জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১ অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে সংক্ষপেকী বলা হয় ?
উত্তর:- ECOSOC .
২.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ?
উত্তর:- ৩ বছরের জন্য।
৩. ECOSOC এর অপর নাম কি ?
উত্তর:- উন্নয়ন পরিষদ।
৪. ECOSOC এর মোট আঞ্চলিক কমিশন কয়টি ?
উত্তর:- ৫টি ।
৫. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কি ভাবে নির্বাচিত হন ?
উত্তর:- সাধারণ পরিষদের দুই–তৃতীয়াংশ সদস্যের ভোটে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়।
৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে ?
উত্তর:- বছরে দু’বার একমাস ব্যাপী।
৭. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি ?
উত্তর:- ৫৪টি।
৮. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয় ?
উত্তর:- ১৮টি।