শামসুর রহমান
১. কবি শামসুর রহমানের প্রথম কাব্য গ্রন্থ কোনটি ? →→ প্রথম গান দ্বিতীয় মৃতুর আগে।
২.”উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ” কার লেখা? →→ শামসুর রহমান।
৩.”আসাদের শাট” কবিতার লেখক কে ? →→ শামসুর রহমান।
৪.”স্বাধীনতা তুমি” কবিতার লেখক কে ? →→ শামসুর রহমান।
৫.নিরালোকে দিব্যরথ” শামসুর রহমানের কোন ধরনের রচনা ? →→কাব্যগ্রন্থ।
৬. একটি ফটোগ্রাফ” কবি শামসুর রহমানের কোন ধরনের লেখা ? →→ কবিতা।
৭.”স্মৃতির শহর ” শামসুর রহমানের কোন ধরনের লেখা ? আত্মস্মৃতি।
৮. ”এলো সে অবেলায়” উপন্যাসের লেখক কে ? →→ শামসুর রহমান।
৯. শামসুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি ? →→ প্রথম গান দ্বিতীয় মৃতুর আগে।
১০. “বন্দী শিবির থেকে”এর রচয়িতা কে ? →→ শামসুর রহমান।
১১. ‘এলাটিং বেলাটিং ’ ও ধান ভানলে কুঁড়োদিব’ কোন ধরনের লেখা ?শিশুতোষ গ্রন্থ।
১২. ”প্রতিদিন ঘরহীন ঘরে “কাব্যগ্রন্থের লেখক কে ? →→ শামসুর রহমান।
১৩. কালের ধুলোয় লেখা” কোন ধরনের লেখা ? →→ আত্মস্মৃতি।
১৪. শামসুর রহমানের কবিতার বইয়ের নাম কি ? →→ প্রতিদিন ঘরহীন ঘরে।
১৫. ”অক্টোপাস” শামসুর রহমানের কোন ধরনের লেখা ? →→উপন্যাস।
১৬.” তুমি আসেবে হে স্বাধীনতা” কবিতার লেখক কে ? →→ শামসুর রহমান।
১৭.” বাংলাদেশ স্বপ্ন দ্যাখে” গ্রন্থটির লেখক কে ? →→ শামসুর রহমান।
১৮. ”রৌদ্র করোটিতে” শামসুর রহমানের কোন ধরনের গ্রন্থ ? →→কাব্য।
১৯. “দুঃসময়ের মুখোমুখি” কর লেখা ? →→শামসুর রহমানের।
২০. ”নিজ বাসভূমে” কাব্যগ্রন্থটি কার লেখা ? →→শামসুর রহমানের।