রেলওয়ে সম্পর্কে সাধারণ জ্ঞান
১. বাংলাদেশের রেলসংস্থার নাম কি ?
উত্তর:- বাংলাদেশ রেলওয়ে।
২. রেলপথ মন্ত্রণালয়ের ইংরেজি নাম কী?
উত্তর:- Ministry of Railways.
৩. বাংলাদেশে রেলওয়ে কোন মন্ত্রণায়লের অধীনে? উত্তর:- রেলপথ মন্ত্রণালয়।
৪. রেলপথ মন্ত্রণালয় কোথায় অবস্থিত?
উত্তর:- রেলভবন, ১৬ আব্দুল গণি সড়ক, ঢাকা।
৫. রেলপথ মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী কে?
উত্তর:- সুরঞ্জিত সেনগুপ্ত।
৬. বাংলাদেশ রেলওয়ে সদর দপ্তর অবস্থিত ?
উত্তর:-ঢাকা।
৭. BRA এর পূর্ণরূপ কি?
উত্তর:-Bangladesh Railway Authority.
৮. বাংলাদেশে প্রথম মহিলা ট্রেন চালক কে ?
উত্তর:- সালমা খাতুন।
৯. বাংলাদেশের রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত? উত্তর:- দুটি।
১০. বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- চট্টগ্রাম। ,
১১. বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের সদর কোথায় অবস্থিত?
উত্তর:- রাজশাহী।
১২. বাংলাদেশে সর্বপ্রথম রেললাইন প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর:- দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত ( ১৮৬২ ).
১৩. বাংলাদেশের আন্তঃনগর ট্রেন সার্ভিস চালু হয় কবে?
উত্তর:- ১৯৮৬ সালে।
১৪. কমলাপুর রেলস্টেশনের স্থপতি কে?
উত্তর:- বব বুই।
১৫. বাংলাদেশের সর্ববৃহৎ রেলওয়ে স্টেশন কোনটি?
উত্তর:- কমলাপুর, ঢাকা। ,
১৬. বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মটি কোথায় অবস্তিত?
উত্তর:- কমলাপুর ঢাকা।
১৭. বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায় অবস্তিত?
উত্তর:- সৈয়দপুর নীলফামারী।
১৮. বাংলাদেশের কতটি জেলায় রেলপথ রয়েছে? উত্তর:- ৪৪টি।
১৯. বাংলাদেশে প্রথম কখন ও কোথায় ন্যারোগেজ রেলপথ চালু হয়?
উত্তর:- ১০ জুন ১৯১৮; রূপসা থেকে বাগেরহাট।
২০. বাংলাদেশে কয় ধরনের রেলপথ আছে?
উত্তর:- তিন ধরনের । মিটারগেজ, ব্রডগেজ, ডুয়েলগেজ। ,
২১. বর্তমানে বাংলাদেশের রেলপথের দৈর্ঘ্য কত? উত্তর:- ২,৯৫৬ কি মি ।
২২. দেশে কী পরিমাণ মিটার গেজ রেলপথ আছে? উত্তর:- ১,৮৪৬ কি মি.
২৩. দেশে কী পরিমাণ ব্রডগেজ রেলপথ আছে? উত্তর:- ৬৭৭ কি মি.
২৪. বাংলাদেশে কয়টি জেলায় রেলপথ নেই? উত্তর:-২০টি।
২৫. বাংলাদেশ রেলওয়ে ওয়াকসপ কোথায় অবস্থিত ?
উত্তর:- সৈয়দপুর ও চট্টগ্রামের পাহাড়তলীতে।
২৬. টঙ্গী জয়দেবপুর ডুয়েলগেজ ডাবল লাইন নিমার্ণ প্রকল্পের উদ্বোধন করা হয় কবে ?
উত্তর:- ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালে।
২৭. মিটার গেজ ও ব্রজগেজ রেলপথ কোন নদী দ্বারা বিভক্ত?
উত্তর:- যমুনা নদী।
২৮. পূর্বাঞ্চলে জিআরপি সদর দপ্তর কোথায়? উত্তর:- চট্টগ্রাম।
২৯. পশ্চিমাঞ্চলে জিআরপির সদর দপ্তর কোথায়? উত্তর:- সৈয়দপুর।
৩০. বাংলাদেশে রেলওয়ে থানা কতটি?
