জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
১. নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা কয়টি ?
উত্তর:- ১১ টি।
২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি ?
উত্তর:- ১৫টি ( ৫টি স্থায়ী ও ১০টি অস্থায়ী )।
৩. নিরাপত্তা পরিষদের সভাপতি নির্বাচিত হন কত বছরের জন্য ?
উত্তর:- ১ মাসের জন্য।
৪. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র ?
উত্তর:- ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
৫. ১৯৬৫সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল কতটি ?
উত্তর:-১১ টি ।
৬. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয় ?
উত্তর:- ২ বছরের জন্য।
৭. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয় ?
উত্তর:- ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
৮. নিরাপত্তা পরিষদের অপর নাম কী ?
উত্তর:- স্বস্তি পরিষদ ।
৯. ভেটো কী ?
উত্তর:- ভেটো হলো নিরাপত্তা পরিষদের কোন স্থায়ী সদস্যের নেতিবাচক ভোট।
১০. ভেটো ( Veto ) : Veto শব্দটি ল্যাটিন ; এর শব্দগত অর্থ “আমি মানি না “ ।
১১. জাতিসংঘের মহাসচিব কিভাবে নির্বাচিত হন ?
উত্তর:- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে ।
১২. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয় ?
উত্তর:- ২বার।