শেখ মুজিবের ৩ টি আত্নজীবনী
অসমাপ্ত আত্মজীবনী
১. ইংরেজি সংস্করণ : The Unfinished Memoirs
২. প্রথম প্রকাশ : জুন ২০১২ সালে
৩. রচনাকাল:১৯৬৬–৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায়।
৪. বইটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সালে পর্যন্ত ঘটনা তুলে ধরেন
৫. প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
৬. ১ম অনূদিত হয় ইংরেজিতে (১৮ জুন ২০১২)।
৭. প্রকাশক : মহিউদ্দিন আহমেদ।
৮. প্রচ্ছদ : সমর মজুমদার।
৯. পৃষ্ঠা : ৩২৯টি।
কারাগারের রোজনামচা
১. ইংরেজি সংস্করণ : Prison Diaries
২. প্রথম প্রকাশিত : মার্চ ২০১৭(বাংলা ফাল্গুন ১৪২৩)
৩. ভূমিকা লেখেন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৪. নামকরণ করেন : শেখ রেহেনা।
৫. ঘটনাবলি : ১৯৬৬–৬৮ সালের কারাস্মৃতি ।
৬. ১ম অনূদিত ইংরেজি ভাষায়( মার্চ ২০১৭) অনুবাদক ড. ফকরুল আলম।
৭. প্রকাশক : মোবারক হোসেন।
৮. অর্থায়ন : সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (অর্থবছর ২০১৬/১৭)।
৯. পৃষ্ঠা : ৩৩২
আমার দেখা নয়াচীন
১. প্রকাশিত ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়।
২. বইটি প্রকাশ করেছে “বাংলা একাডেমি“।
৩. বাংলা ও ইংরেজি ভাষায় এক সাথে প্রকাশিত।
৪. বইটির সম্পদনার দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান।
৫. ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬. ঘটনাবলি : ১৯৫২- ১৯৫৭ সালের দুবার চীন সফরের অভিজ্ঞতার কথা।
৭. নামকরণ : বঙ্গবন্ধু নিজের ডায়রিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে ”আমার দেখা নয়া চীন”নামকরণ করেন।
৮. টি বইয়েরই ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।