ইউরোপীয় ইউনিয়ন - EU
১. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট এর নাম— EU.
২. EU এর পূর্ণরূপ— European Union.
৩. EU কত সালে প্রতিষ্ঠিত হয়— ১ জানুয়ারি, ১৯৯৫।
৪. EU এর সদর দপ্তর অবস্থিত—- ব্রাসেলস, বেলজিয়াম।
৫. EU এর বর্তমান সদস্য সংখ্যা– –২৮টি (প্রতিষ্ঠাকালীন সদস্য –১৫টি)।
৬. EU এর সর্বশেষ সদস্য দেশ— ক্রোয়েশিয়া.
৭. EU এর পূর্বনাম—-European Economic Community.
৮. EU ভূক্ত দেশসমূহের একক মুদ্রার নাম—- ইউরো।
৯. ইউরোপের একক মুদ্রা ” ইউরো” চালু হয়—- ১৯৯২ সালের ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ।
১০. ইউরো মুদ্রার জনক— রবার্ট মুন্ডেল।
১১. ইউরো মুদ্রা চালু হয়—- ১৯৯৯ সালের ১ জানুয়ারি।
১২. বর্তমানে কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে— ১৯টি । (সর্বশেষ লিথুনিয়া )।
১৩. ইউরো কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তর অবস্থিত—-ফ্রাঙ্কফুট, জার্মানি।
১৪. EU এর এসোসিয়েট (সহযোগী ) সদস্য দেশ— তুরস্ক।
১৫. ইউরো কাগজে নোট ও কয়েন বাজারে ছাড়ে— ১ জানুয়ারি, ২০০২।
১৬. ইউরোপের বাইরে কোন দেশ ইউরো মুদ্রায় সর্বপ্রথম লেনদেন শুরু হয়—- ভারত।
১৭. বাংলাদেশের সাথে ইউরো মুদ্রার লেনদেন শুরু হয়—- ৪ জানুয়ারি, ১৯৯৯।
১৮. EU ভূক্ত একমাত্র এশীয় দেশ—— সাইপ্রাস।
১৯. ইউরোপীয় পার্লামেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়—- ফ্রান্সের স্টাসবার্গ ।
২০. ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয়—— ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ (নেদারল্যান্ডের ম্যাসট্রিক্ট নামক স্থানে)।
২১. EU এর প্রতিষ্ঠাকালীন যে যেন সদস্যদেশ ইউরো মুদ্রা গ্রহণ করেনি—– বৃটেন, ডেনমার্ক ও সুইডেন।
২২. ইউরো মূদ্রা চালু করার জন্য যে দেশে গণভোট অনুষ্ঠিত হয়—– ডেনমার্ক।
২৩. ইউরোপীয় ইউনিয়ান শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করে কবে—২০১২ সালে।
২৪. EU এর অফিসিয়াল ভাষা কয়টি—-২৩টি।
২৫. EU এর প্রথম সংবিধান অনুমোদিত হয় কবে—–১০জুন, ২০০৪ব্রাসেলসে (সংবিধানের মোট ধারা ৪৬৫ )
২৬. ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সংখ্যা কত —৭৮৫ টি।