেন?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২৪। রেনেসাঁর বরপুত্র কাকে বলা হয়?
* নিকোলো ম্যাকিয়াভেলীকে রেনেসাঁর বরপুত্র বলা হয়।
২৫। কো রাষ্ট্র দার্শনিক সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের ধারণা দেন?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২৬। আধুনিক জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২৭। কাকে “জাতিরাষ্ট্রের জনক" বলে অভিহিত করা হয়?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২৮। কে ধর্মনিরপেক্ষ রাজনীতির সূচনা করেন?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
২৯। আধুনিক “ধর্মনিরপেক্ষ" রাষ্ট্রের জন্মদাতা কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩০। “A Prince should combine the qualities of a fox and a lion."- এ উক্তিটি কার?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩১। " শাসককে সিংহের ন্যায় বলবান এবং শৃগালের মতো ধূর্ত হতে হবে। “- কে একথা বলেছে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩২। আধুনিক জাতীয়তাবাদের জনক কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩৩। " মানুষ তার পিতৃহন্তাকে ক্ষমা করে কিন্তু সম্পত্তি হরণকারীকে ক্ষমা করে না।“- উক্তিটি কার?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩৪। কোন রাষ্ট্রদার্শনিককে নবজাগরণের সন্তান ( রেনেসাঁর বরপুত্র) হিসেবে পরিচিত কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩৫। ম্যাকিয়াভেলীর বিখ্যাত গ্রন্থের নাম কি?
* The Prince (দ্য প্রিন্স)
৩৬। “The Prince" গ্রন্থের লেখক কে?
* নিকোলো ম্যাকিয়াভেলী।
৩৭। ম্যাকিয়াভেলীর গ্রন্থগুলো কি কি?
* The Prince, The Discourses, The Art of War, Florentine History ইত্যাদি।
( জন লক)
৫০। জন লকের একটি গ্রন্থের নাম লিখ।
* Two Treaties on Civil Government.
৫১। “যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। “- কে বলেছেন?
* জন লক।
৫২। সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
* জন লককে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়।
৫৩। আধুনিক গণতন্ত্রের জনক কে?
* জন লক।
৫৪। জন লক কোন দেশের দার্শনিক?
* জন লক ইংল্যান্ডের দার্শনিক।
৫৫। উদারনীতিবাদের প্রবক্তা কে?
* জন লক।
৫৬। কো গ্রন্থকে উদারতাবাদের বাইবেল বলা হয়?
* জন লকের " Two Treaties on Civil Government " নামক গ্রন্থকে উদারতাবাদের বাইবেল বলা হয়।
৫৭। জন লকের মতে, সম্পত্তি কী?
* মানুষের জীবন, স্বাধীনতা এবং বৈষায়িক সম্পদকে বুঝায়।
৫৮। জন লক এর মতে, " প্রাকৃতিক রাজ্যে" জনগণের মধ্যে কয়টি চুক্তি হয়েছিল?
* ২টি।
৫৯। “Minority should be respected “- এটি কার উক্তি?
* জন লক।
৬০। জন লক এর মতে, সম্মতি কত প্রকার?
* ২ প্রকার।
(টমাস হবস)
৩৮। হবসের সবচেয়ে উল্লেখযোগ্য বিখ্যাত গ্রন্থের নাম কি?
* The Leviathan (দ্য লেভিয়াথান)
৩৯। “লেভিয়াথান" গ্রন্থের রচয়িতা কে?
* টমাস হবস।
৪০। লেভিয়াথান গ্রন্থটি কতসালে প্রকাশিত হয়?
* ১৬৫১ সালে।
৪১। “Law is the command of sovereign. “-কার উক্তি?
* টমাস হবস।
৪২। সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা?
* সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হলেন– টমাস হবস, জন লক এবং জ্যাঁ জ্যাকঁ রুশো।
৪৩। কাদেরকে চুক্তিবাদী দার্শনিক বলা হয়?
* টমাস হবস, জন লক এবং জ্যাঁ জ্যাকঁ রুশো।
৪৪। একজন চুক্তিবাদী দার্শনিকের নাম লিখ।
* টমাস হবস।
৪৫। " মানুষের জীবন নিঃসঙ্গ, দীন কদর্য, পশুতুল্য এবং স্বল্পায়ু “- উক্তিটি কার?
* টমাস হবস।
৪৬। কাকে চরম সার্বভৌমিকতার দার্শনিক বলা হয়?
* টমাস হবস।
( মন্টেস্কু)
৬১। মন্টেস্কুর সর্বাধিক উল্লেখযোগ্য গ্রন্থ কোনটি?
* The Spirit of Laws (দ্য স্পিরিট অব লজ)
৬২। মন্টেস্কু কোন দেশের দার্শনিক?
* মন্টেস্কু ফ্রান্সের দার্শনিক।
৬৩। " The Persian Letters " গ্রন্থের রচয়িতা কে?
* মন্টেস্কু
৬৪। মন্টেস্কুর সবচেয়ে বিখ্যাত গ্রন্থের নাম কি?
* The Spirit of Laws.
৬৫। “The Spirit of the Laws " কার লেখা?
* মন্টেস্কু
৬৬। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
* মন্টেস্কু
৬৭। মন্টেস্কুর “The Spirit of the Laws " কতসালে প্রকাশিত হয়?
* ১৭৪৮ সালে।
৬৮। " ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত প্রয়োজন“- উক্তিটি কার?
* মন্টেস্কুর
(কার্ল মার্কস)
১৩৫। কার্ল মার্ক্স এর জন্ম–মৃত্যুর তারিখ লিখ।
* জন্ম ১৮১৮ সালের ৫ মে জার্মানিতে এবং মৃত্যু ১৮৮৩ সালের ১৪ মার্চ ইংল্যান্ডে।
১৩৬। " Das Capital “গ্রন্থের রচয়িতা কে?
* কার্ল মার্ক্স
১৩৭। " The Communist Manifesto " গ্রন্থের রচয়িতা কে?
* কার্ল মার্ক্স
১৩৮। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব ধারণাটি কার?
* কার্ল মার্ক্স
( জ্যাঁ জ্যাঁক রুশো)
৬৯। রুশো কোন দেশের দার্শনিক ছিলেন?
* সুইজারল্যান্ডের
৭০। কোন দার্শনিকের লেখা ফরাসি বিপ্লবকে উৎসাহিত করে?
* জ্যাঁ জ্যাঁক রুশো।
৭১। রুশোর বিখ্যাত গ্রন্থটির নাম কি?
* The Social Contract (দ্য সোসাল কনট্রাক্ট)
৭২। “The Social Contract “গ্রন্থটির রচিয়তা কে?
* জ্যাঁ জ্যাঁক রুশো
৭৩। “Man is born free but everywhere he is in chains."(মানুষ জন্ম হয় স্বাধীন হয়ে কিন্তু সর্বত্রই সে শৃঙ্খলিত।)- এ উক্তিটি কার?
* জ্যাঁ জ্যাঁক রুশো
৭৪। " সাধারণ ইচ্ছা তত্ত্ব“-এর প্রবক্তা কে?
* জ্যাঁ জ্যাঁক রুশো।
৭৫। “জনগণের বাণীই স্রষ্টার বাণী “( Voice of the people voice of the God.)- উক্তিটি কার?
* জ্যাঁ জ্যাঁক রুশো।
৭৬। রুশো মহান বর্বর বলে অভিহিত করেছেন কাকে?
* মানুষকে
৭৭। সর্বাত্মকবাদী গণতন্ত্রী কাকে বলে?
* জ্যাঁ জ্যাঁক রুশোকে।
১১. আধুনিক গনতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।
২৫. রাষ্ট্র বিজ্ঞান অধ্যযনের দ’টি পদ্ধতির নাম লিখ।
উত্তর : তুলনামূলক পদ্ধতি এবং ঐতিহাসিক পদ্ধতি।
২৬. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর : সার্বভৌমত্ব।
৩০. আইনের দুটি উৎসের নাম লিখ।
উত্তর : আইনের দুটি উৎসের নাম হলো : বিজ্ঞানসম্মত আলোচনা ও বিচার বিভাগীয় রায়।
২৪. সংসদীয় গনতন্ত্রের জনক কে?
উত্তর : জন লক।
২২. রুশোকে কোন বিপ্লবের অন্যতম স্থপতি বলা হয়?
উত্তর : রুশোকে ফরাসি বিপ্লবের অন্যতম স্থপতি বলা হয়।
১৩. জাতীয়তাবাদের তিনটি উপাদানের নাম লিখ।
উত্তর : ১ ভৌগলিক ঐক্য, ২ বংশগত ঐক্য, ৩ আচরণ ও রীতিনীতির ঐক্য এবং ৪ রাজনীতি ঐক্য প্রভৃতি।
৯. ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ‘The City of God’ গ্রন্থটির রচয়িতা সেন্ট অগাস্টিন।
১/এরিস্টটল এর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ “The Politics"
২/"De Republica" গ্রন্হটির লেখক কে?
উঃ সিসেরো
৩/প্লেটোর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ The Republic
৪/নিকোলো ম্যাকিয়াভেলীর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ The Prince
৫/টমাস হবসের বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ লেভিয়াথান" Leviathan
৬/কার্লমার্কস এর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ Das-Capital
৭/মন্টেস্কুর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ The Spirit Of Lows
৯/ রুশোর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ The Social Contract
১০/মিলস এর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ On Liberty
১১/ম্যাক্স ওয়েবার এর বিখ্যাত গ্রন্থের নাম কি?
উঃ Essays On Sociology
১৩/"Two Treatises On Civil Government"
গ্রন্থটির রচয়িতা কে?
উঃ জন লক
১৪/"Lecturey On Jurisprudence" গ্রন্থটির
রচয়িতা কে?
উঃ জন অস্টিনা
১৫/"The Process Of Government" নামক
গ্রন্থের রচয়িতা কে?
উঃ আর্থার বেন্টলি
১৬/"The Rulling Class" গ্রন্থের রচয়িতা কে?
উঃ লেখক গেইটানো মস্কা
১৭/"Political Parties" গ্রন্থের রচয়িতা কে?
উঃ রবার্ট মিশেলস
১৮/"A Grammar Of Politics" গ্রন্থটির রচয়িতা কে?
উঃ হ্যারল্ড লাস্কির
১৯/"Modern Politics And Government" বইটির
লেখক কে?
উঃ এল্যান.আর.বল
২৪/ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
উঃ মন্টেস্কু
২৫/সার্বভৌমত্বের প্রবক্তা কে?
উঃ জন অস্টিন
২৭/ফ্যাসিবাদের জনক কে?
উঃ ইতালির মুসোলিনী
৩০/সম্মতিতত্ত্বের জনক বলা হয় কাকে?
উঃ জনলক কে