Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

শওকত ওসমান - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

শওকত ওসমান

১. শওকত ওসমান কত সালে জন্মগ্রহন করেন ?

উত্তর:-২ জানুয়ারি, ১৯১৭ সালে।

২. শওকত ওসমান কোথায় জন্মগ্রহন করেন ?

উত্তর:-ভারতের হুগলি।

 ৩. শওকত ওসমানের প্রকৃত নাম কি?

উত্তর:-শেখ আজিজুর রহমান।

 ৪. শওকত ওসমান মূলত কি ছিলেন?

 উত্তর:-কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।

৫. শওকত ওসমান সালে মৃত্যুবরণ করেন ?

উত্তর:-১৯৯৯ সালে।

৬. শওকত ওসমানের গ্রন্থাকারে প্রকাশিত তার প্রথম পুস্তক কোনটি?

উত্তর:-জননী (১৯৬১)। 

৭.কোন গ্রন্থ রচনার জন্য শওকত ওসমান আদমজি পুরস্কার দেয়া হয়?

উত্তর:-ক্রীতদাসের হাসি।

৮.কোন গ্রন্থের জন্য শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন?

উত্তর:-ঈশ্বরে প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের জন্য। 

 ৯. শওকত ওসমানের ক্রীতদাসের হাসি কোন জাতীয় রচনা?

উত্তর:-প্রতীকধর্মী ঐতিহাসিক উপন্যাস। ১৯৬৬ সালে প্রকাশিত। 

১০. শওকত ওসমানের ‘আমলার মামলা' এবং 'করের মনি' কোন জাতীয় রচনা?

উত্তর:-নাটক। 

 ১১.  শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস কোনটি?

 উত্তর:-ক্রীতদাসের হাসি। 

১২.শওকত ওসমানের রচিত ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে কোন উপন্যাসটি প্রকাশিত হয়?

উত্তর:-বনি আদম'। 

১৩. শওকত ওসমান কি কি পুরস্কার লাভ করেন?

উত্তর:-বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),

আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬),

 একুশে পদক (১৯৮৩),

ফিলিপস পুরস্কার (১৯১১)।

১৪. শওকত ওসমানের প্রথম উপন্যাস কোনটি?

উত্তর:-বনি আদম (১৯৪৩)। 

১৫. “টাইম মেশিন “ শওকত ওসমানের কোন জাতীয় রচনা?

উত্তর:-অনুবাদ গ্রন্থ। 

মীর মশাররফ হোসেন

Prev Post

শরৎচন্দ্র চট্টো পাধ্যায়

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy