আসিয়ান - ASEAN
১. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো নিয়ে যে অর্থনৈতিক জোট গঠিত হয়েছে তার নাম ?→→ASEA.
২. ASEAN এর পূর্ণরূপ কী ?→→Association of South East Asian Nations |
৩. ASEAN কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→ ৮ আগস্ট, ১৯৬৭ সাল ।
৪. ASEAN এর সদর দপ্তর কোথয় ?→→ জাকার্তা, ইন্দোনেশিয়ার ।
৫. ASEAN এর বর্তমান সদস্য সংখ্যা কত ?→→ ১০টি।
৬. ASEAN এর বর্তমান মহাসচিব কে ? →→লিম জাক হই।
৭. ASEAN এর পযবেক্ষক দেশ ?→→পাপুয়া নিউগিনি ও পূর্বতিমূর।
৮. আসিয়ান রিজিওনাল ফোরামের এর বর্তমান দেশ কতটি ? →→ ২৭টি।
৯. বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের এর সদস্য সংখ্যা কতটি ?→→ ২৬ তম।
১০. ASEAN ভূক্ত দেশগুলো হচ্ছে ?→→মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনাই, ফিলিপাইন, মায়ানমার, লাওস ও কম্বোডিয়া।