উত্তর:- ২৪টি।
৩১. পূর্বাঞ্চলের রেলওয়ের থানাগুলো কি কি ? উত্তর:- কিশোরগঞ্জ, চট্টগ্রাম, লাকসাম, চাদপুর, আখাউড়া, শ্রীমঙ্গল, কুলাউড়া, ভৈরব, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও জামালপুর ।
৩২. রেল পুলিশের নাম কি?
উত্তর:- C.R.P.
৩৩. GRP পুলিশের সর্বোচ্চ পদের নাম কি?
উত্তর:- সহকারী ইন্সপেক্টর জেনারেল পুলিশ। ।
৩৪. ঢাকা-রাজশাহী লাইনে কি কি ট্রেন চালু আছে? উত্তর:- পদ্মা, বনলতা, ও সিল্কসিটি। ।
৩৫. মিটারগেজ লাইনের দুই লাইনের মাঝের দূরত্ব কত?
উত্তর:- ১ মিটার বা ৩৯.৩৭ ইঞ্চি। ।
৩৬. স্যান্ডার্ড গেল রেলপথের প্রশস্ততা কত ?
উত্তর:- ১.৪২ মিটার।
৩৭.কুষ্টিয়া-গোয়ালন্দ রেল লাইনের নাম কি?
উত্তর:- ইস্টান বেঙ্গল স্টেট রেলওয়ে ।
৩৮. উপমহাদেশে সর্বপ্রথম রেলগাড়ি চালু হয় ?উত্তর:- ১৮৫৩ সালে।
৪০. বাংলাদেশের প্রথম রেসরকারি আন্তঃনগর ট্রেন সার্ভিসের নাম কি?
উত্তর:- সুবর্ণ এক্সপ্রেস।
৪১. সুবর্ণ এক্সপ্রেস কবে কোন রুটে চালু হয়?
উত্তর:- ১৪ এপ্রিল ১৯৯৮ সালে। ।
৪২. ঢাকা নারায়ণগঞ্জ রেলপত কত কত সালে হয়? উত্তর:- ১৮৮৫ সালে।
৪৩. বাংলাদেশের প্রথম নির্মিত মিটারগেজ রেলপথ কোনটি?
উত্তর:- ঢাকা-নারায়নগঞ্জ ।
৪৪. বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর রেললাইন কি রকম? উত্তর:- ডাবল লেনের ডুয়েলগেজ।
৪৫. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে ধীর্ঘ রেলপথ রয়েছে?
উত্তর:-চট্টগ্রাম।
৪৬. বাংলাদেশের রেলওয়ে পরিবহণ সংস্থার নাম কি?
উত্তর:- বাংলাদেশ রেলওয়ে।
৪৭. রেলপথ বিভাগ সৃষ্টি করা হয় কবে?
উত্তর:- ২৮ এপ্রিল ২০১১ সালে।
৪৮. বাংলাদেশে ন্যাশনাল রেলওয়ের অথরিটির সার্বিক দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- ঢাকায়।
৪৯. বাংলাদেশের একক সবচেয়ে বড় রেলসেতুর নাম কি?
উত্তর:- বঙ্গবন্ধু সেতু।
৫০. বঙ্গবন্ধু রেলওয়ের সেতুতে কয়টি লেন আছে? উত্তর:- ২টি।
৫১. বঙ্গবন্ধু রেলওয়ের সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর:- ৪.৮ কিমি।
৫২. কত তারিখে বঙ্গবন্ধু সেতুর উপর ঢাকা-রাজশাহী রেল চালু হয়?
উত্তর:- ১২ আগস্ট ২০০৩ সালে।
৫৩. বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ভিত্তিস্থাপন করা হয় কবে?
উত্তর:- ২৯ নভেম্বর ২০২০।
৫৪. বঙ্গবন্ধু রেলওয়ে সেতু দিয়ে ঘন্টায় কত কি মি বেগে ট্রেন চলাচল করতে পারবে?
উত্তরঃ- ১২০ কি মি.
৫৫. হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য কত?
উত্তর:- ৫, ৯৮৪ কি মি। ,
৫৬. হার্ডিঞ্জ ব্রিজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯১৫ সালে ।
৫৭. হার্ডিঞ্জ ব্রিজ কে নিমার্ণ করেন?
উত্তর:- লর্ড হার্ডিঞ্জ।
৫৮. হার্ডিঞ্জ ব্রিজ এর প্রকৌশলী কে?
উত্তর:- স্যার রবার্ট উইলিয়াম।