শহীদুল্লা কায়সার
১. শহীদুল্লা কায়সার কত সালে জন্মগ্রহণ করেন ?
উত্তর:-১৬ ফেব্রুয়ারি, ১৯২৭ সালে।
২. শহীদুল্লা কায়সার কোথায় জন্মগ্রহণ করেন ?
উত্তর:-ফেনিতে।
৩. শহীদুল্লা কায়সার মূলত কি হিসেবে পরিচিত ছিলেন ?
উত্তর:-সাংবাদিক,লেখক ও বুদ্ধিজীবী।
৪. শহীদুল্লা কায়সারের পুরোনাম কী ?
উত্তর:-আবু নঈম মোহাম্মদ হাবিবুল্লাহ।
৫. শহীদুল্লা কায়সারের পিতার নাম কী ?
উত্তর:-মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।
৬. শহীদুল্লা কায়সারের মাতার নাম কী ?
উত্তর:-সৈয়দা সুফিয়া খাতুন।
৭.জহির রায়হানের সঙ্গে শহীদুল্লা কায়সারের সম্পর্ক কী ?
উত্তর:-উভয়ে সহোদর ভাই।
৮. শহীদুল্লা কায়সার প্রথম কত সালে গ্রেফতার হন ?
উত্তর:-১৯৫২ সালের ৩ জুন।
৯. শহীদুল্লা কায়সারের কোন পত্রিকায় যোগদানের মাধ্যদিয়ে সাংবাদিতার পেশা গ্রহণ করেন?
উত্তর:-সাপ্তাহিক ইত্তেফাক ।
১০.শহীদুল্লা কায়সারের কত সালে দৈনিক সংবাদের সহকারী সম্পদক পদে নিযুক্ত হন ?
উত্তর:-১৯৫৮ সালে।
১১.শহীদুল্লা কায়সারের কোন শিরোনামে উপসম্পাদকীয় রচনা করেন ?
উত্তর:-রাজনৈতিক পরিক্রমা’ বিচিত্র কথা।
১২.শহীদুল্লা কায়সারের উপন্যাসে বাঙালি জীবনের কোন দিকটি উজ্জলভাবে প্রকাশিত ?
উত্তর:-বাঙালী জীবনের আশা-আকাঙ্খ, দ্বন্দ্ব-সংঘাত ও সংগ্রামী চেতনা।
১৩.শহীদুল্লা কায়সার কোন দুটি উপন্যাস লিখে বিখ্যাত হন ?
উত্তর:-সারেং বৌ, সংশপ্তক।
১৪.রাজবন্দীর রোজনামচা নামক তাঁর স্মৃতিকথা কবে প্রকাশিত হয় ?
উত্তর:-১৯৬২ সালে।
১৫.শহীদুল্লা কায়সারের ভ্রমণ বৃত্তান্তের নাম কী ?
উত্তর:-পেশোয়ার থেকে তাসখন্দ ( ১৯৬৬ )।
১৬.শহীদুল্লা কায়সার কী কী পুরস্কার লভ করেন ?
উত্তর:-আদমজি পুরস্কার (১৯৬২ ),বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), দুটোই সারেং বৌ উপন্যাসের জন্য।
১৭. শহীদুল্লা কায়সার কত সালে কীভাবে নিখোঁজ হন ?
উত্তর:-১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর এদেশীয় দোসর আলবদর বাহিনীর সদস্যগণ তাঁর ঢাকার কায়েতটুলির বাসভবন থেকে তাঁকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাঁর আর কোনো সন্ধান পাওয়া যায় নি।