উপসাগরীয় সহযোগিতা সংস্থা - GCC
১. উপসাগরীয় দেশগুলো নিয়ে যে আন্তর্জাতিক সংস্থা গড়ে ওঠে তার নাম কী ? →→ GCC.
২. GCC এর পূর্ণরূপ কী ? →→ Gulf Co-operation Council.
৩. GCC কত সালে প্রতিষ্ঠিত হয় ? →→১৯৮১ সালে ৪ ফেব্রুয়ারি।
৪. GCC এর সদর দপ্তর কোথায় ? →→রিয়াদ (সৌদি আরব)।
৫. GCC এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→৬টি।
৬. GCC এর বর্তমান মহাসচিব কে ? →→ মোবারক আল হাজরাফ।