শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনি’ পদক লাভ করেন ?
উত্তর:-১৯২৩।
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি ?
উত্তর:-শ্রীকান্ত ।
৩. অপরাজেয় কোথাশিল্প কার ছদ্মনাম ?
উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধায় ।
৪. সাহিত্যে বিশেষ অবদানের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডী,লিট ডিগ্রি প্রদান করা হয় ?
উত্তর:-ঢাকা বিশ্ববিদ্যালয়।
৫. ‘পথের দাবী’উপন্যাসের রচয়িতা কে ?
উত্তর:-শরৎচন্দ্রচ ট্টোপাধ্যায় ।
৬. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি বৃটিশ সরকার কতৃক বাজেয়াপ্ত হয়েছিল ?
উত্তর:-পথের দাবী ।
৭. ‘গৃহদাহ’উপন্যাসের লেখক কে ?
উত্তর:-শরৎচন্দ্রচ ট্টোপাধ্যায় ।
৮. ‘অভয়’শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র ?
উত্তর:-শ্রীকান্ত ।
৯. ‘ষোড়শী’শরৎচন্দ্রের কোন জাতীয় রচনা ?
উত্তর:-নাটক ।
১০.কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস ?
উত্তর:-দেনাপাওনা ।
১১.কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয় ?
উত্তর:-মৃত্যুক্ষুধা ।
১২. নিচের কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতৃক রচিত নয় ?
উত্তর:-পথের পাঁচালি ।
১৩.কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় ?
উত্তর:-অপরাজিত ।
১৪. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের শ্রেষ্ঠ উপন্যাসিক ?
উত্তর:-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
১৫. বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে ?
উত্তর:-শ্রীকান্ত।
১৬. কোন উপন্যাসটি বাংলা সাহিত্যের কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতৃক রচিত নয় ?
উত্তর:-চোখের বালি ।
১৭. ‘হেমাঙ্গিনী’ও ‘কাদম্বিনী’কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র ?
উত্তর:- মেজদিদি ।
১৮. রোহিণী – বিনোদিনী – কিরণময়ী কোন গল্পগুচ্ছের চরিত্র ?
উত্তর:-কৃষ্ণকান্তের উইল – চোখের বালি– চরিত্রহীন ।
১৯. কোনটি ঠিক ?
উত্তর:-পথের দাবি [ উপন্যাস ]
২০. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা নয় ?
উত্তর:-অপরাজিতা ।
২১. গৃহদাহ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম কি ?
উত্তর:-সুরেশ ও অচলা ।
২২.নিচের কোনটি শরৎচন্দ্রের আত্নজীবনী মূলক উপন্যাস ?
উত্তর:-শ্রীকান্ত ।
২৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকারের সাহিত্যকমের জন্য খ্যাতি অজন করেছেন ?
উত্তর:-উপন্যাস ।
২৪. কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় ?
উত্তর:-সুরবালা ।
২৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে ত্রিভুজ প্রেমের চিত্র অঙ্কিত হয়েছে ?
উত্তর:-গৃহদাহ ।
২৬. কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয় ?
উত্তর:-ষোড়শী ।