শওকত ওসমান
১. শওকত ওসমান কত সালে জন্মগ্রহন করেন ?
উত্তর:-২ জানুয়ারি, ১৯১৭ সালে।
২. শওকত ওসমান কোথায় জন্মগ্রহন করেন ?
উত্তর:-ভারতের হুগলি।
৩. শওকত ওসমানের প্রকৃত নাম কি?
উত্তর:-শেখ আজিজুর রহমান।
৪. শওকত ওসমান মূলত কি ছিলেন?
উত্তর:-কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
৫. শওকত ওসমান সালে মৃত্যুবরণ করেন ?
উত্তর:-১৯৯৯ সালে।
৬. শওকত ওসমানের গ্রন্থাকারে প্রকাশিত তার প্রথম পুস্তক কোনটি?
উত্তর:-জননী (১৯৬১)।
৭.কোন গ্রন্থ রচনার জন্য শওকত ওসমান আদমজি পুরস্কার দেয়া হয়?
উত্তর:-ক্রীতদাসের হাসি।
৮.কোন গ্রন্থের জন্য শওকত ওসমান ফিলিপস পুরস্কার লাভ করেন?
উত্তর:-ঈশ্বরে প্রতিদ্বন্দ্বী গল্পগ্রন্থের জন্য।
৯. শওকত ওসমানের ক্রীতদাসের হাসি কোন জাতীয় রচনা?
উত্তর:-প্রতীকধর্মী ঐতিহাসিক উপন্যাস। ১৯৬৬ সালে প্রকাশিত।
১০. শওকত ওসমানের ‘আমলার মামলা' এবং 'করের মনি' কোন জাতীয় রচনা?
উত্তর:-নাটক।
১১. শওকত ওসমানের কালোত্তীর্ণ উপন্যাস কোনটি?
উত্তর:-ক্রীতদাসের হাসি।
১২.শওকত ওসমানের রচিত ১৯৪৬ সালে দৈনিক আজাদের সাহিত্য সাময়িকীতে কোন উপন্যাসটি প্রকাশিত হয়?
উত্তর:-বনি আদম'।
১৩. শওকত ওসমান কি কি পুরস্কার লাভ করেন?
উত্তর:-বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),
আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬),
একুশে পদক (১৯৮৩),
ফিলিপস পুরস্কার (১৯১১)।
১৪. শওকত ওসমানের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর:-বনি আদম (১৯৪৩)।
১৫. “টাইম মেশিন “ শওকত ওসমানের কোন জাতীয় রচনা?
উত্তর:-অনুবাদ গ্রন্থ।