ইকো - ECO
১. মুসলিম দেশগুলোর প্রথম অর্থনৈতিক ফোরামের নাম ?→→ ECO.
২. ECO এর পূর্ণরূপ কী ?→→ Economic Co-operation Organization.
৩. ECO কত সালে প্রতিষ্ঠিত হয় ? →→১৯৮৫ সালে।
৪. ECO এর সদর দপ্তর কোথায় ?→→তেহরান, ইরান।
৫. ECO বর্তমান সদস্য সংখ্যা কত ? →→ ১০টি ।
৬. ECO এর বর্তমান মহাসচিব কে ? →→মোহাম্মদ ইয়াহিয়া মারুফী।
৭. ECO এর সদস্য দেশ গুলো কি কি ? →→ইরান, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান ও কাজাখস্তান, কলম্বে পরিকল্পনা।
৮. ECO এর লক্ষ্য ও উদ্দেশ্য কি ? →→সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে পরস্পরিক সহযোগিতার মাধ্যমে নিজেদের উন্নয়ন ঘটানো।