Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

ইউরোপ মহাদেশ - bdjobbooks

admin 0 Comments

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের বৃহত্তম
  • নোবেল পুরস্কার
  • নোবেল বিজয়ী মুসলিমদের তালিকা
  • বিশ্বের ইতিহাসে প্রথম নারী
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
  • বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
  • রাজনৈতিক ও কূটনীতিক পরিভাষা
  • বিশ্বের উচ্চতম
  • বিশ্বের দীর্ঘতম
  • বিশ্বের গভীরতম
  • বিশ্বের ক্ষুদ্রতম
  • বিশ্বের বিখ্যাত যাদুঘর
  • বিশ্বের বিখ্যাত মরুভূমি
  • বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা
  • বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
  • বিশ্বের বিখ্যাত লাইব্রেরি
  • বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ
  • বিভিন্ন দ্বীপের অবস্থান ও মালিকানা
  • বিভিন্ন গেরিলা ও অন্যান্য সংস্থা
  • বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ও অঞ্চল
  • বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
  • বিভিন্ন দেশের বিপ্লব সমূহ
  • বিভিন্ন দেশের বিমান সংস্থা
  • বিশ্বের বিখ্যাত সংবাদপত্র
  • বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
  • বিশ্বের বিভিন্ন স্কয়ার সমূহ
  • বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
  • বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ
  • বিভিন্নদেশের নতুন ও পুরাতননাম
  • বিভিন্ন শব্দের অর্থ
  • বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
  • বিভিন্ন বিষয়ের জনক
  • বিখ্যাত ব্যাক্তিদের উক্তিসমূহ
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
  • বিভিন্ন দেশের আইনসভা নাম
  • বিভিন্ন দেশের রাজনৈতিক দল
  • বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ
  • বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম
  • বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
  • বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দরের তালিকা
  • বিশ্বের বিখ্যাত উপজাতি ও অবস্থান সমূহ
  • বিভিন্ন দেশের ভাষার নাম
  • উৎপাদনে শীর্ষ দেশ
  • রপ্তানিতে শীর্ষ দেশ
  • বিভিন্ন দেশের রাজধানী নাম
  • বিভিন্ন দেশের মুদ্রা
  • পৃথিবীর পরিচিতি
  • এশিয়া মহাদেশ
  • ইউরোপ মহাদেশ
  • আফ্রিকা মহাদেশ
  • উত্তর আমেরিকা মহাদেশ
  • দক্ষিণ আমেরিকা মহাদেশ
  • ওশেনিয়া মহাদেশ
  • এন্টার্কটিকা মহাদেশ
  • আমদানি ও রপ্তানি
  • প্রথম বিশ্বযুদ্ধ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • এক কক্ষ বিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
  • বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
  • আন্তর্জাতিক দিবস সমূহ
  • ইতিহাসের বিখ্যাত কিছু যুদ্ধ
  • বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
  • বিভিন্ন দেশের সচিবালয়
  • বিভিন্ন দেশের স্বাধীনতা ও উপনিবেশ
  • বিভিন্ন বর্ষপূর্তির নাম সমূহ
  • বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • এশিয়া মহাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল সমূহ
  • উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ
  • ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নাম
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন
  • বিভিন্ন দেশের জাতীয় খেলা
  • বিভিন্ন দেশের স্থানীয় নাম
  • এশিয়া মহাদেশের দেশসমূহ

ইউরোপ মহাদেশ

১. ইউরোপের আয়তন কত → ২,২৮,২৫,৯০৫ বর্গ কি.মি।

২. ইউরোপ কোন গোলার্ধে অবস্থিত → উত্তর গোলার্ধে ।

৩. জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ মহাদেশ কততম → দ্বিতীয়।

৪. ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ → ১৫.৭% ।

৫. আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম → তৃতীয় ।

৬. ইউরোপের মোট উপকূল রেখা কত → ৪১,২০৪ কি.মি. ।

৭. আয়তনে ইউরোপ এশিয়ার কতভাগের সমান → পাঁচ ভাগের একভাগ।

৮. ইউরোপের পূর্ব দিকে কোন সাগরের অবস্থান → ক্যাম্পিয়ান সাগর ।

৯. ইউরোপের দীর্ঘতম নদী কোনটি → ভলগা ।

১০. ইউরোপের বিখ্যাত আগ্নেয়গিরি কি কি → ভিসুভিয়াস(ইটালি), ইটনা(সিসিলি) ।

১১. আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম → রাশিয়া।

১২. জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ → রাশিয়া; ১৪ কোটি ৯ লাখ।

১৩. আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ → ভ্যাটিকান সিটি।

১৪. জনসংখ্যায় ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ → ভ্যাটিকান সিটি (৯২০ জন; মে ২০১০)।

১৫. ইউরোপের যে স্বাধীন দেশটি জাতিসংঘের সদস্য নয় → ভ্যাটিকান সিটি।

১৬. ইউরোপের প্রধান প্রধান নদীর গুলোর নাম → দানিউব, ভলগা, টেমস, ডন, নিপার, নিস্টার, পেচোরা, ওয়েজার রাইন, ডুরো, টেগান, গোয়াডিন, ও রোন।

১৭. দানিউব নদীর উৎপত্তিস্থল কোথায় → ব্ল্যাক ফরেস্ট থেকে।

১৮. ভলগা নদী কোথায় পতিত হয়েছে → ক্যাম্পিয়ান সাগর ।

১৯. কোন নদীর তীরে লন্ডন শহর অবস্থিত → টেমস ।

২০.পৃথিবীর সর্ববৃহৎ মৎস্যচারণ ক্ষেত্র → ডগার্স ব্যাংক।

২১. ইউরোপের প্রধান প্রাকৃতিক গ্যাস উৎপন্ন দেশ → রাশিয়া।  

২২. ইউরোপের জলবায়ুর প্রকৃতি কেমন → আর্দ্র ।

২৩. ইউরোপের বৃহত্তম সড়ঙ্গ পথ → ইউরো টানেল।

২৪. ইউরো তথা পৃথিবীর বৃহত্তম সমভূমি কোনটি? → মধ্য ইউরোপের সমভুমি ।

২৫. ইউরোপের উচ্চতা পর্বতশ্রেনী নাম → আল্পাস ।

২৬. ইউরোপের দীর্ঘতম পর্বতমালা নাম → আল্পস পর্বতমালা ।

২৭. যে দেশটি এশিয়া ও ইউরোপ মহাদেশে বিস্তৃত → তুরস্ক।

২৮. ইউরোপের যে নদীকে আন্তর্জাতিক নদী বলা হয় → দানিয়ুব নদী।

২৯. ইউরোপের সর্বশেষ স্বাধীন দেশ → কসোভ।

৩০. ইউরোপের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ → মোনাকো।

৩১. ইউরোপের কোন দেশটির আকৃতি অনেকটা জুতার মতো → ইতালি।

৩২. ইউরোপের কোন দেশটিকে ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় → ইতালি।

৩৩. ইউরোপের উচ্চতম পর্বত শৃঙ্গের নাম → মাউন্ট ব্ল্যাঙ্ক (৪৮০৭ মিটার) ।

৩৪. ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু → মাউন্ট এলব্রাস।

৩৫. ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু → কাম্পিয়ান সাগর।

৩৬. কোন শহরকে ইউরোপের দ্বার বলা হয় → ভিয়েনা ।

৩৭. কোন দেশটিকে ইউরোপের ককপিট/ রণক্ষেত্র/যুদ্ধক্ষেত্র বলা হয় → বেলজিয়াম।

৩৮. ইউরোপের প্রধান বস্ত্র শিল্প অঞ্চল → ভিয়েনা ।

৩৯. বসনিয়া হার্জেগোভিনা কোন অঞ্চলের অর্ন্তগত → বলকান ৷

৪০. ইউরোপের মহাদেশের বৃহত্তম উপসাগরের নাম → স্ক্যান্ডিনেভিয়া ।

৪১. ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগরের নাম → ভূমধ্যসাগর।

৪২. ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ → স্ক্যান্ডিনেভিয়া।

৪৩. ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ → গ্রিনল্যান্ড।

৪৪.  ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ → লাডোগা হ্রদ।

৪৫. ইউরোপ মহাদেশের স্বাধীন দেশ → ৪৮টি।

আফ্রিকা মহাদেশ

Prev Post

উত্তর আমেরিকা মহাদেশ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy