Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

উত্তর আমেরিকা মহাদেশ - bdjobbooks

admin 0 Comments

আন্তর্জাতিক বিষয়াবলী

  • বিশ্বের বৃহত্তম
  • নোবেল পুরস্কার
  • নোবেল বিজয়ী মুসলিমদের তালিকা
  • বিশ্বের ইতিহাসে প্রথম নারী
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • আন্তর্জাতিক নদ নদী বিষয়ক
  • বিশ্বের বিখ্যাত হ্রদ সমূহ
  • রাজনৈতিক ও কূটনীতিক পরিভাষা
  • বিশ্বের উচ্চতম
  • বিশ্বের দীর্ঘতম
  • বিশ্বের গভীরতম
  • বিশ্বের ক্ষুদ্রতম
  • বিশ্বের বিখ্যাত যাদুঘর
  • বিশ্বের বিখ্যাত মরুভূমি
  • বিশ্বের বিখ্যাত চিড়িয়াখানা
  • বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা
  • বিশ্বের বিখ্যাত লাইব্রেরি
  • বিশ্বের বিখ্যাত প্রণালী সমূহ
  • বিভিন্ন দ্বীপের অবস্থান ও মালিকানা
  • বিভিন্ন গেরিলা ও অন্যান্য সংস্থা
  • বিশ্বের বিরোধপূর্ণ দ্বীপ ও অঞ্চল
  • বিভিন্ন দেশের জাতীয় প্রতীক
  • বিভিন্ন দেশের বিপ্লব সমূহ
  • বিভিন্ন দেশের বিমান সংস্থা
  • বিশ্বের বিখ্যাত সংবাদপত্র
  • বিভিন্ন দেশের সংবাদ সংস্থা
  • বিশ্বের বিভিন্ন স্কয়ার সমূহ
  • বিশ্বের বিভিন্ন লাইন ও সীমারেখা
  • বিশ্বের আন্তর্জাতিক বিমানবন্দরসমূহ
  • বিভিন্নদেশের নতুন ও পুরাতননাম
  • বিভিন্ন শব্দের অর্থ
  • বিভিন্ন তত্ত্বের প্রবক্তা
  • বিভিন্ন বিষয়ের জনক
  • বিখ্যাত ব্যাক্তিদের উক্তিসমূহ
  • বিভিন্ন পরিমাপক যন্ত্র
  • বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম
  • বিভিন্ন দেশের আইনসভা নাম
  • বিভিন্ন দেশের রাজনৈতিক দল
  • বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বিদ্যাসমূহ
  • বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম
  • বিশ্বের সমুদ্র বন্দরবিহীন দেশসমূহ
  • বিশ্বের বিখ্যাত সমুদ্রবন্দরের তালিকা
  • বিশ্বের বিখ্যাত উপজাতি ও অবস্থান সমূহ
  • বিভিন্ন দেশের ভাষার নাম
  • উৎপাদনে শীর্ষ দেশ
  • রপ্তানিতে শীর্ষ দেশ
  • বিভিন্ন দেশের রাজধানী নাম
  • বিভিন্ন দেশের মুদ্রা
  • পৃথিবীর পরিচিতি
  • এশিয়া মহাদেশ
  • ইউরোপ মহাদেশ
  • আফ্রিকা মহাদেশ
  • উত্তর আমেরিকা মহাদেশ
  • দক্ষিণ আমেরিকা মহাদেশ
  • ওশেনিয়া মহাদেশ
  • এন্টার্কটিকা মহাদেশ
  • আমদানি ও রপ্তানি
  • প্রথম বিশ্বযুদ্ধ
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • এক কক্ষ বিশিষ্ট আইনসভা
  • দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা
  • বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম
  • আন্তর্জাতিক দিবস সমূহ
  • ইতিহাসের বিখ্যাত কিছু যুদ্ধ
  • বিভিন্ন দেশের বিখ্যাত বাসভবন
  • বিভিন্ন দেশের সচিবালয়
  • বিভিন্ন দেশের স্বাধীনতা ও উপনিবেশ
  • বিভিন্ন বর্ষপূর্তির নাম সমূহ
  • বিশ্বের বিখ্যাত জলপ্রপাত সমূহ
  • বিভিন্ন স্থানের নতুন ও পুরাতন নাম
  • এশিয়া মহাদেশের দর্শনীয় স্থান সমূহ
  • বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি
  • বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল সমূহ
  • উপমহাদেশে ইউরোপীয়দের আগমন
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন খেলার সাথে জড়িত শব্দ
  • ক্রিকেট খেলা সম্পর্কে সাধারণ জ্ঞান
  • বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থের নাম
  • জাতিসংঘ জলবায়ু সম্মেলন
  • বিভিন্ন দেশের জাতীয় খেলা
  • বিভিন্ন দেশের স্থানীয় নাম
  • এশিয়া মহাদেশের দেশসমূহ

উত্তর আমেরিকা মহাদেশ

১. উত্তর আমেরিকা আবিষ্কার করেন → ক্রিস্টোফার কলম্বাস।

২. কলম্বাস কবে আমেরিকা আবিস্কার করেন → ১৪৯২।

৩. ক্রিস্টোফার কলম্বাস ছিলেন → ইতালীয় নাগরিক।

৪.  উত্তর আমেরিকা কোন গোলার্ধে অবস্থিত → পশ্চিম গোলার্ধে।

৫. পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ → উত্তর আমেরিকা মহাদেশ।

৬. উত্তর আমেরিকা মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা → ২৩ টি।

৭. উত্তর আমেরিকা মহাদেশের আয়তন → ২ কোটি ৪৪ লাখ ৭৪ হাজার বর্গ কিমি।

৮. উত্তর আমেরিকা মহাদেশের জনসংখ্যা → ৫৪ কোটি ১৭ লাখ।

৯. উত্তর আমেরিকা মহাদেশ পৃথিবীর মোট আয়তনের → ১৬.৫ শতাংশ।

১০. উত্তর আমেরিকা মহাদেশের প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব → ১৫ জন।

১১. উত্তর আমেরিকা তথা পৃথিবীর বৃহত্তম দ্বীপ → গ্রীনল্যান্ড।

১২. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম উপদ্বীপ → ল্যাব্রাডার।

১৩. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম হ্রদ → সুপিরিয়র।

১৪. উত্তর আমেরিকা মহাদেশের দীর্ঘতম নদীর নাম → মিসিসিপি।

১৫. মধ্য আমেরিকা হতে মিসিসিপি অববাহিত পর্যন্ত সমভূমিকে বলে → পৃথিবীর রুটির ঝুড়ি।

১৬. উত্তর আমেরিকার যে দেশে এক দলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান → কিউবা।

১৭. গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত → উত্তর আমেরিকা মহাদেশে। (ডেনমার্কের অধীন)।

১৮. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ → কানাডা।

১৯. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের ক্ষুদ্রহম দেশ → সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

২০. জনসংখ্যায় উত্তর আমেরিকার বৃহত্তম দেশ → যুক্তরাষ্ট্র।

২১. জনসংখ্যায় উত্তর আমেরিকার ক্ষুদ্রতম দেশ → সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

২২. উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ আগ্নেয়গিরি → মেক্সিকোর পোপোক্যাটপেল।

২৩. উত্তর আমেরিকা মহাদেশের যে দেশকে হ্রদ ও আগ্নেয়গিরির দেশ বলা হয় → নিকারাগুয়াকে।

২৪. উত্তর আমেরিকা মহাদেশের যে দেশকে Mosquito coast বা মশার উপকূল বলা হয় →নিকারাগুয়াকে।

২৫. আয়তনে উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম জলপ্রপাত → নায়াগ্রা জলপ্রপাত।

২৬. উত্তর আমেরিকা মহাদেশের বৃহত্তম পার্ক → কানাডার উড বাফেলো।

২৭. উত্তর আমেরিকা মহাদেশের উষ্ণতম স্থান → ডেথ ভ্যালি(ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র)

২৮. উত্তর আমেরিকা মহাদেশের গভীরতম গিরিখাত → গ্র্যান্ড ক্যালিয়ন।

২৯. উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকাকে বিছিন্নকারী খাল → পানামা খাল।

৩০. উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে সংকীর্ণ স্থান → পানামার ইসথেমাস(প্রস্থ ৪৮ কিমি)।

৩১. উত্তর আমেরিকার অধিকাংশ অধিবাসি কাদের বংশধর → ইউরোপিয়দের ।

৩২. উত্তর আমেরিকার অন্যতম আদিম অধিবাসী → রেড ইন্ডিয়ান ও এস্কিমো।

৩৩. উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ → ম্যাককিনলি(ডেনালি) (যুক্তরাষ্ট্র,উচ্চতা–৬১৯৪ মি.) ।

৩৪. উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু → ডেথ ভ্যালি (যুক্তরাষ্ট্র)।

৩৫ ‘ ওয়েস্ট ইন্ডিজ‘ হচ্ছে → একটি দ্বীপ সমষ্টির নাম।

৩৬ ‘ ওয়েস্ট ইন্ডিজ‘ নামকরণ করেন → ক্রিস্টোফার কলম্বাস।

ইউরোপ মহাদেশ

Prev Post

এন্টার্কটিকা মহাদেশ

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy