ইসলামিক উন্নয়ন ব্যাংক (IDB)
১. IDB এর পূর্ণরূপ কী ?→→ Islamic Development Bank.
২.IDB এর সদর দপ্তর কোথায় ?→→জেদ্দা, ( সৌদি আরব )।
৩. ইসলামি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?→→ ২০অক্টোবর, ১৯৭৫ সাল (কার্যক্রম শুরু হয় -১৯৭৬ সালে )
৪. বাংলাদেশ IDB এর কার্যক্রম কবে শুরু হয় ?→→১৯৮৩ সালে।
৫. IDB এর বর্তমান সদস্য সংখ্যা ?→→৫৭ টি।
৬.IDB এর সর্ব শেষ সদস্য রাষ্ট্রে ?→→নাইজেরিয়া।
৭. IDB এর প্রতিষ্ঠাকালীন সদস্য ?→→২২টি।
৮. আইডিবি ব্যাংক প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় ?→→১৯৭৩ সালে।
৯.IDB এর বর্তমান মহাসচিব ?→→আহমদ মোহাম্মদ আলী আল–মাদানী(সৌদি আরব)
১০.IDBএর সদস্য হওয়ার যোগ্যতা ?→→OIC এর সদস্য হতে হবে।
১১. OIC এর সদস্য কিন্তু IDB এর সদস্য নয় ?→→আইভরিকোস্ট ।
১২. ইসলামি উন্নয়ন ব্যাংক IDB কে দেয়া বাংলাদেশের চাঁদার হার ?→→১০.০ মিলিয়ন ইসলামিক দিনার।
১৩.ইসলামি উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে ?→→বিনা সুদে।