কমনওয়েলথ
১.কমনওয়েলথ এর প্রারম্ভিক ধারণা গৃহীত হয় ?→→১৯২৬ সালে।
২.যে সম্মেলনে কমনওয়েলথ প্রতিষ্ঠার ধারণা গৃহীত হয় ?→→ ইস্পেরিয়াল সম্মেলন।
৩.কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ?→→৫৩টি।
৪.কমনওয়েলথের সর্ব শেষ সদস্য ?→→রোয়ান্ডা।
৫.কমনওয়েলথ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ?→→১৯৪৯ সালে ( যাত্রা শুরু হয়—১৯২৬ সালে)।
৬.কমনওয়েলথ এর বর্তমান প্রধান ( প্রতীকী প্রধান ) ?→→-রাণী দ্বিতীয় এলিজাবেথ।
৭.কমনওয়েলথ এর সচিবালয় অবস্থিত ?→→মলাবরো হউজ, লন্ডনের ।
৮.পাকিস্থান কমনওয়েলথ ত্যাগ করে ?→→১৯৭২ সালে( বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ার প্রতিবাদে )।
৯. কমনওয়েলথ এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ?→→যুগোশ্লাভিয়ার বেলেগ্রেড (১৯৬১ সালে)।
১০.ব্রিটিশ শাসনাধীন বহির্ভূত যে দেশ কমনওয়েলথ এর বর্তমান সদস্য ?→→মোজাম্বিক ও রুয়ান্ডা
১১.ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথ এর সদস্য নয় এমন দেশ ?→→ মায়ানমার, আমেরিকা,আয়রল্যান্ড, জিম্বাবুয়ে, জর্ডান, বহরাইন।
১২.কমনওয়েলথ এর বৃহত্তম দেশ ?→→কানাডা।
১৩.কমনওয়েলথ এর ক্ষুদ্রতম দেশ ?→→নাউরু।
১৪.কমনওয়েলথ এর বর্তমান সদস্যপদ স্থগিত রয়েছে ?→→ফিজির।
১৫.কমনওয়েলথ এর বর্তমান মহাসচিব কে ?→→ প্যাটিসিয়া স্কটল্যান্ড।
১৬.কমনওয়েলথ এর প্রথম নারী মহাসচিব কে ?→→ প্যাটিসিয়া।
১৭.কমনওয়েলথভুক্ত দেশসমূহের ডিপ্লোমেটিক কর্মকর্তা কে ?→→হাইকমিশনার বলা হয়।
১৮.কমনওয়েলথ দিবস কবে ?→→ মার্চ মাসের দ্বিতীয় সোমবার।
১৯.কমনওয়েলথ এর সদর দপ্তর ?→→মার্লবোরো হাউজ, লন্ডন।
২০.কমনওয়েলথ এর সিদ্ধান্ত গৃহীত হয় ?→→সর্বসম্মতিক্রমে।
২১.কমনওয়েলথ এর সদস্যপদ ত্যাগকারী দেশ ?→→ আয়ারল্যান্ড (১৮ এপ্রিল ১৯৪৯ ), জিম্বাবুয়ে (৭ডিসেম্বর ২০০৩),মালদ্বীপ (১৩ অক্টোবর ২০১৬)।
২২.বাংলাদেশ সর্বপ্রথম যে আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে ?→→ কমনওয়েলথ।
২৩. বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্য লাভ করে ?→→১৯৯৭২ সালে।
২৪. বাংলাদেশ কমনওয়েলথ এর কত তম সদস্য ?→→৩২ তম।