Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

আমদানি ও রপ্তানি - bdjobbooks

admin 0 Comments

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের বৃহত্তম
  • নোবেল পুরস্কার
  • নোবেল বিজয়ী মুসলিমদের তালিকা
  • বিশ্বের ইতিহাসে প্রথম নারী
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
  • বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
  • রাজনৈতিক ও কূটনীতিক পরিভাষা
  • বিশ্বের উচ্চতম
  • বিশ্বের দীর্ঘতম
  • বিশ্বের গভীরতম
  • বিশ্বের ক্ষুদ্রতম
  • বিশ্বের বিখ্যাত যাদুঘর
  • বিশ্বের বিখ্যাত মরুভূমি
  • বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা
  • বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
  • বিশ্বের বিখ্যাত লাইব্রেরি
  • বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ
  • বিভিন্ন দ্বীপের অবস্থান ও মালিকানা
  • বিভিন্ন গেরিলা ও অন্যান্য সংস্থা
  • বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ও অঞ্চল
  • বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
  • বিভিন্ন দেশের বিপ্লব সমূহ
  • বিভিন্ন দেশের বিমান সংস্থা
  • বিশ্বের বিখ্যাত সংবাদপত্র
  • বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
  • বিশ্বের বিভিন্ন স্কয়ার সমূহ
  • বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
  • বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ
  • বিভিন্নদেশের নতুন ও পুরাতননাম
  • বিভিন্ন শব্দের অর্থ
  • বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
  • বিভিন্ন বিষয়ের জনক
  • বিখ্যাত ব্যাক্তিদের উক্তিসমূহ
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
  • বিভিন্ন দেশের আইনসভা নাম
  • বিভিন্ন দেশের রাজনৈতিক দল
  • বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ
  • বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম
  • বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
  • বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দরের তালিকা
  • বিশ্বের বিখ্যাত উপজাতি ও অবস্থান সমূহ
  • বিভিন্ন দেশের ভাষার নাম
  • উৎপাদনে শীর্ষ দেশ
  • রপ্তানিতে শীর্ষ দেশ
  • বিভিন্ন দেশের রাজধানী নাম
  • বিভিন্ন দেশের মুদ্রা
  • পৃথিবীর পরিচিতি
  • এশিয়া মহাদেশ
  • ইউরোপ মহাদেশ
  • আফ্রিকা মহাদেশ
  • উত্তর আমেরিকা মহাদেশ
  • দক্ষিণ আমেরিকা মহাদেশ
  • ওশেনিয়া মহাদেশ
  • এন্টার্কটিকা মহাদেশ
  • আমদানি ও রপ্তানি
  • প্রথম বিশ্বযুদ্ধ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • এক কক্ষ বিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
  • বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
  • আন্তর্জাতিক দিবস সমূহ
  • ইতিহাসের বিখ্যাত কিছু যুদ্ধ
  • বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
  • বিভিন্ন দেশের সচিবালয়
  • বিভিন্ন দেশের স্বাধীনতা ও উপনিবেশ
  • বিভিন্ন বর্ষপূর্তির নাম সমূহ
  • বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • এশিয়া মহাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল সমূহ
  • উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ
  • ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নাম
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন
  • বিভিন্ন দেশের জাতীয় খেলা
  • বিভিন্ন দেশের স্থানীয় নাম
  • এশিয়া মহাদেশের দেশসমূহ

আমদানি ও রপ্তানি

১. বাংলাদেশে সবচেয় বেশি রপ্তানি করে কোন দেশ? → চীন৷

২. বাগদাদ চিংড়ি কোন দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয়? → আশির দশক৷

৩. ' বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার কোন দেশ? →মার্কিন যুক্তরাষ্ট্র৷

৪. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে ? → চীন থেকে।

৫. কোন দেশ বাংলাদেশের প্রধান পার্ট আমদানিকারক? → যুক্তরাষ্ট্র।

৬. বাংলাদেশের রপ্তানি বানিজ্যের শতকরা কতভাগ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে করা হয়? → প্রায়92%

৭. বাংলাদেশ থেকে সবচেয় বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে? → ব্রাজিল

৮. কোন পণ্যকে “white gold"বলা হয়? →চিংড়ি।

৯. বর্তমানে এককভাবে কোন দেশ থেকে আমরা সবচেয়ে বেশি আমদানি করি? → চীন।

১০. বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদিশিক মুদ্রা অর্জন করে কোন দেশ থেকে? → যুক্তরাষ্ট্র।

১১. বাংলাদেশ খনিজ তেল আমদানি করে ? → যুক্তরাষ্ট্রও মধ্যপ্রাচ্য হতে ৷

১২. বাংলাদেশ কাগজ রপ্তানি করে? → যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও ইতালি।

১৩. বাংলাদেশে সর্ববৃহৎ বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান? → ইয়ংওয়ান(দক্ষিণ কোরিয়া)।

১৪. বাংলাদেশের বিশ্ববাণিজ্য কেন্দ্র স্থাপিত ? → ঢাকা।

১৫. বাংলাদেশ কলকব্জা ও যন্ত্রপাতি আমদানি করে? →যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রও জাপান থেকে

১৬. বাংলাদেশEU-তে শুল্কও কোটামুক্ত সুবিধা প্রথম পায় ? → ১৯৭১ সালে।

১৭. ইয়ংওয়ান কোম্পানি বিনিয়োগ করে ? → KEPZ.

১৮. বাংলাদেশের হিমায়িত খাদ্যের ক্রেতা ? →ভারত, যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও মধ্যপ্রাচ্য।

১৯. বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে? → লৌহ ও ইস্পাত জাতীয় দ্রব্য।

২০. বাংলাদেশ বর্তমানে সবচে বেশি সাহায্য পায় কোন দেশ থেকে? → জাপান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ

Prev Post

এক কক্ষ বিশিষ্ট আইনসভা

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy