ইসলামী সহযোগিতা সংস্থা - OIC
১. OIC এর পূর্ণরূপ কী ?→→ Organization of Islamic Co-operation.
২. OIC পূর্বপূর্ণরূপ কী ?→→ Organization of Islamic Countries.
৩. OIC কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→ ২১ আগস্ট ,১৯৬৯ সালে।
৪. OIC এর সদর দপ্তর অবস্থিত ?→→ সৌদি আরবের জেদ্দায়।
৫. OIC এর বর্তমান সদস্য সংখ্যা ?→→ ৫৭টি (প্রতিষ্ঠাকালীন সদস্য -২৪টি)।
৬. OIC এর সর্বশেষ সদস্য দেশ ?→→ আইভরি কোস্ট।
৭. OIC এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→ রাবাত, মরক্কো (১৯৬৯ সালে )
৮. OIC এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→ ২০১৬ সালে। তুরস্কের ইস্তাম্বুলে।
৯. ইসলামী সহযোগিতা সংস্থা (OIC) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে ?→→ ৩ টি।( আরবি, ইংরেজি, ও ফ্রেঞ্চ )।
১০. অমুসলীম রাষ্ট্র হয়ে (OIC) এর সদস্য ?→→ রুয়ান্ডা,মোজাম্বিক, উগান্ডা,ক্যামেরুন।
১১. OIC এর মহাসচিবের মেয়াদ কত ?→→ ৫বছর।
১২. OIC এর প্রথম মহাসচিব কে ?→→ টেংকু আবদুল রহমান।
১৩. OIC এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→ তিন বছর পর পর।
১৪. বাংলাদেশ (OIC) এর সদস্যপদ লাভ করে ?→→ ১৯৭৪ সালে।
১৫. বাংলাদেশ (OIC) এর কত তম সদস্য ?→→ ৩২ তম।
১৬. বর্তমান OIC এর মহাসচিব কে ?→→ হুসেইন ইব্রাহীম তাহা।