ওপেক - ОРЕС
১. OPEC গঠনের উদ্যোক্তা দেশ ?→→ ভেনিজুয়েলা।
২. OPEC এর পূর্ণরূপ কী ?→→ Organization of the Petroleum Exporting Countries.
৩. OPEC কত সালে প্রতিষ্ঠিত হয় ?→→১৪ ডিসেম্বর, ১৯৬০।
৪. OPEC এর বর্তমান সদস্য সংখ্যা কত ? →→ ১৪টি।( প্রতিষ্ঠাকালীন সদস্য-৫টি )।
৫. OPEC এর সদর দপ্তর কোথায় ?→→ভিয়েনা (অস্ট্রিয়া)।
৬. OPEC এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর কোথায় ছিল ?→→জেনেভা।
৭. OPEC এর বর্তমান মহাসচিব কে ? →→মোহাম্মদ সানুসি বারকিন্দো ( নাইজেরিয়া )।
৮. OPEC ভুক্ত অ-আরব এশীয় মুসলিম দেশ ? →→ ইন্দোনেশিয়া ও ইরান।
৯. OPEC ভুক্ত দেশ গুলো পশ্চিমা বিশ্বের উপর তেল অবরোধ করে ? →→১৯৯৭৩ সালে।
১০. OPEC এর সদস্য রাষ্ট্রগুলো কি কি ? →→ ইরান, ইরাক, কুয়েত, আলজেরিয়া, লিবিয়া, কাতার
নাইজেরিয়া, ভেনিজুয়েলা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, এ্যাঙ্গোলা ও ইকুয়েডর।
১১. OPECথেকে ইকুয়েডর বেরিয়ে যায়→→১৯৯২ সালে। ইকুয়েডর পুনরায় যোগদান করে→→২০০৭সালে।
১২. OPECথেকে ইন্দোনেশিয়া বেরিয়ে যায়→→২০০৮ সালে। ইন্দোনেশিয়া পুনরায় যোগদান করে→→২০১৬সালে। ইন্দোনেশিয়া OPEC থেকে আবার বেরিয়ে যায়→→২০১৭ সালে।