স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কিত সাধারণ জ্ঞান
১. জনসংখ্যা নিয়ন্ত্রণে দেশব্যাপী নতুন স্লোগান কি?
উত্তর:- দুটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয় ৷
২. বাংলাদেশে কখন পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করা হয়?
উত্তর:-১৯৭৬ সালে
৩. বাংলাদেশের জাতীয় জনসংখ্যা কাউন্সিলের প্রধান কে?
উত্তর:-প্রধানমন্ত্রী
৪. পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কে?
উত্তর:-মহাপরিচালক
৫. বাংলাদেশ জাতীয় জনসংখ্যা নীতি কবে গৃহীত হয়?
উত্তর:-১৯৭৬ সালে
৬. ভিশন ২০০০ কি?
উত্তর:-অন্ধত্ব দূরীকরণের পরিকল্পনা
৭. মা ও শিশু স্বাস্থ্য সুবিধার প্রচারাভিযান লোগোটির প্রতীক কি?
উত্তর:-সবুজ ছাতা
৮. পোলিওতে অধিক আক্রান্ত হয় কারা?
উত্তর:-শিশুরা
৯. শিশুকে কত বছর বয়সের মধ্যে ৬টি অত্যাবশ্যকীয় টিকা প্রদান করতে হয়?
উত্তর:-১ বছরের মধ্যে
১০. টিটি টিকা কয় ডোজ নিতে হয়?
উত্তর:- ৫ ডোজ
১১. শিশুরা স্বাভাবিকভাবে আত্নকেন্দ্রিক থাকে ?
উত্তর:-৪ বছরের কম বয়সে। .
১২. শিশুদের দেহ ও মনের অনুশীলন হয় ?
উত্তর:-খেলার মাধ্যমে। .
১৩. যক্ষ্ণা প্রতিরোধক টিকা হল?
উত্তর:- বিসিজি।
১৪. ডায়রিয়া হলে শিশুকে খাওয়াতে হবে?
উত্তর:-খাবার স্যালাইন ও তরল খাদ্য।
১৫. টিকা শিশুকে রক্ষা করে কয়টি রোগ থেকে?
উত্তর:-৬ টি রোগ থেকে।
১৬. শিশুকে সবধরণের টিকা দিতে হয়?
উত্তর:-১ বছরের মধ্যে।
১৭. বাংলাদেশে প্রতি বছর অনেক শিশু অন্ধ হয়?
উত্তর:-ভিটাঃ এ এর অভাবে।
১৮. শিশু জন্মের পর কেবল বুকের দুধই যথেষ্ট?
উত্তর:-প্রথম ৬ মাস।
১৯. শিশু প্রসবের আগে মায়ের ওজন বাড়ানো উচিত কম পক্ষে?
উত্তর:-৭ কে,জি।
২০. নবজাতক শিশুর প্রথম টিকা কাজ করে?
উত্তর:-শাল দুধ।
২১. গর্ভবতী নারীদের নিয়মিত খেতে দিতে হয়?
উত্তর:-সুষম খাদ্য।
২২. ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে রোগ হয়?
উত্তর:- রিকেটস।
২৩. গর্ভবতী মেয়েদের রক্তপাত হতে পারে?
উত্তর:- ভিটাঃ কে এর অভাবে।
২৪. সাধারনত সাত মাসের পূর্বে শিশুর জন্ম হলে থাকে বলে?
উত্তর:- গর্ভপাত।
২৫. ২ সন্তান ধারণের মধ্যে সময়ের ব্যবধান ২ বছরের কম হলে শিশুর মৃত্যুঝুঁকি বেড়ে যায়?
উত্তর:- শতকরা ৫০ ভাগ।