সারখানা সম্পর্কে সাধারণ জ্ঞান
১. বাংলাদেশে সার কারখানা কতটি?
উত্তর:- ১৫টি।
২. বাংলাদেশে সবচে বড় সারখানা কোনটি?
উত্তর:- যমুনা সার কারখানা।
৩. যমুনা সার কারখানা নির্মানে সাহায্য করে কোন দেশ?
উত্তর:- জাপান
৪. বেসরকারী খাতে সবচেয়ে বড় সার কারখানা কোনটি?
উত্তর:- KAFCO.
৫. KAFCO এর পূর্নরুপ কী?
উত্তর:- Karnaphuly Fertilizer company.
৬. KAFCO তে জাপানের শেয়ার কতটুকু?
উত্তর:- 44%.
৭. KAFCO কোথায় অবস্থিত?
উত্তর:- চট্টগ্রাম।
৮. বাংলাদেশের ইউরিয়া সার তৈরীতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় কোনটি ?
উত্তর:- প্রাকৃতিক গ্যাস।
৯. বাংলাদেশের প্রথম সার কারখানা কোনটি?
উত্তর:- ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:।
১০. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1961.
১১. KAFCO কোন দেশের আর্থিক সহযোগিতায় গড়ে ওঠে?
উত্তর:- জাপান।
১২. শাহজালাল ফার্টিলাইজার কো:লি: কোন ধরনের সার উৎপাদন করে?
উত্তর:- ইউরিয়া।
১৩. বাংলাদেশের দ্বিতীয় সার কারখানা কোনটি?
উত্তর:- ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লি:।
১৪. বাংলাদেশের বড় বড় শিল্প কারখানা কোন নদীর তীরে গড়ে ওঠে?
উত্তর:- শীতলক্ষ্যা।
১৫. ঘোরাশাল সার কারখানায় কোন সার উৎপন্ন হয়?
উত্তর:- ইউরিয়া।
১৬. দেশের একমাত্র ফসফেটিক সার কারখানা কোনটি?
উত্তর:- ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি:।
১৭. সিলেটে কতটি সার কারখানা আছে?
উত্তর:- ২টি।
১৮. সিলেট বিভাগের সার কারখানা দুটির নাম কী?
উত্তর:- (ক) ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:। (খ) শাহজালাল ফার্টিলাইজার কো:লি:।
১৯. চট্টগ্রাম কতটি সার কারখানা আছে?
উত্তর:- ৪ এটি।
২০. চট্টগ্রামে অবস্থিত চারটি সার কারখানার নাম কি?
উত্তর:- (ক) ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি: /পতেঙ্গা৷
(খ) কর্ণফুলী ফার্টিলাইজার কো:লি:/আনোয়ার
(গ) চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার/রাঙ্গুনিয়া
(ঘ) ডাই–অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কো:লি: রাংগাদিয়া, বন্দরথানা
২১. নরসিংদিতে কতটি সার কারখানা আছে?
উত্তর:- ২টি।
২২. নরসিংদিতে অবস্থিত দুইটি সার কারখানার নাম কি?
উত্তর:- (ক) ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ/ঘোড়াশাল
(খ) পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লি:/পলাশ
২৩. নাটোরে অবস্থিত সার কারখানার নাম ক?
উত্তর:- জিঙ্ক সালফেট ফার্টিলাইজার কো:লি:।
২৪. সিরাজগঞ্জে অবস্থিত সার কারখানার নাম ক?
উত্তর:- নর্থওয়েস্ট ফার্টিলাইজার কো:লি:।
২৫. জিয়া সার কারখানা কোথায়?
উত্তর:- আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।
২৬. যমুনা ফার্টিলাইজার কো:লি: কোথায়?
উত্তর:- তারাকান্দি,জামালপুর।
*উৎপাদিত সার *
২৭. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:কোন ধরনের সার উৎপন্ন করে?
উত্তর:- ইউরিয়া ও ASP.
২৮. ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি: কোন ধরনের সার উৎপন্ন করে?
উত্তর:- TSP, ASP.
২৯. বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা কোনটি?
উত্তর:- যমুনা ফার্টিলাইজার কো:লি:।
৩০. জিঙ্ক সালফেট ফার্টিলাইজার কো:লি: কোন ধরনের সার উৎপন্ন করে?
উত্তর:- জিঙ্ক সালফেট।
৩১. ডাই–অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কো:লি: কোন ধরনের সার উৎপন্ন করে?
উত্তর:- DAP.
★নোটঃ এই পাঁচটি ব্যতীত বাকি 7টি কারখানার উৎপাদিত সারের নাম “ইউরিয়া"
*কারখানাগুলোর প্রতিষ্ঠাকাল*
৩২. ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লি:কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৬১ সালে।
৩৩. ঘোরাশাল সার কারখানা কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৭০ সালে।
৩৪. ট্রিপল সুপার ফসফেট কমপ্লেক্স লি: কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৭৪ সালে।
৩৫. চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৮৭ সালে।
৩৬. ডাই–অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কো:লি কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ২০০৬ সালে।