Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - bdjobbooks

admin 0 Comments

বাংলা সাহিত্যিক

  • কাজী নজরুল ইসলাম
  • মাইকেল মধুসূদন দত্ত
  • দীনবন্ধু মিত্র
  • শামসুর রহমান
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কায়কোবাদ
  • জহির রায়হান
  • আল মাহমুদ
  • বেগম রোকেয়া
  • জসীমউদ্দীন
  • ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • নবীনচন্দ্র সেনের
  • মনীর চৌধুরী
  • শহীদুল্লা কায়সার
  • শরৎচন্দ্র চট্টো পাধ্যায়
  • শওকত ওসমান
  • মীর মশাররফ হোসেন
  • ফররুক আহমেদ

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

১. বিদ্যাসাগর কোন সালে জন্মগ্রহন করেন ?

উত্তর:-১৮২০ সালে।

২. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কি ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

৪. বাংলা গদ্যের জনক হিসেবে খ্যাত কে ?

 উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৬. ঈশ্বরচন্দ্রের কয়েকটি মৌলিক রচনার নাম কি কি ?

উত্তর:-অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা, রত্ন পরীক্ষা।

৭. ঈশ্বরচন্দ্রের কয়েকটি বিখ্যাত গদ্যগ্রন্থের নাম কি কি ?

উত্তর:-বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস ও ভ্রান্তিবিলাস।

৮. বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি ?

উত্তর:-বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)।

৯.বিদ্যাসাগর রচিত ব্যাকরণগ্রন্থের নাম কি ?

উত্তর:-ব্যাকরণ কৌমুদী।

১০.বিদ্যাসাগর কোন আন্দোলনের নেতৃত্ব দেন ?

উত্তর:-বিধবা বিবাহ আন্দোলন।

১১.  বিদ্যাসাগর কোন সালে মৃত্যুবরণ করেন ?

উত্তর:-১৮৯১ সালে।

১২. বিদ্যাসাগরের প্রথম অমুদ্রিত গ্রন্থের নাম কি ?

উত্তর:-বাসুদেব চরিত।

১৩.বিদ্যাসাগরের দুই জীবনিকার কে কে?

উত্তর:-বিহারীলাল সরকার ও চন্ডীচরন বন্দ্যোপাধ্যায়।

১৫. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

১৬. ঈশ্বরচন্দ্র কোন গ্রন্থে প্রথম যতি চিহ্নের সফল ব্যবহার করেন?

উত্তর:-বেতালপঞ্চবিংশতি।

১৭.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী কোনটি ?

উত্তর:-আত্মচরিত।

১৮.বাংলা গদ্যের জনক কে ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগার।

১৯.নিম্নোক্ত কোন রচনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ?

উত্তর:-প্রভাবতী সম্ভাষণ।

২০.কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা ?

উত্তর:-বেতাল পঞ্চবিংশতি ।                                   

২১.বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বই কোনটি ?

 উত্তর:-বেতাল পঞ্চবিংশতি।

২২.বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি ?

উত্তর:-বিদ্যাসাগরচরিত ।                                       

২৩.বিধবাবিবাহ রহিতকরণে কে কলম যুদ্ধ করেন ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২৪.বাংলা গদ্য সাহিত্যের প্রথম শোকগাঁথা কোনটি ?

উত্তর:-প্রভাবতী সম্ভাষণ।

২৫.‘শকুন্তলা’ কার লেখা গ্রন্থ ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।                             

২৯.‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৩০.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন ধরনের রচনা ?

উত্তর:-অনুবাদগ্রন্থ।

৩১.শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৩৪.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি ?

উত্তর:-বন্দ্যোপাধ্যায়।                                             

৩৬.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রন্থটি বাংলায় অনুবাদ করেন ?

উত্তর:-ভ্রান্তিবলাস।

৩৭.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা ?

উত্তর:-প্রভাবতী সম্ভাষণ।

৩৮.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তবিলাস’ কোন নাটকের গন্য অনুবাদ ?

উত্তর:-কমেডি অব এররস।

৩৯.কোনটি বিদ্যাসাগরের রচনা ?

উত্তর:-শকুন্তলা ।                                                   

৪০.শকুন্তলা কে অনুবাদ করেন ?

উত্তর:-বিদ্যাসাগর।

৪১.‘বিধবা বিবাহ আইন’ কত সালে পাশ হয় ?

উত্তর:-১৮৫৬ সালে।

৪২.হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৪৩.বাংলা ভাষায় সর্বপ্রথম যতিচিহ্নের প্রচলন করেন কে ?

উত্তর:-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

শামসুর রহমান

Prev Post

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy