আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি - IAEA
১. IAEA এর পূর্ণরূপ কী?—-International Atomic Energy Agency.
২. IAEA কত সালে প্রতিষ্ঠিত হয় ?—-২৯ জুলাই ১৯৫৭।
৩. IAEA এর সদর দফতর কোথায় ?—–ভিয়েনা (অস্ট্রিয়া)।
৪. IAEA বর্তমান সদস্য সংখ্যা কত ?—১৭৩টি।
৫IAEA এর সর্বশেষ সদস্য দেশ ?—-
৬. IAEA কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ?—–১৪ নভেম্বর, ১৯৫৭।
৭. IAEA এর মহাপরিচালকের মেয়াদকাল কত?——৪ বছর।
৮. IAEA এর বর্তমান মহাপরিচালক কে?—-ইউকিয়া আমানো, ১ ডিসেম্বর ২০০৯-বর্তমান)।
৯. IAEA কবে শান্তিতে নোবেল পুরস্কার পান?——-২০০৫ সালে।
১০. বংলাদেশ IAEA এর সদস্য পদ লাভ করে —- ১৯৭২ সালে।