অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (AI)
১. যে কাযক্রমের সাথে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্ত ?→→ মানবাধিকার সংরক্ষণ।
২. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→১৯৬১ সালে।।
৩. অ্যামনেষ্টি ইন্টারন্যাশনালের এর সদর দপ্তর কোথায় ?→→লন্ডন।
৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শান্তিতে নোবেল পুরস্কার পায় ?→→ ১৯৭৭ সালে।
৫. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন ধরনের সাংস্থা ?→→ মানবাধিকার সংরক্ষণ বিষয়ক।
৬. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা কে ?→→পিটার বেনেনসন।
৭. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর বর্তমান মহাসচিব কে?→→সলিল শেঠি (ভারত )।