আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল - IFAD
১. IFAD এর পূর্ণরূপ কী ? →→ International Fund for Agricultural Development.
২. IFAD কত সালে গঠিত হয় ? →→৩০ নভেম্বর, ১৯৭৭।
৩. IFAD এর সদর দফতর কোথায় ? →→রোম, ইতালি।
৪. IFAD এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→১৭৭টি।
৫. IFAD এর সর্বশেষ সদস্য দেশ ? →→ পোল্যান্ড ।
৬.IFAD এর বর্তমান মহাপরিচালক কে ? →→ গিলবার্ট এফ.হুংবো।
৭. IFAD এর লক্ষ্য ও উদ্দেশ্য কী ? →→ উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা।
৮. বাংলাদেশ IFAD এর সদস্য পদ লাভ করে কবে ? →→১৯৭৭ সালে।