আন্তর্জাতিক অর্থ তহবিল - IMF
১. IMF এর পূর্ণরূপ কী ? →→ International Monetary Fund.
২. IMF প্রতিষ্ঠিত হয় যে সম্মেলনের মাধ্যমে ? →→ ব্রিটেন উড্স সম্মেলন।
৩. IMF প্রতিষ্ঠিত হয় ? →→ ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
৪. IMF এর সদর দপ্তর অবস্থিত ? →→ ওয়াশিংটন, ডি.সি.।
৫. IMF কার্যক্রম শুরু হয় ? →→ ১৯৪৭ সালে।
৬. IMF এর বর্তমান সদস্য সংখ্যা ? →→ ১৮৯ টি।
৭. IMF এর সর্বশেষ সদস্য দেশ ? →→ নাউরু।
৮. IMFএর বর্তমান মহাসচিব ? →→ ফান্সের ক্রিস্টিন লাগার্দ।
৯. IMF এর রিজার্ভ সম্পদের একক হচ্ছে ? →→ SDR ( Special Drawing Rights )।
১০. SDR যে প্রতিষ্ঠানের হিসা্ব একক ? →→ IMF.
১১. নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য যে সংস্থা ঋণ দেয় ? →→ IMF.
১২. ব্রেটন উডস ইনস্টিটিউশন কোন সংস্থাকে বোঝায় ? →→ IMF.
১৩. বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ।