Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

ইউরোপীয় ইউনিয়ন - EU - bdjobbooks

admin 0 Comments

বিভিন্ন সংস্থা

  • জাতিপুঞ্জ
  • জাতিসংঘ সম্পর্কে সাধারণ জ্ঞান
  • জাতিসংঘের মহাসচিব গণ
  • জাতিসংঘের সাধারণ পরিষদ
  • জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • জাতিসংঘের আন্তর্জাতিক আদালত
  • জাতিসংঘ সচিবালয়
  • অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
  • জাতিসংঘের ঘোষিত বর্ষ সমূহ
  • জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী
  • নোবেল পুরস্কার প্রাপ্ত জাতিসংঘের সংস্থা
  • আন্তর্জাতিক শ্রম সংস্থা – ILO
  • খাদ্য ও কৃষি সংস্থা – FAO
  • আন্তর্জাতিক অর্থ তহবিল – IMF
  • বিশ্বব্যাংক – World Bank
  • আন্তর্জাতিক নৌ চলাচল সংস্থা
  • UN Women
  • UNCTAD
  • বিশ্ব ডাক ইউনিয়ন(UPU)
  • UNFPA
  • UNHCR
  • ICAO
  • বিশ্ব বুদ্ধি সম্পদ সংস্থা – WIPO
  • IPCC
  • বিশ্ব আবহাওয়া সংস্থা – WMO
  • আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন -ITU
  • আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল – IFAD
  • আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি – IAEA
  • বিশ্ব বাণিজ্য সংস্থা( WTO)
  • ইউরোপীয় ইউনিয়ন – EU
  • ওপেক – ОРЕС
  • কমনওয়েলথ
  • জি-৭৭
  • ইকো – ECO
  • BIMSTEC
  • আরব লীগ – ARAB LEAGUE
  • আসিয়ান – ASEAN
  • আফ্রিকান ইউনিয়ন – AU
  • সিরডাপ
  • ডি – ৮
  • জি – ৭
  • উপসাগরীয় সহযোগিতা সংস্থা – GCC
  • জাতিসংঘ বিশ্ববিদ্যালয়(UNU)
  • সার্ক(SAARC)
  • ইসলামী সহযোগিতা সংস্থা – OIC
  • উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট – NATO
  • আন্তর্জাতিক শিশু তহবিল -UNICE
  • বিশ্ব স্বাস্থ্য সংস্থা – WHO
  • লায়ন্স ক্লাব
  • RED CROSS
  • বয়েজ স্কাউটস
  • NAM
  • BENELUX
  • APEC
  • অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (AI)
  • AAPP
  • ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB)
  • ROTARY INTERNATIONAL
  • রোটারি ইন্টারন্যাশনাল
  • ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
  • কলম্বো পরিকল্পনা
  • ওয়ারশ প্যাক্ট
  • জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা (UNIDO)
  • জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)
  • জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP)
  • ইন্টারপোল
  • গ্রিনপিস
  • জোন্টা ইন্টারন্যাশনাল
  • CARE
  • পিসকোর
  • আরবিসি ইন্টারন্যাশনাল
  • SEATO
  • CENTO
  • বিভিন্ন সংস্থার সদর দপ্তর
  • যে সংস্থার সদর দপ্তর নেই
  • বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠা সাল সমূহ
  • বিভিন্ন সংস্থার সর্বশেষ সদস্য দেশ
  • বিভিন্ন সংস্থার বর্তমান সদস্য

ইউরোপীয় ইউনিয়ন - EU

১. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট এর নাম— EU.

২. EU এর পূর্ণরূপ— European Union.

৩.  EU কত সালে প্রতিষ্ঠিত হয়— ১ জানুয়ারি, ১৯৯৫।

৪.  EU এর সদর দপ্তর অবস্থিত—- ব্রাসেলস, বেলজিয়াম।

৫. EU এর বর্তমান সদস্য সংখ্যা– –২৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য –১৫টি)।

৬. EU এর সর্বশেষ সদস্য দেশ— ক্রোয়েশিয়া.

৭. EU এর পূর্বনাম—-European Economic Community.

৮. EU ভূক্ত দেশসমূহের একক মুদ্রার নাম—- ইউরো।

৯. ইউরোপের একক মুদ্রা ” ইউরো” চালু হয়—- ১৯৯২ সালের ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ।

১০. ইউরো মুদ্রার জনক— রবার্ট মুন্ডেল।

১১. ইউরো মুদ্রা চালু হয়—- ১৯৯৯ সালের ১ জানুয়ারি।

১২. বর্তমানে কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে— ১৯টি । (সর্বশেষ লিথুনিয়া )।

১৩. ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অবস্থিত—-ফ্রাঙ্কফুট, জার্মানি।

১৪. EU এর এসোসিয়েট (সহযোগী ) সদস্য দেশ— তুরস্ক।

১৫. ইউরো কাগজে নোট ও কয়েন বাজারে ছাড়ে— ১ জানুয়ারি, ২০০২।

১৬. ইউরোপের বাইরে কোন দেশ ইউরো মুদ্রায় সর্বপ্রথম লেনদেন শুরু হয়—- ভারত।

১৭. বাংলাদেশের সাথে ইউরো মুদ্রার লেনদেন শুরু হয়—- ৪ জানুয়ারি, ১৯৯৯।

১৮. EU ভূক্ত একমাত্র এশীয় দেশ—— সাইপ্রাস।

১৯. ইউরোপীয় পার্লামেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়—- ফ্রান্সের স্টাসবার্গ ।

২০. ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়—— ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ (নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট নামক স্থানে)।

২১. EU এর প্রতিষ্ঠাকালীন যে যেন সদস্যদেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি—– বৃটেন, ডেনমার্ক ও সুইডেন।

২২. ইউরো মূদ্রা চালু করার জন্য যে দেশে গণভোট অনুষ্ঠিত হয়—– ডেনমার্ক।

২৩. ইউরোপীয় ইউনিয়ান শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কবে—২০১২ সালে।

২৪. EU এর অফিসিয়াল ভাষা কয়টি—-২৩টি। 

২৫. EU এর প্রথম সংবিধান অনুমোদিত হয় কবে—–১০জুন, ২০০৪ব্রাসেলসে (সংবিধানের মোট ধারা ৪৬৫ )

 ২৬. ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সংখ্যা কত —৭৮৫ টি।

বিশ্ব বাণিজ্য সংস্থা( WTO)

Prev Post

ওপেক – ОРЕС

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy