আন্তর্জাতিক শ্রম সংস্থা - ILO
১. ILO এর পূর্ণরূপ কী ?→→ International Labour Organization.
২. ILO কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→১৯১৯ সালে।
৩. ILO এর সদর দপ্তর কোথায় ?→→সুইজারল্যান্ডের জেনেভা।
৪. ILO বর্তমান সদস্য সংখ্যা কত ? →→ ১৮৬ টি।
৫. ILO এর সর্বশেষ সদস্য দেশ ? →→ আইল্যান্ড।
৬. ILO কবে জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ? →→ ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
৭. ILO এর বর্তমান মহাপরিচালক কে ? →→ গাই রাইডার ,( ব্রিটেন )।
৮. যে চুক্তির মাধ্যমে ( ILO ) গঠিত হয় ? →→দ্বীতিয় ভার্সাই চুক্তি।
৯. ILO শান্তিতে নোবেল পুরস্কার পায় ? →→১৯৬৯ সালে।
১০. বংলাদেশ ILO এর সদস্য পদ লাভ করে→→২২ জুন, ১৯৭২ সালে।