Logo
  • হোম
  • বাংলাদেশ বিষয়াবলি
  • আন্তর্জাতিক বিষয়াবলি
  • বিভিন্ন সংস্থা
  • বাংলা সাহিত্যিক

কোন মৌল কোন কাজে ব্যবহার হয় - bdjobbooks

admin 0 Comments

সাধারণ বিজ্ঞান

  • মানব দেহ সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • রক্ত সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন
  • পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য
  • বিভিন্ন সংকর ধাতুর উপাদান
  • বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ
  • প্রাণী দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • উদ্ভিদ দেহে রোগ সৃষ্টিকারী ভাইরাস
  • কোন ফলে কোন এসিড থাকে
  • কোন খাবারে কোন ভিটামিন থাকে
  • কোন খাবারে কোন এসিড থাকে
  • বিভিন্ন রোগ শরীরের যে অংশে হয়
  • বিভিন্ন ভিটামিনের অভাব জনিত রোগ
  • চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার
  • ব্যাকটেরিয়া জনিত রোগ
  • বিভিন্ন জিনিসের pH এর মান
  • বিভিন্ন রোগ বহনকারী ভাইরাস
  • বিভিন্ন অ্যাসিডের নাম ও সংকেত
  • বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা
  • কোন মৌল কোন কাজে ব্যবহার হয়
  • বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
  • বিভিন্ন জীবের ক্রোমোজোম সংখ্যা
  • প্রাণী ও উদ্ভিদের বৈজ্ঞানিক নাম
  • প্রাণী জগতের পর্ব

কোন মৌল কোন কাজে ব্যবহার হয়

ক্রমনামব্যবহার
১অক্সিজেন (O) নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি।
২নাইট্রোজেন (N)সার তৈরিতে ব্যবহার হয় ।
৩হাইড্রোজেন (H)রকেটে জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
৪হিলিয়াম (He)গ্যাস বেলুনে ব্যবহার হয়।
৫লিথিয়াম (Li)ব্যাটারি তৈরিতে ব্যবহার হয়।
৬কার্বন (C)হীরা তৈরিতে ব্যবহার হয়।
৭আমেরিসিয়াম (Am)ধোঁয়া নির্ণয় যন্ত্রে ব্যবহার হয়।
৮বেরিলিয়াম (Be)মহাকাশযান তৈরিতে ব্যবহার হয়।
৯বোরন (B)খেলার সামগ্রী তৈরিতে ব্যবহার হয় ।
১০ফ্লোরিন (F)পেস্ট তৈরিতে ব্যবহার হয়।
১১নিয়ন (Ne)বিজ্ঞাপনী লাইটে ব্যবহার হয়।
১২সোডিয়াম (Na)লবণে পাওয়া যায়।
১৩ম্যাগনেশিয়াম (Mg)মশাল তৈরিতে ব্যবহার হয় ।
১৪অ্যালুমিনিয়াম (A1)বিমান তৈরিতে ব্যবহার হয়।
১৫সিলিকন (Si)কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার হয়।
১৬ফসফরাস (P)ম্যাচ তৈরিতে ব্যবহার হয়।
১৭সালফার (S)কামানের গোলা তৈরিতে ব্যবহার হয়।
১৮ক্লোরিন (C)সুইমিং পুলে ব্যবহার হয়।
১৯আর্গন (Ar)গ্যাস ঝালাই'র কাজে ব্যবহার হয়।
২০পটাশিয়াম (K)সার তৈরিতে ব্যবহার হয়।
২১ক্যালসিয়াম (Ca)ওষুধ তৈরিতে ব্যবহার হয়।
২২স্ক্যানডিয়াম (Sc)সাইকেল তৈরিতে ব্যবহার হয়।
২৩টাইটেনিয়াম (Ti)যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার হয়।
২৪ভ্যানাডিয়াম (V)স্প্রিং তৈরিতে ব্যবহার হয়।
২৫ক্রোমিয়াম (Cr)গাড়ি তৈরিতে ব্যবহার হয়।
২৬ম্যাঙ্গানিজ (Mn)শক্তিশালী যন্ত্র তৈরিতে ব্যবহার হয়।
২৭আয়রন (Fe)ব্রিজ তৈরিতে ব্যবহার হয়।
২৮কোবাল্ট (CO)চুম্বক তৈরিতে ব্যবহার হয়।
২৯নিকেল (Ni)কয়েন তৈরিতে ব্যবহার হয়।
৩০কপার (Cu)বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার হয়।
৩১জিংক (Zn)পিতলের তৈরি জিনিসে ব্যবহার হয়।
৩২গ্যালিয়াম (Ga)কম্পিউটার তৈরিতে ব্যবহার হয়।
৩৩জার্মিনিয়াম (Ge)ক্যামেরার লেন্স তৈরিতে ব্যবহার হয়।
৩৪আর্সেনিক (AS)LED লাইট তৈরিতে ব্যবহার হয় ।
৩৫সেলেনিয়াম (Se)ফটোকপি মেশিনে ব্যবহার হয়।
৩৬ব্রোমিন (Br)ফ্লিম তৈরিতে ব্যবহার হয় ।
৩৭ক্রিপ্টন (Kr)ফ্লাস লাইট তৈরিতে ব্যবহার হয়।
৩৮রুবিডিয়াম (Rb)সৌর বিদ্যুৎ যন্ত্রে ব্যবহার হয়।
৩৯স্ট্রনটিয়াম (sr)আতসবাজি তৈরিতে ব্যবহার হয় ।
৪০ইত্রিয়াম ( Y )লেজার কাটিং যন্ত্রে ব্যবহার হয়।
৪১জিরকোনিয়াম (Zr)অপারেশনের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়।
৪২নায়োবিয়াম (Nb)দ্রুত গতি সম্পন্ন ম্যাগ লেভ ট্রেন তৈরিতে ব্যবহার হয়।
৪৩মলিবডেনাম (Mo)কাটিং টুলস তৈরিতে ব্যবহার হয়।
৪৪টেকনিশিয়াম (TC)সিটি স্ক্যান যন্ত্র তৈরিতে ব্যবহার হয়।
৪৫রুথিনিয়াম (Ru)বৈদ্যুতিক সুইচ তৈরিতে ব্যবহার হয়।
৪৬রোডিয়াম (Rh)সার্চ লাইট তৈরিতে ব্যবহার হয়।
৪৭প্যালাডিয়াম (Pd)ধোঁয়া দূষণ রোধে ব্যবহার হয়।
৪৮সিলভার (Ag)অলঙ্কার তৈরিতে ব্যবহার হয়।
৪৯ক্যাডমিয়াম (Cd)রঙ তৈরিতে ব্যবহার হয় ।
৫০ইন্ডিয়াম (In)LCD মনিটর তৈরিতে ব্যবহার হয়।
৫১টিন (Sn)কৌটা তৈরিতে ব্যবহার হয়।
৫২অ্যান্টিমনি (sb)চোখের কাজল তৈরিতে ব্যবহার হয়।
৫৩টেলুরিয়াম (Te)টায়ার তৈরিতে ব্যবহার হয়।
৫৪আয়োডিন (I)লবণে ব্যবহার করা হয়।
৫৫জেনন (Xe)লাইট হাউজে ব্যবহার হয় ।
৫৬সিজিয়াম (Cs)পারমাণবিক ঘড়ি তৈরিতে ব্যবহার হয়।
৫৭বেরিয়াম (Ba)এক্স রে তৈরিতে ব্যবহার হয়।
৫৮ল্যন্হানাম (La)টেলিস্কোপ তৈরিতে ব্যবহার হয়।
৫৯সিরিয়াম (Ce)লাইটার তৈরিতে ব্যবহার হয়।
৬০প্রেজিওডিমিয়াম (Pr)তেজস্ক্রিয়তা রোধক চশমা তৈরিতে ব্যবহার হয়।
৬১নিওডিমিয়াম (Nd)ইলেকট্রিক গাড়ি তৈরিতে ব্যবহার হয় ।
৬২প্রোমিথিয়াম (Pm)ডায়াল তৈরিতে ব্যবহার হয় ।
৬৩সামারিয়াম (Sm)প্লেনের ইলেকট্রিক মটরে ব্যবহার হয়।
৬৪ইউরোপিয়াম (Eu)রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার হয়।
৬৫গ্যাডোলিনিয়াম (Gd)MRI যন্ত্রে ব্যবহার হয়।
৬৬টারবিয়াম (Tb)টিউব লাইট তৈরিতে ব্যবহার হয়।
৬৭ডিসপ্রোজিয়াম (Dy)উপাদানের সূক্ষ্মতা পরিমাপে ব্যবহার হয়।
৬৮হলমিয়াম (Ho)লেজার তৈরিতে ব্যবহার হয়।
৬৯এরবিয়াম (Er)অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার হয় ।
৭০থিউলিয়াম (Tm)চোখের লেজার সার্জারিতে ব্যবহার হয়।
৭১ইতের্বিয়াম (Yb)লেজার ফাইবার তৈরিতে ব্যবহার হয়।
৭২লিউটেশিয়াম (Lu)ফটো ডাইনোমিক মেডিসিনে ব্যবহার হয়।
৭৩হাফনিয়াম (Hf)সাবমেরিন তৈরিতে ব্যবহার হয়।
৭৪ট্যানটালাম (Ta)মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয়।
৭৫টাংস্টেন (W)বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরিতে ব্যবহার হয়।
৭৬রোনিয়াম (Re)রকেট ইঞ্জিনে ব্যবহার হয়।
৭৭ওসমিয়াম (Os)কলম তৈরিতে ব্যবহার হয়।
৭৮ইরিডিয়াম (Ir)স্পার্ক প্লাগ তৈরিতে ব্যবহার হয়।
৭৯প্লাটিনাম (Pt)গবেষণা কাজের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহার হয়।
৮০গোল্ড (Au)অলঙ্কার তৈরিতে ব্যবহার হয়।
৮১মার্কারি (Hg)উচ্চ তাপমাত্রা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয়
৮২থ্যালিয়াম (Ti)শীতলতা মাপার থার্মোমিটার তৈরিতে ব্যবহার হয় ।
৮৩লেড (Pb)বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার হয়।
৮৪বিসমাথ(Bi)আগুন নেভানোর যন্ত্রে ব্যবহার হয় ।
৮৫পেলোনিয়াম (PO)এন্টি-স্ট্যাটিক ব্রাশ তৈরিতে ব্যবহার হয়।
৮৬অ্যাসটেটিন (At)তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার হয়।
৮৭রেডন (Rn)টিউমার, ক্যান্সার নিরাময়ের কাজে ব্যবহার হয়।
৮৮ফ্রান্সিয়াম (Fr)পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার হয়।
৮৯রেডিয়াম (Ra)ঘড়ি, যানবাহনের নির্দেশকে ব্যবহার হয়।
৯০অ্যাক্টিনিয়াম (AC)রেডিও ইমিউনোথেরাপিতে ব্যবহার হয়।
৯১থোরিয়াম (Th)গ্যাস বাতি তৈরিতে ব্যবহার হয়।
৯২প্রোট্যাকটিনিয়াম (Pa)উচ্চ তেজস্ক্রিয়তার কারনে গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না।
৯৩ইউরেনিয়াম (U)পারমাণবিক চুল্লির প্রধান উপাদান ।
৯৪নেপচুনিয়াম (Np)মহাকাশযানের জেনারেটরে, নিউট্রন নির্দেশক হিসেবে ব্যবহার হয়।
৯৫প্লুটোনিয়াম (Pu)পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহার হয়।
৯৬কিউরিয়াম (Cm)খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয়।
৯৭বার্কেলিয়াম (BK)তেমন কোনো কাজে ব্যবহার হয় না।
৯৮ক্যালিফোর্নিয়াম (Cf)খনিজ পদার্থ অনুসন্ধানের কাজে ব্যবহার হয় ।
৯৯ওগানেসন (Og)এগুলো বৈজ্ঞানিক গবেষণার বাইরে কোনো কাজে ব্যবহার হয় না।
১০০লরেনসিয়াম (Lr)এগুলো প্রকৃতিতে পাওয়া যায় না, অতিমাত্রায় বিষাক্ত পদার্থ, শুধুমাত্র আণবিক গবেষণা ছাড়া কোনো কাজে ব্যবহার হয় না।

বিভিন্ন জিনিসের pH এর মান

Prev Post

বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা

Next Post

Copyright © 2024 bdjobbooks. All rights reserved.

Contact Us

About Us

Privacy Policy