আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন -ITU
১. ITU এর পূর্ণরূপ কী ?→→ International Telecommunication Union.
২. ITU কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→ ১৭ মে ১৮৬৫ সালে।
৩. ITU এর সদর দপ্তর কোথায় ?→→জেনেভা (সুইজারল্যান্ড)।
৪. ITU কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ? →→১৯৪৭ সালে।
৫. ITU বর্তমান সদস্য সংখ্যা কত ? →→১৯৩টি।
৬. ITU এর সর্বশেষ সদস্য দেশ ? →→দক্ষিণ সুদান।
৭. বিশ্ব টেলিয়োগাযোগ দিবস ? →→১৭ মে।
৮. বাংলাদেশ ITU এর সদস্য পদ লাভ করে কবে→→৫ সেপ্টেম্বর ১৯৭৩।